Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

টি.আই.সরকার (তৌহিদ)

৯ বছর আগে লিখেছেন

"উপলব্ধি"

বন্ধ যেদিন হবে আঁখি- খুলবে না তো আর, তবু কেন মন তুই করিস- মিছে অহংকার !
 
দিনে দিনে দুনিয়াতে বাড়ছে পাপের বোঝা,
হয়নি তবু আসল জীবন এই জীবনে খোঁজা,
খুঁজলি মিছেই জগত পানে বাঁচার অধিকার ।
 
সময় থাকতে ভুলে গিয়ে নিজের আপন কাজ,
ঘুরে ফিরে দেখেছি হায়- দুনিয়ার রঙ সাজ,
সময় শেষে- খুঁজছি সময়, তাই তো বারেবার !
 
অন্ধকারের মাঝে মিছেই আলোর রেখা খুঁজে,
এই জীবনে পাইনি তো হায়- পুণ্য কিছু বুঝে,
শেষ সময়ে শুনছি যে তাই- পাপের সমাচার !
 
জীবন শেষে তুই- উঠবি যেদিন মরণেরই পরে,
... continue reading

৪২৮

টি.আই.সরকার (তৌহিদ)

৯ বছর আগে লিখেছেন

"ভালবাসি বাংলা"

আমি পথ চলেছি খুঁজতে আমার সোনার বাংলাদেশ,
আমি পথ চলেছি জড়াতে গায়, এ বাংলারই আবেশ ।
 
বাংলার বুকেই জন্ম আমার, বাংলাতেই বলি কথা,
বাংলার বুকেই পাই যে সবুজ, শ্যামল তরু-লতা ।
বাংলা আমার মুখের ভাষা, বাংলাই চাওয়া-পাওয়া,
ভালবাসি এই বাংলার জল, বাংলার শীতল হাওয়া ।
 
নেই তো রে হায় বাংলা তবু- আগের মতো দেশ,
তাই বাংলায় ঘুরে, এই বাংলায় খুঁজি সুখের সমাবেশ ।
 
বাংলায় আমি সব পেয়েছি, নেই তো কিছুই চাওয়ার,
সময় এখন এই বাংলা মাকেই কিছু দিয়ে যাওয়ার ।
তাই খুঁজছি আমি সরল মানুষ এই বাংলার ঘরে ঘরে,
ভাববে... continue reading

৪৩৪

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

একুশ আমার ঠিকানা

একুশ আমার ঠিকানা হয়েছে
সেই বায়ান্ন সালে,
আজও আছে থাকবে সেতো
যুগে কালে কালে।
প্রতিবাদের ঝান্ডা ওরা উড়িয়েছে সেই দিন,
সেই ইতিহাস -ইতিহাসে চেতনায় অমলিন।
জাতি সত্তার বীজটি বুনে
গেলো অন্তরালে।(ওরা)
বন্ধ ঘরের বন্দি খাঁচায় বাঁধতে চেয়েছে প্রাণ,
বুকের রক্তে গাইলো ওরা শিকল ভাঙ্গার গান।
আমার বর্ণ তাইতো সাজে
রক্ত লালে লালে। (ওদের)
-------------------------- continue reading

৪৬৬

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

একুশের গান( ক্যাটাগরি ১ -সংগীত ৩য় পর্ব )

 
 
দেশজনতার ভালোবাসা ধনী গরীব মজুর চাষা
বঙ্গ মায়ের মনের আশা বাংলা সবার রাষ্ট্র ভাষা
মায়ের ভাষায় লেখাপড়া মায়ের ভাষায় গান
মায়ের ভাষায় শপথকরা রাখবো দেশের মান ।।
সবার মনে আশা ভরা  মাগো বলে জড়িয়ে ধরা
গর্জে উঠলো গঞ্জপাড়া মানিনা উর্দু  বাংলা ছাড়া
বাংলা ভাষায় কথাবলি বাংলা ভাষায় গান
বুকের রক্ত ঢেলে দিয়ে রাখল মায়ের মান ।।
উর্দুই হবে মুখের বুলি চলবে বাড়ি কোটকাচারী
বাংলা ভাষা যাওগো ভুলি উর্দুভাষায় হুকুমজারী
বাংলা ভাষায় লেখাপড়া বাংলা ভাষায় গান
বুকের রক্ত ঢেলে দিয়ে রাখল মায়ের মান ।।
একুশে ফেরুয়ারি ... continue reading

৪৯০

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

ভাষার গান

(ভাষা শহিদদের স্মরণে) 
ভাষার গান
-মোঃ মালেক জোমাদ্দার
 
মাগো তোর চরণধূলী হাতে তুলি
যাই বলে যাই,যাই চলে যাই  
জীবন যদি যায়গো চলি তবু বলি
বাংলা ভাষাই...যাই বলে যাই,।।
মাগো তোর  মুখের হাসি ভালোবাসি   
বাংলা ভাষাই...যাই বলে যাই,
প্রেম প্রীতি ভালোবাসা মনের আশা
সুখ দুঃখ তাই সব রেখে যাই   
মাগো তোর চরণধূলী হাতে তুলি
বাংলা ভাষাই সুখ খুঁজে পাই  ...।।  
বাংলা হবে রাষ্ট্রভাষা মায়ের আশা
যাই বলে যাই,যাই চলে যাই    
জীবন যদি যায়গো চলি তবু বলি
বাংলা ভাষাই...আমার আশাই।।
বাংলায় করবো... continue reading

৫১২

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

আধুনিক গান-অনেকটা পথ বাকি......প্রতিযোগিতা ক্যাটাগরী- ১

 
 
তোমার আঁখিতে যেই পড়েছে আঁখি
চোখের পাতায় হেঁটেছি অনেক পথ
তবু যেন অনেকটা পথ বাকি।
মুখের ভাষায় হয়নি কো যা বলা,
চোখের ভাষায় হয়েছে পথ চলা।
আঁখি উপর বেঁধেছি বাসা
রাখি বন্ধনে রাখি।
তবু যেন অনেকটা পথ বাকি....
মন বাঁধলে মনের মাঝে ঘর,
কি আসে যায় তাতে বলো
প্রতীক্ষাটা হোক না হাজার বছর।
আঁধারেই পথ দেখেছি বহু দূর,
তবুও মন আলোতে বাঁধে সুর।
চরণ যেনো বরণের ঢালা
যায় যে নীরবে আঁকি।
তবু যেন অনেকটা পথ বাকি......
--------------------------- continue reading

৬৫০

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

আপন আলো (প্রতিযোগিতা- ২য় পর্ব,ক্যাটাগরি ১)

সূর্য হাসে নীলাকাশে আঁধার  সরে দূরে   
সুজন পাশে ভালোবাসে জগতসুমধুরে   
কুঞ্জেমুকুলভ্রমরব্যাকুলমিলনদু’জনায়
আঁধারনিশিআলোক শশি বন্ধু  সে’জনায় ।।
এভূবনেআপন আলো অনেক জ্যোতিময়
বৃথাজীবন প্রদীপ নিজের জ্বালাতে না চায়
সূর্য হাসে নীলাকাশে আলোক ভুবনময়  
আঁধারনিশিপ্রিয় শশি বন্ধযেজন হয় ।।
এপাড়ওপাড়দু’পারেতেজ্ঞান প্রদীপ জ্বলে 
দিন কাটলো অবহেলায়রাত গেল বিফলে
দিনে রাতে চলতে হবে অচেনা সব গাঁয়
আঁধারনিশিআলোক শশি বন্ধু  সে’জনায় ।।
আপন প্রদীপ দূর করবে আছে অন্ধকার
চলার পথে আপন পূণ্য শক্তি হবে তার
রাতেরশেষেসূর্য্যহাসেপূবগগনের গাঁয়
আলোছড়ায়আঁধার সারায় দিব্য জগতময়
আঁধারনিশিআলোক শশি বন্ধু  সে’জনায় ।।
 
(প্রতিযোগিতা- ২য়... continue reading

৪৩২

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

ভালোবাসার গান

ভালোবাসায় এত জ্বালা আগে জানতাম না
ভালোবাসায় এত বালা আগে ভাবতাম না,
বুকের ভীতর যায়গো জ্বলে বিষের ব্যাথায়
দিবা নিশি ভাবছি বসে তোমারও কথায় ।।
সূর্য যখন পুবাকাশে দিবা কিরণও ছড়ায়
মনের মাঝে প্রেমের ডানা উড়িয়া বেড়ায়,
আমি শুধু ভাবি বসে তোমারই কথা
দূর করে দাও বন্ধু ওগো মনের ব্যাথা ।।
প্রখর কিরণ মাথার উপর দিনের মধ্যভাগে
আমি জ্বলছি প্রেম আগুনে কীযে কষ্ট লাগে ।।
ধীরে ধীরে সূর্য রশ্মির তেজ কমে যায়
তোমার রশ্মি শুধু বাড়ে আমাকে পোড়ায়,
আমি জ্বলি আমি পুড়ি সারা অঙ্গে ব্যাথা
শীতল হয় মধ্যমনি তুমি বল যদি কথা ।।
দিনের আলো নিভু নিভু শশি মৃদু হাসে
ভাবছি তুমি বসবে এসে আমারই পাশে, continue reading

৪৩৩

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

প্রভাতফেরির গান (প্রতিযোগিতা-২০১৫, ক্যাটাগরি-১)

আমার শ্যামল মায়ের বুকে
সাত সাগর রক্ত ঝরে ঝরে-
অ- আ- ফুল ফুটেছে ফুটেছে
রক্ত রাঙা বর্নমালা অন্তরে গাঁথা
তাই তো প্রণয় কথা মুখে মুখে-।।
আমার শ্যামল বাংলা মায়ের বুকে।।
 
সেই রক্তিম ক্ষণের বেদনা
আর যাতনা বুঝেনি ঐ জিন্নাহ
মানুষ হয়ে কেমনে হায়না হলো
রফিক শফিকের রক্ত খায়লো;
বলো দেখি এমন কারো সাধ্য ছিল
বুকের রক্ত দিয়ে এনে দিলো –
মাতৃভাষা বিশ্বস্মরণ দিবস হইলো
দিবস পালন রবে যাবে যুগে যুগে।।
 
আজ হৃদয় ভরা উচ্ছ্বাসে উচ্ছ্বাসে
স্বাধীন বর্ণমালায় বাবা শিখায়
দাদা বলা -মায়ে শিখায় নানা-
দাদা... continue reading

২১ ৫২০

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

সংগীত-দেখোনি চাঁদের হাসি (প্রতিযোগিতা ক্যাটাগরি-১)

তুমি দেখোনি চাঁদের হাসি
জোছনা রাত,
দেখোনি অলীর প্রেম ফুলের সাথে
মেহেদী রাঙানো হাত।
ঐ ঝিলমিল ঝিলমিল তারার মেলায়,
জাগেনিতো অনুরাগ -প্রেমের ছোঁয়ায়।
পথ চেয়ে কেটে গেছে দিন
হৃদয়ে বেদনার শুধু করাঘাত।
দেখেছো কালো মেঘ-দেখোনি নীল,
দেখেছো মেঘের সাথে বরষার মিল।
ঐ রুমঝুম রুমঝুম সুরের ধারায়,
খুঁজোনিতো ভালোবাসা-গিয়েছে হারায়।
সুখ স্মৃতি হয়ে গেছে শেষ
ভেঙ্গে গেছে জমানো অশ্রুর বাঁধ। continue reading

৪০৩