Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

আলমগীর সরকার লিটন

৮ বছর আগে লিখেছেন

ফিরে পায়

(ছবিটা নেট থেকে সংগ্রহ)
সত্য অমাবস্যার রাত
ফিরে পায় অনুরাগ–
ঐ তারা – ঐ চাঁদ-
তবে ভালোবাসায়
ভালোবাসা বারিয়ে দাও না-
ঐ ছুঁয়ে যাওয়া হাত ।।
আজি গ্রীষ্মের এই খরা হাওয়ায়
কৃষ্ণচূড়া পাপড়ি ঝরে ঝরে যায়
তেমনী করে স্মৃতির দহন
কাঁটে না কাঁটে না - বিষাদ
চূড়ায় একলা জাগা রাত ।।
এই রাতগুলো যদি একবার হতো
ঐ দীঘল কালো অমাবস্যার মতো -
ফিরে পেতাম বুঝি ঐ পূর্ণিমার চাঁদ ।।
বকুলফুলের পাতার মতো
ঝিরি ঝিরি দুলে যেতাম
ঝিরি ঝিরি দুলে যেতাম
এ সারা রাত মুছে যেতো
ব্যর্থ প্রণয়ের... continue reading

৪৫৮

আলমগীর সরকার লিটন

৮ বছর আগে লিখেছেন

জল নরে চরে

=============
জলপাতার গাঁয় গো
জলপাতার গাঁয়-
জল যে নরে চরে জলের উপরে
ধুসর কালো মেঘ বসেছে-
তুমি কি তা জানো -
অনুরাগে অভিমানে
নয়ন কোণে বিষাদ চূড়ায়
ঝর্ণা ধারা নেমেছে
তুমি কি তা দেখো ।।
ও ও আসছে পূর্ণিমায়
এসো গো জলপাতার গাঁয়
নীল ঢেউয়ে ঝর্ণা ঝরবে
দৃষ্টি পাতে নয়ন জুড়ে দেখবে
এসো গো জলপাতার গাঁয়
রাঙিয়ে দিয়ো পাতায় পাতায়
হাসবে চাঁদতারা জোনাকি
চার দেয়ালের ফাঁকে ফাঁকে
দেখবো তোমায় অশ্রুধারা চোখ
ভেসে যাবে জলপাতার গাঁয় ।।
লেখার তারিখঃ ২৭/০৪/১৫
==============
continue reading

৪১২

রুদ্র আমিন

৮ বছর আগে লিখেছেন

পাকি ওয়াশ আনন্দ গীত

কি আনন্দ আকাশে বাতাসে……….
সৌম্য তুমি এগিয়ে চলো…..
আমরা আছি তোমার পাশে
কি আনন্দ আকাশে বাতাসে………. 
পাকিদের ফাঁদি দিলে
প্রতিটি শর্টে শর্টে…
বল গেলো হাওয়ায় মিলে
কি আনন্দ আকাশে বাতাসে……… 
গুল কান্দে,ওয়াহাব কান্দে …
কান্দে আজহার,
চোখ বুজে আইসিসি
খুঁজছে আপন আলোর দ্বার
কি আনন্দ আকাশে বাতাসে সবার… 
মঞ্চে বসে ফাটায় মাথা…
মুখে চলে দন্দ্ব
আফ্রীদি আর মেজবা উল
ওয়াকার কে বলে ভণ্ড
কি আনন্দ আকাশে বাতাসে…. 
সৌম্য তুমি এগিয়ে চলো…..
আমরা আছি তোমার পাশে
সাকিব তামিম মুশি’র বল-এ
কি আনন্দ আকাশে বাতাসে।
উত্তরা, ঢাকা-১২৩০, রাত: ১০:৫০, ২২০৪২০১৫।
continue reading

৭৬২

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

সু-দীর্ঘন্ত ছূঁয়া

( ছবিটা নেট থেখে সংগ্রহ )
সেই দক্ষিণা বারান্দার জালানাটা আজো আছে-
জালানার দু’পাল্লাটা প্রণয়ের হাওয়ায় হাওয়ায়
চকট চকটে আওয়াজে দোল খাইয়ে যায়-
শুধু ঐ দু’চোখ দু’ঠোঁটের মৃদূ হাসিটা আর নাই-
মিটি মিটি করে জ্বলে নীলীমার সুখময় গাঁয়
প্রতি পূর্ণিমার রাতে পলকিত শশীর বোবা হয় ।।
 
জালানার সামনের রাস্তাটা সু-দীর্ঘন্ত ছুঁয়ে কতোনা মায়া
সীমানার প্রান্তে কোথাও ভাঙ্গা, কোথাও ঘণজঙ্গল ,
কোথাও বা বোবা কান্নার –স্মৃতিমাখা উদয়
জলের বন্যা-এ নয়নে চারিধারে ধোঁয়াশার বিষাদ রাঙা
অভিমানে অনুরাগে কালবৈশাখী ঝড়োহাওয়া ।।
 
জানি আসবে না ফিরে ঐ দু’চোখ - দু’ঠোঁটের
মৃদূ হাসি ভরা জালানার... continue reading

৫১৮

সুমন সাহা

৯ বছর আগে লিখেছেন

চল পালিয়ে যাই...

সিঁধে হওয়া সে রোদ্দুরে,
ঠিক করে,
বলনা তুই এলি কোন সুরে,
কোন ছোঁয়া দিলি যে আমায়।
তোর চোখ ছুঁয়ে
ওই দুরে, জলছায়া মেঘ ভাসে
তোর স্বপ্নতে;
রোজ রাতে, ঘুম ভেঙ্গে দেয় এসে।
বল এ কোন সুরে ডাকলি আমায়?
তুই ডুবে যা নষ্ট খাঁচায়
তুই পালিয়ে যা এই খেয়ায়,
আমি ওই পাড়ে
তোর সাথে,
পাড়ি দেবো চার দেয়াল
কোন এক গ্রামে,
খুব সুখে, রাতদিনে
জ্বালবো রং-মশাল।
আজ নামবে ফরসা চাঁদ;
আমি এই মোড়ে খুব একা।
ভীষণ একা, যায় না রাখা
এই মন, আয় না শোন
তোর সাথে ঘর বাঁধি হাওয়ায়।।
আজ... continue reading

৫৮৬

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

মুক্তির গান গাই (প্রতিযোগিতার জন্য )

(ছবিটা নেট থেকে সংগ্রহ)
এক কালজয়ী বর্ণমালার কণ্ঠে জ্বলছিল অগ্নিঝরা
সেই সাতেই মার্চের ভাষণ ছাড়া-
স্বাধীনতার প্রাণই পেতো না- জানো প্রাণই পেতো না;
ত্রিশ লক্ষ বীর শহীদের রক্ত ঝরা বন্যায়-
স্বাধীনতার পূর্ণতাই হতো না- শুনো পূর্ণতাই হতো না;
রাখতে মান খর্ব হলো হারায় স্বাধীনতার মানবতা ।।
 
১৬কোটি জনসমুদ্র মিছিলে ছাব্বিশে মার্চের করে অনুরণন
মুক্তি চেতনার প্রণয় ভাসে গণতন্ত্রের কি রুপ হরণ;
চাঁপা কষ্টে কাঁদে মার্চ কাঁদে স্বাধীনতার দিবসের অঙ্গন;
না না শান্তি পায়রার বুকে কেনো রুন ঝঙ্কার বাজে নব্য যুদ্ধের গর্জণ
আমার প্রজন্ম স্বপ্ন দেখে পাবে মহান স্বাধীনতার বন্ধন;
 
উড়ু সময়ের চঞ্চলতায়... continue reading

৪২৪

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

কবিতা খোঁজার অপেক্ষা (প্রতিযোগিতার জন্য )

( আমার তুলাছবি )
রঞ্জিত একটি কবিতা খোঁজি বলে অপেক্ষায় থাকি
প্রতিটি সেকেন্ডে বিমুগদ্ধ মুখরিত করে দিবানিশি-
রুন ঝঙ্কার স্বাধীনতা হবে - সে কবিতার পট ভূমি
দক্ষিণা শিমুলতলায় শিমুল ফুলের মূর্ছনা দেখি-
শ্যামা শালিক ঠোঁটের ছুঁয়ায় জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি
তবু্ কি কারণে অশান্ত অকবিতায় ভরে যায় পাণ্ডুলিপি ।।
 
নীল সঞ্চয় মেঘের ফাঁকে ফাঁকে রঙধনুর রঙিন স্বপ্ন ছিল
আলোকিত হলো বর্ণধারায় কোন রক্ত ঝণার মুক্তি দিল-
কি বর্ণে কথায় খোঁজবো আনন্দিত উল্লাসিত চয়ণগুলো;
অপেক্ষার মহাকাব্য পড়া হবে বুঝি ধূসর রঙের সমাধি-
ধোঁয়াশার বিষন্ন উঠানে ঝরবে কৃষ্ণচূড়ার লাল পাঁপড়ি
নিমগ্ন পলকে চয়ণ... continue reading

৫০০

সুমন সাহা

৯ বছর আগে লিখেছেন

ভালোবাসা এ বুকে

যে কথা বুকেতে জমা আমার;
ওগো মুখে নাহি ধায়,
তোমারও স্রোতের ধার
আমার অবাকও অভিপ্রায়।
তোমারও আপন, চাওয়ারা আজো;
খুব যেন আপন আমার,
অশনি নিশীথে যদি-
অযতনে কাঁটা বিঁধে ও রাঙ্গা পায়;
আমি ব্যকুলও আখি লযে-
সজল হই, ব্যথার ধার বুঝি-
হৃদয়ে এসে বিঁধে, রুধিরও নির্গত হয়,
এমনি সখি ওগো ধায়; প্রেমেরও ফল্গুধারা;
তোমায় আমায়।
তোমারও বিজন কাঁধেতে ওগো আমার;
ভালোবাসার গোলাপ শোভায়
শোভিত রঞ্জিত মেঘচাপা ঢঙ্গে;
মনেতে রং ছড়ায়,
ওরে মনের ইক্ষু ঝরে বাসনায়
নশ্বর এ চক্ষু জ্বলিয়া পুড়িয়া যায়।
ও সখী;
এমনি ধারা তোমারও গোপন কামনায়
জড়ায়ে... continue reading

৪৭৫

সুমন সাহা

৯ বছর আগে লিখেছেন

ফিরে এসো তুমি


আজ গলি দিয়ে, যখন সে যাবে;
চৌকাঠের প’রে পিদিম জ্বেলে
দরজা রেখো হাট করে খুলে,
কেউ ফিরে আসতে পারে
রাস্তা চিনতে যেন সে ভুল না করে।
সারা রাত্রি, তুমি জাগ্রত থেকো
সারা গলিটা প্রজ্জলিত করে রেখো,
যে আসছিলো ফিরে;
যেন সে আবার চলে না যায় ফিরে।
আজ গলি দিয়ে যখন তুমি গেলে হেঁটে
প্রদীপ দেখলো তোমায়;
দপ করে জ্বলে উঠে,
যেন অনেক দিনের পরে
কেউ ফিরে এলো রে ঘরে,
চোখ বুঝে গেছে;
ওরে দৃষ্টি এলো রে ফিরে।
ফিরে আসলো বলে কোন দোষ দিওনা তারে;
এ আকুলতায় যেন কোন কমতি না দ্যাখে,
... continue reading

৪৯৩

আলমগীর সরকার লিটন

৯ বছর আগে লিখেছেন

কেমনে শিমুল ঝরাও

ফুলের এমনি সংসর্গ সৌরভী ছুঁয়া নিতে
পারলে না সই- পারলে না গো সই
ধরালে শুধুই শুধুই;
প্রণয় পিঠে খরা বলয়,জনমটি ধরে এমনি রবেই
বলো না জনমটি ধরে এমনি রবেই
অপুষ্প অনলে কেমনে রই।।
 
শান্তিময় নেমে আসে যখন; সন্ধ্যার শশী
কি রুপ গন্ধ দেখি নিশিমেলা সন্ধ্যামালতী
ওগো সন্ধ্যামালতী;
ঝরো ঝরো বার মাসে ফুটো মাধবীলতা
হয়ও না এক ক্ষণের জন্যে  হয়ও না
চন্দ্রমল্লিকা গো সই।।
 
প্রণয়ের শাখায় শাখায় কেমন করে পোড়াও
দিব্য শিখরে ডালিয়া গাঁদার রঙ বাহারে
একটু না সাজাও;
হৃদয়ের পটে যদি না রাঙাও সৌরভী সুবাতাস
ভেবে নিও... continue reading

১৪ ৪৩৪