Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কল্পদেহী সুমন

১০ বছর আগে লিখেছেন

Bangladesh

এই কি সেই দেশ! যে দেশে 1952 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল, 1969 সালে গনঅভ্যুথ্যান হয়েছিল, 1971 সালে লাখো শহীদের বিনিময়ে পেতে হয়েছিল স্বাধীন বাংলাদেশ। আমাদের দেশের মানুষের দেহে কি সেসব সাহসী, বীর সৈনিকের রক্ত নাই? তবে কেন আজ এদেশের মানুষ এতো নিশ্চুপ! যে যার কাজেই ব্যস্ত, দেশে কি হচ্ছে না হচ্ছে সেদিক কোন খেয়াল নেই। হয়তো রাজনীতির নামে এদেশের রাজনৈতিক ব্যক্তিরা ক্ষমতা দখলের সংগ্রামে লিপ্ত। তাদের মাঝে যত ভালবাসা জন্মায় তা ঐ ক্ষমতার আসন পর্যন্তই সীমাবদ্ধ। তাই বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না। দেশকে যদি ভালবেসে থাকি, যদি দেশের সামগ্রিক কল্যাণ চাই, তাহলে আজই সময় এসেছে হাত মিলানোর। একই সুরে গান বাজিয়ে স্বার্থপর, লোভী রাজনৈতিক দলগুলোর হাত থেকে দেশকে বাঁচানোর। আমরা এমন এক রাজনৈতিক দল চাই যারা নিঃস্বার্থ ভাবে দেশের জন্য কাজ করবে, গনতান্ত্রিক ভাবে দেশের ভার গ্রহণ করবে আর দেশকে এগিয়ে নিয়ে যাবে সংঘাত, হিংসা, পরনির্ভরশীলতা মুক্ত একটি সুন্দর ভবিষ্যতের দিকে।

Likes Comments
০ Share

Comments (0)

  • - ঘাস ফুল

    এসব ভন্ড থেকে যেদিন
    দেশটা হবে মুক্ত, 
    সেদিন জাতির মুকুটে হবে
    নতুন পালক যুক্ত।

    ছড়ার মধ্যেও খুব সুন্দর বার্তা দিয়েছেন শেমভীল। খুব ভালো লাগলো। 

    - মোহাম্মদ শেমভীল হোসেন

    আপনার মন্তব্য আমাকে আরো উৎসাহিত করল ঘাসফুল ভাই।
    অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

    - চারু মান্নান

    কবিকে মাঘের শুভেচ্ছা,,,,কবিতার গভীরতায় সেচ্ছায় ডুব সাঁতার,,,,

    • - মোহাম্মদ শেমভীল হোসেন

      অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

    Load more comments...