Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"নারী" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

বাংলার নারী আন্দোলনের অগ্রদূত, লেখিকা, শিক্ষাব্রতী, সমাজসেবী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

"মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হইতে পারে।" নারীদের স্বাতন্ত্র ও অনুকরণীয় পরিচিতি প্রতিষ্ঠার জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন তিনি মুসলিম নারী আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া। বেগম রোকেয়া শুধু একজন সমাজ সংস্কারক বা কর্মী ছিলেন না। তিনি ছিলেন একজন অসাধারন সাহিত্যিক। নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি সাহিত্যপত্রে তাঁর বঙ্গগল্প, কবিতা, প্রবন্ধ ও রসরচনা প্রকাশিত হয়েছে। তাঁর সব ধরনের লেখাতেই ফুটে উঠেছে নারীদের সমস্যার কথা। মাত্র ৫২ বছরের ব্যবধানে ১৮৮০ সালের এই দিনে তার জন্ম এবং ১৯৩২ সালের একই দিনে তার মৃত্যু হয়। ক্ষন জন্মা এই মহিয়সী বাঙ্গালি... continue reading

১০৯১

ছাইফুল হুদা ছিদ্দিকী

১০ বছর আগে লিখেছেন

শ্রদ্ধাঞ্জলী কবি সুফিয়া কামাল

শ্রদ্ধাঞ্জলী কবি সুফিয়া কামাল শ্রদ্ধাঞ্জলী
/////////////////////////////
আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।
আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।
উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানা
আমরা শুনেছি সেখানে রয়েছে জিন ,পরী, দেও, দানা।
পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে
মেরুতে শ্মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে।
তোমাদের ঘরে আলোর অভাব কভূ নাহি হবে আর
আকাশ-আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার।
শস্য-শ্যামলা এই মাটি মা’র অঙ্গ পুষ্ট করে
আনিবে অটুট স্বাস্থ্য, সবল দেহ-মন ঘরে ঘরে।
তোমাদের... continue reading

১০ ৬৯৭

হাসান ইকবাল

১০ বছর আগে লিখেছেন

একটা সামাজিক আন্দোলন এখন একেবারেই জরুরী

নারীর প্রতি ভাষিক নিপীড়ন দিনের পর দিন বেড়েই চলেছে। সেই সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যৌন নিপীড়ন। আমার হাতে এই মূহুর্তে সঠিক কোন পরিসংখ্যান নেই কত জন এমন নির্মোহ অযাচিত বিড়ম্বনায় শিকার হচ্ছেন প্রতিদিন। অথচ অহরহই আমাদের চোখে পড়ে এইসব পরিচিত ঘটনা। আমরা হতবাক হই, বিস্মিত হই, কখনো প্রতিবাদ করি, কখনো করিনা। লক্ষণীয় বিষয় হচ্ছে পুরুষের শক্তিশালী অবস্থানের মতই তার ভাষাও শক্তিশালী, পেশল, দৃঢ় ও দম্ভপ্রকাশক। এর কারণ পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান।পুরুষ নারীকে আজ কেবল পেশীশক্তি দিয়ে নির্যাতন করে তা নয়, বরং ভাষাশক্তি দিয়েও নির্যাতন করে। আশ্চর্য ব্যাপার হচ্ছে আমাদের সমাজব্যবস্থা এমনই এক পর্যায়ে গিয়ে... continue reading

৪৩৬

হাসান ইকবাল

১০ বছর আগে লিখেছেন

ভাষা, নারী ও পুরুষপুরাণ

নারী এখনো অর্ধেক মানুষ। নারীকে একটি পরিপূর্ণ সত্বা হিসেবে পরিস্ফুটিত হতে আমরাই দিচ্ছিনা। একটি বাংলা ব্লগের নীতিমালায় দেখলাম লেখা আছে-নারী লেখকদের সঙ্গে কটাক্ষমূলক আচরণ করা যাবে না। নারী কী তাহলে ভিন্ন একটি প্রপঞ্চ। নারীকে আমরা একটি আলাদা সত্ত্বা ভাবতেই স্বাচ্ছন্দ বোধ করি। নারীকে নিয়ে ভাষাগত এক লৈঙ্গিক রাজনীতি শুরু হয়েছে। নারী ভাষা, রুচিবোধ এক হতে দেবেনা এ সমাজ মানস। বাংলা ভাষায় নেতিবাচক শব্দগুলো তৈরি হয়েছে নারীকে ঘিরেই। গালি শব্দ (Slang word) থেকে শুরু করে নিত্যস্ত্রীবাচক শব্দগুলোর অধিকাংশই নারীকে অধ:স্তন করার মানসে চয়ন করা। নারীর প্রতি ভাষাগত এই বিভাজন লিঙ্গ বৈষম্য তৈরি করেছে। নারীকে করে রাখা হয় চারদেয়ালের অতন্দ্র প্রহরী।
... continue reading

৭০৪

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

ক্ষতিকর অসুস্থ্য সম্পর্ককে না বলুন

কেস স্টাডি একঃ সাম্প্রতি পত্রিকায় দেখলাম প্রবাসী স্বামীর বৌ এর সাথে ২০ বছর বয়সের এক যুবকের সম্পর্ক স্বামী দেশে এসে এদের ক্ষতিকর সম্পর্ক থেকে নিভৃত করতে না পেরে ছেলেটিকে হত্যা করে নিজে যেয়ে থানায় ধরা দেয়।
কেস স্টাডি দুইঃ একজন নারী দুজন পুরুষকে বিয়ে করেছে। পরে বিষয়টি জানাজানি হলে তাঁরা পারিবারিক ভাবে আইন আদালতের শরনাপন্ন হয়েছে।
এভাবে অভিনব রকম নানান খবর থাকে প্রতিদিনের দৈনিকগুলোতে। যার মধ্যে অধিকাংশ থাকে পরকিয়া প্রেম সহ বিবিধ রকম অসম সম্পর্কের খবর।
 যা  আসলে সুস্থ্য মস্তিষ্কে চিন্তা করলে একটি সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্রই ফুটে উঠে। যা দ্রুত গতিতে ক্যান্সারের মত ছড়িয়ে পরছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে।... continue reading

৬৯২

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ২৯তম মৃত্যুবার্ষীকীতে শ্রদ্ধাঞ্জলি

ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। ডাক নাম ইন্দিরা। ইন্দিরা গান্ধী নামেই যিনি সমধিক পরিচিত। তার পরিবারে তিন প্রজন্ম ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তার পিতা জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং তার ছেলে রাজীব গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী ১৯১৭ সালের ১৯ নভেম্বর থেকে মৃত্যুর আগ পর্যন্ত (১৯৮৪ সালের ৩১ অক্টবর পর্যন্ত) ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আর কোন নারী এখনো আসেননি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সে সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রয়েছে অসামান্য অবদান। তিনি শুধু এক কোটি বাংলাদেশীকে আশ্রয় ও খাওয়া-পরার ব্যবস্থাই করেননি, মুক্তিযোদ্ধাদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করেন।... continue reading

১৭০৫

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা বিপ্লবী লীলা নাগের ১১৩তম জন্মদিনে শুভেচ্ছা

 

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা বিপ্লবী লীলা নাগ। লীলাবতী নাগ, লীলা নাগ বা লীলা রায় তিন নামেই তিনি পরিচিত। বিশ শতকের প্রথমার্ধে শুধু ঢাকা শহরেই নয়, পুরো বাংলায় অসামান্য মহিলা, রাজনিতীবিদ, সংগঠক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তিনি কে ছিলেন তা বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম ছাত্রী, সাংবাদিক এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকারী। উপমহাদেশের স্বাধীনতা ও নারী জাগরণের পথিকৃত, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী লীলা নাগ। তার পৈত্রিক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে। লীলা রায় মহিলা সমাজে মুখপাত্র হিসেবে “জয়শ্রী” নামে একটি পত্রিকা প্রকাশ করে ছিলেন। লীলা রায় ছবি... continue reading

১৪৬৪

অ্যাব্স সোহেল

১০ বছর আগে লিখেছেন

আধুনিকতা নাকি অশ্লীলতা ??

 
লিখাটা একটা কবিতা দিয়েই শুরু করিঃ
 
পর্দার কথা শুনলে আজ
হাসে আধুনিক নারী
মধ্য যুগের আইন মেনে
কেমনে চলতে পারি?
আমার সাধের রূপ
যৌবন হবে মূল্যহীন,
হাজার প্রেমিক এক নিমিষে
হবে যে বিলীন । (collected)
 
 
 
 
পাশ্চাত্যে মেয়েদের নরমাল পোশাক-আশাকই হয়ে গেছে শরীর দেখানো মতো। আমাদের কারো চোখে এটা খারাপ, আবার কারও বা হট, কামুকি (HOT, SEXY)লাগলেও তাদের কাছে এটা স্বাভাবিক।
“তাদের কাছে এটা স্বাভাবিক” – এই কথাটা আমরা প্রায়ই বলি এবং পুরো ব্যপারটা পাশ কাটাই কালচার এর দোহাই দিয়ে । কিন্তু একটি বার ভাবুন- ছেলেরা নিজেদের শরীর ঢেকে ঢুকে... continue reading

১২৬৩

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার আদায়ে সংগ্রামী কৃষক নেত্রী কমরেড ইলা মিত্রের মৃত্যুৃদিনে শ্রদ্ধাঞ্জলি

বাঙালি মহিয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী, বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার আদায়ে সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র। বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় যিনি স্বেচ্ছায় জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন, ভোগ করেছেন অমানুষিক নির্যাতন। কিন্তু থেমে যায়নি যাঁর আদর্শের লড়াই। জীবনের শেষ দিনটি পর্যন্ত সাধারণ মানুষের জন্য লড়ে গেছেন যে সংগ্রামী, মহিয়সী নারী তিনি বাংলার কৃষকের রাণী'মা ইলা মিত্র। ১৯৪৬-৪৭ সালে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে তখনকার পূর্ববঙ্গ (বাংলাদেশ) ও পশ্চিমবঙ্গে যে তেভাগা সংগ্রাম হয়েছিল তা ছিল যেমন বিরাট, তেমনি জঙ্গী। ৬০ লাখ দুঃস্থ ভাগচাষী হিন্দু, মুসলমান, উপজাতি মেয়ে-পুরুষ জীবনকে তুচ্ছ করে ঐ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলার মাটি হিন্দু, মুসলমান উপজাতি... continue reading

৭০৯

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা

রবীন্দ্রসঙ্গীত জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় অন্যতম। বিশেষত টপ্পা অঙ্গের রবীন্দ্রসংগীতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এক গায়িকা। রবীন্দ্রসঙ্গীত ছাড়া অতুলপ্রসাদের গানেও তিনি সমান পারদর্শী ছিলেন; যদিও এই ধারায় তাঁর রেকর্ড সংখ্যা খুব বেশি নয়। জীবনের অধিকাংশ সময় শান্তিনিকেতনে অতিবাহিত করলেও তাঁর জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও পরিব্যাপ্ত ছিল। কলকাতা পৌরসংস্থা তাঁর সম্মানে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ও রবীন্দ্র সদনের মধ্যবর্তী ময়দানের একাংশে একটি সুরম্য সুবৃহৎ উদ্যান উৎসর্গ করেছেন। স্বনামধন্য এই রবীন্দ্রসংগীত শিল্পীর আজ জন্মদিন। শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ৮৯তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ১৯২৪ সালের ১২ অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে জন্মগ্রহণ করেন।... continue reading

১০০৫