Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"শিশুসাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা, শিক্ষাবিদ প্যারীচরণ সরকারের ১৩৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

নারী শিক্ষার অগ্রদূত, সমাজসংস্কারক এবং উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা প্যারীচরণ সরকার। যিনি প্রথম বৃটিশ শাসিত বাংলার মানুষদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। তার পাঠ্যবই বাঙালির সমগ্র প্রজন্মকে ইংরেজি ভাষায় পরিচিত করেছে। তাঁর পাঠ্যবইসমূহ লক্ষ কপি বিক্রি হয়েছে এবং অধিকাংশ ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে। বাংলায় নারী শিক্ষার অগ্রদূত ছিলেন প্যারীচরণ সরকার এবং এজন্য তাঁকে 'প্রাচ্যের আর্নল্ড' বলা হতো। তিনি তাঁর সময়কালে সুরাপান নিবারকরূপে সকলের দৃষ্টি ও শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন। বাঙালির ইংরেজি শিখবার তৎকালীন প্রবণতায় তাঁর রচিত 'ফার্স্ট বুক' বইটি বাঙলার সামাজিক ইতিহাসে অক্ষর-মূর্তি হয়ে আছে। অতি সহজ সরল ভাষায় ইংরেজি ভাষা উচ্চারণ বিধির একেবারে গোড়ার নিয়মকানুনগুলি লেখা আছে এই... continue reading

৫৭৫

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

প্রতিভাবান ভারতীয় শিশুসাহিত্যিক, নাট্যকার ও রম্যরচক সুকুমার রায়ের ৯১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের অন্যতম সুকুমার রায়। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার ও নাট্যকার। ছাত্রাবস্থাতেই সুকুমার রায়ের প্রতিভার বিকাশ ঘটে। প্রতিভাবান এই শিশুসাহিত্যিক ছড়া, গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে সহজেই বাংলা শিশুসাহিত্যে তাঁর শক্ত অবস্থান তৈরী করে নেন। শিশু সাহিত্যের এই জনপ্রিয় লেখক শিশু-কিশোরদের জন্য অসংখ্য বিজ্ঞানমনস্ক রচনা লিখেছেন। “ননসেন্স্ রাইমের” প্রবর্তক সুকুমার রায়ের লেখা ‘আবোল তাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু,বহুরূপী, খাই খাই' বইগুলো শিশুসাহিত্যের অমর সৃষ্টি । ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরন করেন জনপ্রিয় এই শিশুসাহিত্যিক। আজ তার ৯১তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুদিনে শিশুসাহিত্যিক সুকুমার রায়কে স্মরন করছি গভীর শ্রদ্ধায়।

১৮৮৭ সালের ৩০ অক্টোবর ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে এক... continue reading

৭৮৫

জাবেদ ভুঁইয়া

৯ বছর আগে লিখেছেন

দুষ্টপরী ,মিষ্টিপরী আর মোহনকুমার

চাঁদটা যখন খিলখিল করে হেসে উঠে ,আলোতে মেতে উঠে পৃথিবী। মাঝরাত্তিরের কুয়াশার বুকে মাথাগুজে মুক্তোর মত ঘাসের ডগায় ঝিলমিল করে জ্যোৎস্নারা।
চারদিকে নিঝুমতা যখন বেশ করে ঝেঁকে বসে। ঠিক তখন, ঐযে ঐ মস্ত মাঠটা দেখছ তার সোজা ডানে গেলে পাবে একটা মস্ত দীঘি।
পূর্ণিমার রাতে জ্যোৎস্না হেসে লুটোপুটি খায় দিঘির জলে। তাই দিঘীর নামটাও চাঁদের দিঘি।
জ্যোৎস্নাদের সাথে খেলা করার জন্য প্রায়ই দিঘির পাড়ে নেমে আসে একঝাক পরী। চাঁদের আলোয় যেন পরীদের মেলা বসে দিঘির পাড়ে।
রাত্রিভর জ্যোৎস্না গায়ে মেখে হৈ হুল্লোড় করে পরীরা।
শেষরাত্রিরে যখন চাঁদটা ডুবো ডুবো হয়ে সূর্যিমামাকে আমন্ত্রণ জানায় সেসময় দিঘির জলে স্নান সেরে পরীরা আবার ফিরে যায়... continue reading

৭৮২

জয়ন্ত জিল্লু

৯ বছর আগে লিখেছেন

মন হারিয়ে মন খুঁজেছি

মন হারিয়ে মন খুঁজেছি মন হারালো কোন সে দিকে
আমার মতোন সেও বুঝি পড়ছে পড়া মাধ্যমিকে।
সেও বুঝি ছায়ার ভেতর খুঁজছে আলো খুব দুপুরে
আমার মতোন পাগল হলো ঘুম হারিয়ে সুর নুপুরে।
আকাশ হয়ে সেও বুঝি উড়ছে এখন গাঁয়ের পথে
জ্বিন-পরীদের ডাকছে যেতে তারই সাথে মেঘের রথে।
কিংবা সে কি উদাস হয়ে রইলো পড়ে নদীর পাড়ে
ভর দুপুরে রাগ করে কি বৃষ্টি হয়ে সৃষ্টি নাড়ে।
আমার মতোন সেও বুঝি স্বপ্ন দেখে ঘুমের ঘোরে
হারিয়ে যাবে সময় পেলে অচিন দেশের অচিনপুরে।
সেও বুঝি আচ্ছা করে লুকিয়ে বেড়ায় পুকুর জলে
ডুব... continue reading

৭৩৬

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-বিশ্বকাপের না না চমক

বিশ্বকাপের না না চমক
বিশ্বকাপের না না চমক
সাম্বা নাচের দেশ,
বিশ্বকাপের মাসকট দ্যাখো
ফুয়েলকা হাসে বেশ।
নতুন বলে যায়রে ছুঁয়ে
নন্দন জাদুর পা,
ব্রাজুকা নামের বলটি এবার
খাবে রে হাজার ঘা।
গোল গোল করে সবাই
কাটবে দাঁতের নখ,
না পাইলেই গোলের দেখা
ব্যর্থ মনো রথ।
১৪২১@ ২৯ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।ঁ
continue reading

৪১৮

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-বল গড়াবে ব্রাজুকা

বল গড়াবে ব্রাজুকা
গোল আর গোলের উৎসব
বিশ্বকাপ জুড়ে থাকবে,
হই হুল্লোড় আনন্দ মিছিল
দেশের পতাকায় গাইবে।
কালো সাদাতে নাই ভেদাভেদ
উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম,
শিল্পের বড়াই শিল্পীর পায়ে যাদু
বল গড়াবে ব্রাজুকা।
গোল আর গোলের লড়াইয়ে
জিতবে জানি কে?
জিতবে সবাই এই আশাতেই
হারাবে না কেউ খেই।
১৪২১@ ২৮ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।
continue reading

৪২৩

দীপঙ্কর বেরা

৯ বছর আগে লিখেছেন

গল্প কথা

মাসিমণি , মাসিমণি , একটা গল্প বলো না 
গল্প ছাড়া আমাকে আমি খুঁজে পাই না ,
মা শুধু ঘর গোছায় আর আমাকে সাজায় 
আমার কত খেয়াল রাখে চাঁদকে দেখায় ;
কথার সুখে কথকতা বাদ্যি বাজা আকাশ 
আমাকে মানুষ করার জন্য পুরো অবকাশ 
সারা হৃদয় ভরে ওঠে মানুষ হই যে আমি 
মাসিমণি তোমার গল্পে স্বর্গ আসে যে নামি ।
সম্পর্কের এই বাঁধনে  সুর জাগে মাটিতে
সারা বিশ্ব এসে যায় আমার জীবন প্রাতে ,
গল্প সময় অন্য সুরেই জীবনের ছাদ গড়ে
রোজ তাই নতুন সূর্য মুক্তি নদীর পাড়ে ।
           -০-০-০-  continue reading

৪৪৪

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-ভুতু সোনার প্রিয় দল

ভুতু সোনার প্রিয় দল

ভুতু সোনার গায়ে এখন
বিশ্বকাপের ভুত চেপেছে,
পেপার পত্রিকা ঘাঁটছে দ্যাখো
জার্সি রং এ মেতেছে।

বিশ্বকাপ জিতবে কোন দেশ?
দো’টানায় সব পরেছে,
লাল সবুজের পতাকা গুলো
বাংলার আকাশে উড়ছে।

ভুতু সোনা ভাবনায় পরে
মেসির ছবি দ্যাখে,
পতাকা ঝুলে বারান্দার গায়
আর্জন্টিনা জিতবে তো?

১৪২১@২৬ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।ঁঁঁ continue reading

৪৩৩

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

লাল ফড়িং এর ডানায় ভুতু সোনা

লিচু তলায়
জ্যোৎস্না রাতে লিচু তলায়
শেয়াল মামা ডাকে,
বাদুড়ের ঝাঁক খায়রে লিচু
ঘন্টা বাঁধা ডালে।
ঘন্টা শুনে কাঠ বিড়ালী
লিচু তলায় যায়,
বাদুড়ে খাওয়া নষ্ট লিচু
শেয়াল মামা খায়।
তাই না দেখে কাঠ বিড়ালী
বুকুল গাছের ডালে,
চুপটি করে ঘুমিয়ে থাকে
বকুল ফুলের ঘ্রাণে।
১৪২১@৩ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।
continue reading

৫৪৬

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

লাল ফড়িং এর ডানায় ভুতু সোনা

ফিরে এসেছে ফলের মাস
ফিরে এসেছে ফলের মাস
লিচু কাঁঠাল আম,
এই গরমে পেকে সারা
শরীরে ঝরে ঘাম।
কাঠ বিড়ালের রাঙা ঠোঁট
পাকা জামের রসে,
কাঁঠাল তলায় শেয়াল মামা
কাঁঠাল খায় বসে।
আম গাছে আম পেকে
করে টস টস,
তাই না দেখে বুদ্ধ কাক
আম বেজায় টক।
১৪২১@১ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।
continue reading

৪৩৬