Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"শিশুতোষ ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

এস আহমেদ লিটন

৯ বছর আগে লিখেছেন

ঘুড়ি

উড়ছে ঘুড়ি আকাশ পানে,
ঘুরছে তারা আপন মনে।
সকাল দুপুর সন্ধে বেলা,
খেলছে তারা আপন খেলা।
শত দলে শত ঘুড়ি,
দুষ্টু ছেলে নাটাই ধরে,
উড়ছে তারা
খাঁ খাঁ চৈত্র দুপুরে। বিকেলের মিষ্টি মিহি রোদে
উড়ছে তারা ঝাঁকে ঝাঁকে,
আরো রাঙিয়েছে তারা
শিশু কিশোরের হাক ডাকে।
শো শো, শান শান, শব্দে,
কখনো গভীর রাতে,
তাঁরা-ঝোঁনাকির মিতালিতে
মধুময় করেছে একসাথে। continue reading

৫৯৮

কবীর কবীর

৯ বছর আগে লিখেছেন

বর্ণ দিয়েই ছড়া

  ‘জীবনস্মৃতি’ আর ‘ছেলেবেলা’ দুটো বইয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছোট বয়সের অনেক কথা লিখে গেছেন তিনি। সে সব পড়লে দেখি, রবি নামের ছোট ছেলেটি তার পড়ারবই একেবারেই পড়তে চাইত না। মাস্টারকে ফাঁকি দেওয়ার দুটো বেশ পাকাপোক্ত উপায় সে বের করেছিল- মাথাব্যথা করছে আর পেট কামড়াচ্ছে। দুটোই বাইরে থেকে দেখে বুঝবার কোনো উপায় নেই। জ্বরের কথা বলত না, কেননা জ্বরে তো গা গরম হবে, গায়ে হাত দিলে বুঝতে পারা যাবে যে জ্বর এসেছে। মাস্টারের হাত ফস্কে পালানোর এ ছিল এক কায়দা। পালানো কেন? পিটুনি খাওয়ার ভয়ে। আগের আমলে মাস্টারদের বিশ্বাস ছিল- ছাত্রদের মারধর না করলে তাদের মগজে কিছু ঢোকানো যায় না। ফলে... continue reading

৬৫৯

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

কত পড়বে ভুতুসোনা?

কত পড়বে ভুতুসোনা?
দিন গড়িয়ে বিকেল শেষ
পড়া লেখার পানশালা,
কত পড়বে ভুতুসোনা?
ঘর যেন পাঠশালা।
অধুনাকালে অধ্যয়নের এমন রীতি
সবাই টের পাই,
ছেলে বেলা কিশোর যৌবন
স্বপ্নের গান গাই।
রং লাগানো রামধনু
রং ছড়িয়ে যায়,
নীল আকাশে সাদা মেঘ
ভুতুর গান গায়।
১৪২১@১ আশ্বিন,শরৎকাল।
continue reading

৫৭৩

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ভুতু সোনার গাঁও

ভুতু সোনার গাঁও
শরত এলেই আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
উদাস আকাশ নিল হারিয়ে
স্বপ্ন দেখার মেলা।
মেঘের ভেলা যায় রে ভেসে
ভুতু সোনার গাঁও,
দিগন্ত ঐ সাজে রে ভাই
মেঠো পথে যাও।
সবুজ মাঠের ক্ষেত জুড়ে
বাউল হাওয়ার ঢেউ,
লাউয়ের মাচায় ফুলের কুঁড়ি
হাওয়ায় দোলে মৌ।
১৪২১@ ২২ ভাদ্র, শরৎকাল।
শরত এলেই আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
উদাস আকাশ নিল হারিয়ে
স্বপ্ন দেখার মেলা।
মেঘের ভেলা যায় রে ভেসে
ভুতু সোনার গাঁও,
দিগন্ত ঐ সাজে রে ভাই
মেঠো পথে যাও।
সবুজ মাঠের ক্ষেত জুড়ে
বাউল হাওয়ার... continue reading

৬০৪

রোদের ছায়া

৯ বছর আগে লিখেছেন

জিরো জিরো টি নি

ছানাবড়া চোখে তাকায়
র‍্যামো ঘরের ছাদে
একখানা চোখ দিয়ে দেখি
ফেলে দিবে ফাঁদে

সবুজ রঙের চোখখানা যে
করছে  পিটপিট
চোখ ইশারায় খুলে দিল
শক্ত দড়ির গিঁট।

মুখের মাঝে একখানা নাক
গাঁট্টাগোট্টা ভারি
থুতনি জুড়ে ইঞ্চি দুয়েক
ঝুলছে নীল দাড়ি

সবুজ রঙের চোখটা যেন
ঠিক লেজার লাইট
টাক মাথায় বেঁধে রাখা কালো
রুমাল টাইট।

চোখ ইশারায় দরজা খোলে
করে বাতি বন্ধ
গ্রিন ঘোস্টের  গায়ে মাছের
আঁশটে কড়া গন্ধ

নেট ব্রাউজে নামটি পেলো
জিরো জিরো টিনি
নেপচুনের কাছ ঘেঁষা এক
ন্যানো গ্রহের প্রাণী ।
continue reading

৭২২

জয়ন্ত জিল্লু

৯ বছর আগে লিখেছেন

মন হারিয়ে মন খুঁজেছি

মন হারিয়ে মন খুঁজেছি মন হারালো কোন সে দিকে
আমার মতোন সেও বুঝি পড়ছে পড়া মাধ্যমিকে।
সেও বুঝি ছায়ার ভেতর খুঁজছে আলো খুব দুপুরে
আমার মতোন পাগল হলো ঘুম হারিয়ে সুর নুপুরে।
আকাশ হয়ে সেও বুঝি উড়ছে এখন গাঁয়ের পথে
জ্বিন-পরীদের ডাকছে যেতে তারই সাথে মেঘের রথে।
কিংবা সে কি উদাস হয়ে রইলো পড়ে নদীর পাড়ে
ভর দুপুরে রাগ করে কি বৃষ্টি হয়ে সৃষ্টি নাড়ে।
আমার মতোন সেও বুঝি স্বপ্ন দেখে ঘুমের ঘোরে
হারিয়ে যাবে সময় পেলে অচিন দেশের অচিনপুরে।
সেও বুঝি আচ্ছা করে লুকিয়ে বেড়ায় পুকুর জলে
ডুব... continue reading

৭৩৬

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

বৃষ্টি

আঁধার কালো, অনেক ভালো, দিনের বেলায় রাত যেন,
নামবে ধারা, বাঁধন হারা, টাপুর টুপুর গান শোনো।
জানলা খুলে, কাজটা ভুলে, তাকিয়ে দেখি ঐ ঝরা,
থাকনা থেমে, ক্লান্তি ঘেমে, ভিজুক খাঁ খাঁ মন খরা।
তা-থৈ নাচে, সতেজ বাঁচে, মনমরা নয় মনকলি,
খানিক ক্ষণে, উদাস মনে, ভুলুক মনের ক্লেদ-কালি।
কড়াৎ বাজে, মনের মাঝে, জাগ্ শিহরন ভয় লাগা,
উত্তেজনায়, আমোদ বাঁচায়, অচিন ঘোরে ফের জাগা। continue reading

৪৯১

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-বিশ্বকাপের না না চমক

বিশ্বকাপের না না চমক
বিশ্বকাপের না না চমক
সাম্বা নাচের দেশ,
বিশ্বকাপের মাসকট দ্যাখো
ফুয়েলকা হাসে বেশ।
নতুন বলে যায়রে ছুঁয়ে
নন্দন জাদুর পা,
ব্রাজুকা নামের বলটি এবার
খাবে রে হাজার ঘা।
গোল গোল করে সবাই
কাটবে দাঁতের নখ,
না পাইলেই গোলের দেখা
ব্যর্থ মনো রথ।
১৪২১@ ২৯ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।ঁ
continue reading

৪১৮

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-বল গড়াবে ব্রাজুকা

বল গড়াবে ব্রাজুকা
গোল আর গোলের উৎসব
বিশ্বকাপ জুড়ে থাকবে,
হই হুল্লোড় আনন্দ মিছিল
দেশের পতাকায় গাইবে।
কালো সাদাতে নাই ভেদাভেদ
উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম,
শিল্পের বড়াই শিল্পীর পায়ে যাদু
বল গড়াবে ব্রাজুকা।
গোল আর গোলের লড়াইয়ে
জিতবে জানি কে?
জিতবে সবাই এই আশাতেই
হারাবে না কেউ খেই।
১৪২১@ ২৮ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।
continue reading

৪২৩

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-ভুতু সোনার প্রিয় দল

ভুতু সোনার প্রিয় দল

ভুতু সোনার গায়ে এখন
বিশ্বকাপের ভুত চেপেছে,
পেপার পত্রিকা ঘাঁটছে দ্যাখো
জার্সি রং এ মেতেছে।

বিশ্বকাপ জিতবে কোন দেশ?
দো’টানায় সব পরেছে,
লাল সবুজের পতাকা গুলো
বাংলার আকাশে উড়ছে।

ভুতু সোনা ভাবনায় পরে
মেসির ছবি দ্যাখে,
পতাকা ঝুলে বারান্দার গায়
আর্জন্টিনা জিতবে তো?

১৪২১@২৬ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।ঁঁঁ continue reading

৪৩৩