Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

দ্বিখণ্ডিত অমানুষ

আমার একটা চোখ তোমায় দ্যাখে
আর অন্য চোখে বিষ মাখে।
আমার এক শরীর তোমার ছোঁয়ায়
অন্য শরীর পুড়ছে ধোঁয়ায়-----
আমার রাস্তা চোরাগলি, সব এলোমেলো জাল-
আমি দিবাস্বপ্নে বিভোর, আমার সবসময় অকাল।
আমার একহাত টানছ তুমি স্বপ্নের সীমানায়,
আর অন্য হাতে জীবন, ধ্বংসের অপেক্ষায়।

তোমার চোখেই আকাশ,আকাশ আমার নেই;
আমি অন্ধকারের মানুষ,থাকি অন্ধকার ঘরেই---
আমার চোখে শহর ঝাপসা, বুকে ঘামের বৃষ্টি-
আমি নিথর তোমায় পেলে, নইলে অনাসৃষ্টি।

আমার পায়ের নিচে মাটি নেই, গলানো ইস্পাত-
কেবল তুমি ছাড়া সবাই দিচ্ছে অপবাদ---
আমার সমাজ বলছে ভ্রষ্ট, জলজ্যান্ত অমানুষ-
তাই... continue reading

৫৪৩

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

বন্ধুর সুখ

বন্ধু দিবস উপলক্ষ্যে এই কবিতা লিখেছিলাম আর <><> সকল বন্ধুকে উৎসর্গ করলাম <><>

বন্ধু তুই জানিস বহমান রক্তকোষ
হৃৎপিন্ডের আনন্দ বহর সু-নিঃশ্বাস;
বন্ধু আমার বাবা মা জানের সিন্ধু,
স্কুলকলেজ কর্ম সময়ের সহ-পাঠিবৃন্দ।
চলতে ফিরতে পূর্ণিমার জোছন্সা রাতে
শত বার স্মৃতিমুখর একলা জেগে রই;
কতবন্ধু হারিয়ে হলো দূর্বাঘাসের ফুল
খুঁজি ফিরি শ্রাবণ মেঘের কাছে সুর
টুপুরটাপুর বৃষ্টিভিজা আড্ডার ছুঁয়া কুল।
বন্ধু আমার রইল শুধু প্রেমডাঙ্গার বুক
হিংসাদন্ড রাগ অভিমান ভুলি জীবনক্ষণ
ক্লান্তিসুখের ধূলিবালি রাস্তার পাশে ব্যস্ত মুখ
ভুবনতরী গড়ি সবে শান্তির নিকুঞ্জ মন
বন্ধু আমার বিলিয়ে দেই স্বজনতরে সুখ।
 
<><><><><><><><><<><>
লেখার তারিখঃ... continue reading

৪৪০

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

কিংবদন্তিতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলির ৩৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলি। সঙ্গীত প্রিয়দের কাছে 'কিং অব রক এন্ড রোল ' অথবা শুধু 'দ্য কিং' নামে খ্যাত এলভিস প্রিসলি তার ডাকনাম এলভিস নামেও বহুল পরিচিত। ৬০ এবং ৭০ দশকের বহুল আলোচিত এই গায়ক-অভিনেতা এখনও দর্শক শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়৷ কন্ঠশিল্পীর পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র অভিনেতাও ছিলেন। প্রিসলীর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম "লাভ মি টেন্ডার" (Love me Tender)। ছবিটি ১৯৫৬ সালের নভেম্বরে মুক্তি পায়। বেঁচে থাকলে, হৃদয়ের কাছাকাছি আরো কতো গানই যে তিনি উপহার দিতেন আমাদের৷ সৃষ্টি করতেন অনবদ্য সব সঙ্গীত৷ সৃষ্টি করতেন ‘ম্যাজিক’৷ কিন্তু বিধাতার অমোঘ নিয়ম যেতে নাহি দিবো... continue reading

৫০৮

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

দেহ মনের প্রেম

<><><><><><><><>
মোর এই নিকুঞ্জ ভুবন জুড়ে
প্রশ্ন ও প্রশ্ন শুধু একটাই গো
বেজে উঠবে কি উত্তর ধ্বনি
শ্রাবণের এ গুঞ্জন গুঞ্জন শুনি
ভালোবেসে ছিলে কাকে বেশী
মন না দেহকে তুমি গো তুমি।।
 
বলদেখি মন দেহ এক জিনিস কি
হ্যা সুখের পাহাড় থেকে সোনালি
চিরসবুজ ছেড়ে মন দিবে উড়ি
হাজার তপস্যায় থাকবে তুমি
একা পূর্ণিমার চাঁদটা ঘেরে ঘেরে
রাতের সামীধ্য পাবে না জানি।।
 
ভেবে দেখ মনের ঠিকানা নাই নাই
শতজনমে যদি দেহকেই ভালবাসো
দেহের ঠিকান পাবে ঐনা আঁধার ঘরে
একটু খানি ভালোবাসার অধরে
ছুঁয়ে দিতে পারো আর... continue reading

৩৯৩

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

প্রাগৈতিহাসিক

ঘুম জমা চোখে রক্ত জমেছে-
নিস্পৃহ মুখ আজ স্তব্ধ,
দুঃসহ আলো ঝলসে দেয় চোখ;
জ্বালা ধরা ফুসফুসে জমাট ধোঁয়ার গন্ধ।
চলো ফিরে যাই ফিরে যাই কোন আদিম ঠিকানায়,
চলো ফিরে যাই ফিরে যাই কোন বর্বর সভ্যতায়।

আমাদের এখানে, খুব সাবধানে
ব্যাভিচার চুষে চুষে রক্ত খায়-
অপসংস্কৃতি, দেয় পরিচিতি
স্বাধীনতা আর কোন সত্তা নয়।
ভালবাসা পিঁষে, গরলতা মিশে
বানিয়েছি শোষণের সিংহাসন-
গভীর মমতায় নোংরা ক্ষমতার মত্ততা মনে আনে আগ্রাসন।
আর মুমূর্ষ সমাজের বীভৎস চিৎকার-
বাতাসের সাথে সাথে মিলিয়ে যায়।
চলো ফিরে যাই ফিরে যাই কোন আদিম ঠিকানায়,
চলো ফিরে যাই ফিরে... continue reading

৪০৫

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

পুষ্পাঞ্জল নোনা (প্রতিযোগিতার জন্য )

 
আমার বসুধায়! গ্রীষ্ম শরত
হেমন্ত ফুরালো কেউ না দেখলো
বুঝলো না ঐ চন্দ্রিমা! শীত
বসন্ত বারে বারে বয়ে গেলো;
ধূসর দূষ্টি পানে শুধু আঁধারে
অনুভবে উৎসব মুখর হয়ে গো
গুড় গুড় রিমঝিন বর্ষা এলো।।
 
ও আঁধার গায়ে গায়তে এসো
তালে তালে মিষ্টি সুরে গান শুনা
বর্ষা বাদল ওগো ঝরতে মানা
ধরেছে বুঝি শ্রদ্ধার পুস্পাঞ্জল নোনা;   
তবুও জীবন ভেলা ধন্য হবে
পাইবো গো বর্ষামাখা অমৃতসুধা;
ছয়টি ঋতুর শোকরঞ্জন হলো গো
আষাঢ় ধারায় করায় ও গোছল।।
 
লেখার তারিখঃ ২৩/০৬/১৪
<><>><><><><><><>
continue reading

৩৪৭

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

সংযম

<><><><><><><>
ও মানবতা তোর প্রয়োজন
প্রতি ক্ষণ একটুখানী সংযম;
নয় অধম!পালনে হই উত্তম
তাই তো এনেছে নবী করিম,
 
প্রশিক্ষণের দিনক্ষণ!দিয়েছে ঈশ্বর;
করেছে তাই ফরজ!বার মাস ঘুরে
ফিরে আসে বিশ্ব মানবতার দ্বার,
নাজাত- মাগফেরাত আর বরকত;
 
বলো গো এতো সুযোগ কি করে হয়?
সেহেরীতে মাগব্বির আযানে ইফতারি!
সেহেলী কৃতজ্ঞ হও,রমজান তার নাম;
থাকিতে জীবিত আনন্দে সংযম হও।
 
লেখারতারিখঃ২৮/০৬/১৪
্্্্্্+++++্্্্্্্
continue reading

৩৫৩

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

শ্রাবণের অপ্সরা (প্রতিযোগিতা )

মন কাদিস বলে ঝরে নোনা জল
ও হাসিস বলে ফুটে বসন্তেরী বল
জল ঝরে বল ক্ষরে প্রকৃতির কল;
তাই বলে কি হল রে নিঠুর ঈশ্বর
এজনমে বাঁধল না দুটি মনের ঘর
বয়ে দিল এ কেমন গ্রীষ্ম বর্ষা ঝড়।।
 
এই না ধরণীর তরে কত কিছু দিলে
আরো দিলে বর্ণহীন বোধচিন্তার ধর;
সদা জাগ্রত হইলাম না ঈশ্বর, কেরে
নিলে প্রিয় অন্তরের অন্তর; সুধাই গো
যদি থাকে! পরকালে পূণ্যেরো বল
চাই না – চাই না হুর পরীর ছল,
নূরের আলোই বেহেস্তের ফুলেলগড়তে
দু’জনার বাসরে চাই না বর্ষা বাদল।।
 

লেখার তারিখঃ ২৯/০৬/১৪
... continue reading

৩৫২

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

বৃষ্টির নাচ দেখি (প্রতিযোগিতার জন্য)

///////////////////
/////////
নীল আকাশ সাদা কালো মেঘ চাতক;
ওই মেঘের ফাঁকে ফাঁকে একটু না হয়,
ছনুর ছানুর হৈ ছনুর ছানুর শব্দে তুলে
এই সাতসকালে বৃষ্টি ঝরাও না ঝরুক।
 
চঞ্চলা নূপুর পায়ে তোমার সাথে গো
ঐনা নদীর ঢেউ দূর পাহাড়ের ঝর্ণা
সাগর বুকে দুলছে দুলে নাচুক না নাচ;
 
নাচ দেখে ঝরে রে নয়নমনির নোনা জল
জল পরে পরে হৈ অপেক্ষামান বাঁধ ভাঙ্গে
চল না হয় চল সুদূরে গাঙে ভেসে চল।
 
পৃর্ণিমার ভরা নিশিতে ক্লান্ত দেহে বিষাদ
অবসান স্মৃতির পাতায় ছবি নক্ষত্র ও চাঁদ
ভেসে ভেসে ঝরুক না বৃষ্টিরো নাচরে... continue reading

৩৮৮

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

বর্ষা আমার সই (বর্ষার প্রতিযোগিতার জন্য )

//////////////
ও উচ্ছলিয়া পরা নদে
এ কি দেখাইলা গো সই
নোনা বর্ষা এখন থৈই থৈই;
বর্ষার জলে ভাসিয়ে দিলে
কতনা প্রীতি ডাঙার খই;
ও সই প্রীতি ডাঙার খই
সই গো সই-সই গো সই।।
 
প্রীতিমাখা গাঙ পারের সেদিন
মনমুক্ত করা হারিয়েছে দর্শণ
কথায় গেলে কেমনে গো পাই
চাল চিড়া মুড়ি চানাচুরমাখা
খাওয়ার আড্ডাটা আর নাই;
 
তোর জলধারায় ভিজে ভিজে
সকাল দুপুর ঐনা মাঠের পানে
খেলতাম কত ফুটবল খেলা সই
আরো জমাতাম সন্ধ্যা বেলায়
চারটিকা খেলা মুখে ধুঁয়া হইচই।।
 
তোর বুকে ধরতাম পুঁটি... continue reading

৪২৭