Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

গর্বের ভাষা (পর্ব-২, ক্যাটাগরি-১)

বাংলা আমার মুখের ভাষা
বাংলায় বাঁধা প্রাণ,
বাংলা নিয়েই বুনছি আশা
বাংলায় বাঁধি গান !
বাংলা আমার বীর শহীদের
রক্তের প্রতিদান,
বাংলা মানেই সাহসী বুকে
বিজয়ের আহবান !
 
বাহান্ন’র সেই একুশ তারিখ
ফাল্গুনের দুপুরে,
ভাষার জন্য ভাঙ্গলো ধারা
মৃত্যু বাঁধা ফুঁড়ে !
এক চুয়াল্লিশ ভেঙ্গেই চাই
ভাষার স্বাধীনতা,
প্রতিবাদী হলো ছাত্র সমাজ
বাংলায়-ই হবে কথা !
 
গুলি বর্ষণে রাজপথ হলো
রক্তের স্রোতধারা,
রফিক-জব্বার-সালাম-বরকত
প্রাণের বাঁধনহারা !
অবশেষে হলো বাংলা ভাষাই
প্রাণের মাতৃভাষা !
প্রাণ বিলিয়েই মিটলো যেন
প্রাণেরই পিপাসা !
 
বিশ্বে কোথাও হয়নি এমন
... continue reading

২৯৩

বাসুদেব খাস্তগীর

৮ বছর আগে লিখেছেন

একুশ-পথ দেখোনো সিঁড়ি

মা বলেছে ,‘শোনো খোকা
 কাছে এসো শোনো,
ভাষার জন্যে প্রাণ দেয় ছেলে
নজির আছে কোনো’?
ছেলে বলে, ‘না শুনি নি
বলবে নাকি সত্যি’,
মা বলেছে ‘সত্যি শোনো
মিথ্যে নয় এক রত্তি।
ভাগ হলো দেশ সাত চল্লিশে
দ্বি জাতি নাম তত্ত্বে,
ধর্ম নামক দেয়াল তুলে
 নানা রকম শর্তে।
পশ্চিমারা ভয় দেখাতো
অস্ত্র নামক বলে,
কথায় কথায় করতো শোষণ
শাসন করার ছলে।
উর্দু হবে রাষ্ট্রভাষা
যেই বলেছে পাকি,
দ্রোহের দাবানলে পুড়ে
লক্ষ যুবার আঁখি।
চাইলো কেড়ে নিতে প্রথম
মুখের ভাষার বুলি,
প্রতিবাদি ছাত্র যুবার
বুকে চালায় গুলি।
অগ্নি হয়ে উঠলো জ্বলে
দেশের দামাল ছেলে।
বাংলা ভাষার মানটি বাঁচায়
বুকের রক্ত ঢেলে।
ধর্ম দেয়াল টানেনিতো
সেই সে ইতিহাসে,
সে পথ ধরে স্বাধীনতার
যুদ্ধ নয়টি মাসে।
বায়ান্নোর... continue reading

৩৮৫

এই মেঘ এই রোদ্দুর

৮ বছর আগে লিখেছেন

হারালে স্মৃতির অন্তরালে.......... (প্রতিযোগিতা/২০১৬) ক্যাটাগরী-১

স্মৃতিগুলো হয়ে গেলো
হঠাৎ করে এলোমেলো
ভোঁতা মনের অলিগলি
মলিন হলো পড়ে ধুলি।
 
স্মৃতি সকল বেড়াই হাতড়ে
কূল পাচ্ছিনা ডুবে সাঁতরে
স্মৃতির আঁধার মনিকোঠায়
রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়।
 
যারা ছিলো কাছের মানুষ
উড়াই নিয়ে ভুলের ফানুস
নাম উঠেছে ভুলের খাতায়
ভুলের স্মৃতি পাতায় পাতায়।
 
দু'চোখ আমার বন্ধ করে
স্মৃতিগুলো আনার তরে
স্মৃতি ফিরুক সে চেষ্টাতে
মরছি যে অথৈ তেষ্টাতে!
 
ঘুরে ফিরে যাচ্ছি আগে
মনে করতে কষ্ট লাগে
সকল বুঝি অতীত হলো
কি যে করি তুমিই বলো!!
 
কতো কথার লেনাদেনা
তবু কেনো হয়নি চেনা!
মনের... continue reading

৫০৪

এম রহমান

৮ বছর আগে লিখেছেন

ছড়াকার জগলুল হায়দারের ছড়া--বিয়ে বিড়ন্বনা

কালো মোটা বেটে খাটো যেমন ছেলেই হোক
বউখানা তার এমনটি চাই জুড়ায় যাতে চোখ।
আদিখ্যেতার ধরণ দেখে মেজাজ বিগরে যায়
ল্যাংড়া পোলাও বিয়া করতে সুন্দরী বউ চায়।
উচ্চবিত্ত মধ্যবিত্ত কিম্বা নিম্নবিত্ত
কন্যাদানের ঝুট ঝামেলায় কেবল হাপায় নিত্য।
এই জাগাতে সাম্য(!) কতো গভীর কতো মিল
পিয়ন থেকে সাহেব-সুবা সবারই এক দিল।
কালো মেয়ে বউ হিসাবে মোটেও চয়েজ নয়
এমন কথা আন্ধা ফকির ফয়েজ মিয়াও কয়।
এই এটা চায় অই সেটা চায়, চাওয়ার সেকি ঢং
দেওয়া-থুয়ার পরেও দিবেন ফর্সা গায়ের রঙ।
কেউবা আবার অত্যাধুনিক বেজায় রকম ধড়ি
চাওয়া টাওয়া কিচ্ছুটি নেই, মেয়েটা চায়... continue reading

৩৬২

রুদ্র আমিন

৮ বছর আগে লিখেছেন

অসুখ

অবুঝ আমি অবুঝ তুমি
বুঝতে বুঝতে হয় রজনী
দুখের ঘরে সুখ রেখে
সুখকে বলি দুখ স্বজনী।
চোখের ভেতর কীটপতঙ্গ
হৃদয় মাঝে ঢেউ
দুখের কাছে সুখ ঠিকানা
বুঝি নাতো কেউ।
continue reading

৩৫০

শহীদুল ইসলাম প্রামানিক

৮ বছর আগে লিখেছেন

ভূতের মাসী

শহীদুল ইসলাম প্রামানিক
ভূতের মাসী সর্বনাশী
শ্মশান ঘাটে থাকে
রাত্রীকালে মানুষ পেলে
গুন-গুনিয়ে ডাকে।
একলা কারেও পেলে পরে
মটকিয়ে দেয় ঘাড়
রক্ত-মাংস সব খেয়ে নেয়
ফেলে রাখে হাড়।
অমাবশ্যার রাত হলে যে
নাচানাচি করে
নাচতে নাচতে কখনওবা
যায় মানুষের ঘরে।
আঁতুর ঘরের গন্ধ পেলে
বড়ই খুশি হয়
ঘরের ভিতর ঢুকলে পরে
শিশুরা পায় ভয়।
তাইনা দেখে কচি বাচ্চা
কান্না করে জোরে
মায়ের বুকে কষ্ট লাগে
বৈদ্য ডাকে ভোরে।
বৈদ্য মশাই ধুপের ধুয়ায়
আসর বসায় যেই
গন্ধ পেয়েই ভূতের মাসী
ঐ এলাকায় নেই। continue reading

৪৬৭

এম রহমান

৮ বছর আগে লিখেছেন

ছন্দের সহজ পাঠ - আনিসুল হক

ছন্দ শেখার প্রথাগত পদ্ধতিটা একটু কঠিন। খুব সহজ ভাষায় সহজ কথায় ছন্দ শেখার একটা ফন্দি হলো এই সহজ পাঠ।
কবিতায় ছন্দ থাকতে হয়। ছন্দ মানে মিল নয়। মিল ছাড়াও ছন্দ হয়।
(মিলকে অন্ত্যানুপ্রাস বলে)
যেমন: স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান–– এই কবিতায় ছন্দ আছে। কিন্তু মিল নাই।
বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার।
১. অক্ষরবৃত্ত
২. মাত্রাবৃত্ত
৩. স্বরবৃত্ত
ছন্দ জানতে হলে প্রথমে জানতে হবে মাত্রা, পর্ব আর চরণ।
মাত্রা: মাত্রা হলো শব্দের সবচেয়ে ছোট একক।
পর্ব: কয়েকটা মাত্রা নিয়ে একটা পর্ব হয়।
চরণ: কয়েকটা পর্ব মিলে একটা চরণ হয়। চরণের... continue reading

৭৫৪

শহীদুল ইসলাম প্রামানিক

৮ বছর আগে লিখেছেন

কাশী এখন ফাঁসি

শহীদুল ইসলাম প্রামানিক
গণক ঠাকুর বসে আছেন
বটের গাছের তলায়
মাথার পরে বিশাল টিকি
তুলসি মালা গলায়।
শ্যামা চরণ হাত দিয়ে কয়,
“আমার হাতের রেখা
ভাল-মন্দ জীবন-মরণ
কোথায় আছে লেখা”?
গণক ঠাকুর হাতটা দেখে
বলল মুচকি হেসে
“তোমার মরণ কাশীর পরে
স্বর্গবাসীর বেশে”।
কাশীর মরণ শোনার পরেই
উল্লাসে যায় ফেটে
“মরলে কাশী স্বর্গে যাব
নরক যাবে কেটে”।
“হাতের রেখায় স্বর্গবাসী”
এইটা শোনার পর
পাপের কাজে মাতাল হলো
থাকলো না আর ডর।
হরেক রকম পাপের কার্য্য
করল অনেক দেশে
খুন, ধর্ষণের অভিযোগটা
উঠল অবশেষে।
প্রজারা সব রাজার কাছে
দিল বিচার ভার
সবার কথা শোনার পরে
করল বিচার তার।
রাজা মশাই বিচার করে
দিলেন তারে ফাঁসি
মুহুর্তেতে মিলিয়ে গেল
শ্যামা চরণের হাসি।
ফাঁসির... continue reading

৫১৮

সমুদ্র মিত্র

৮ বছর আগে লিখেছেন

সীমান্ত

আমার সময়গুলো শুধু শুধুই কেঁটে যাচ্ছে,
পাঁচদিন-দশদিন-পনেরোদিন করে করে ।
আমি আজ-কাল করে করে গোটা একটা জিবনই পার করে দিলাম ।
কিছু করা হলোনা,
ভাবলাম ।
এতকিছু ভাবলাম শুধুশুধুই ।
মনে হতো আমার এখনো কিছু সময় আছে
কিছু করবার,নয়তো কিছু করবো বলে ভাববার ।
একথাও মিথ্যে তখন,
যখন,পাঁচদিন-দশদিন-পনেরোদিন পর পর
প্রত্যেকটা ভোরের শিশির ফুঁরোয়
প্রত্যেকটা সকালের কৌতুহল সেভাবে দিন শেষে ফুঁরোয় ।
আমিও ফুঁরোই,যেমন ফুঁরোয় স্বপ্নেরা
একা হয়ে যায় ।
ইচ্ছেরা ক্লান্ত হয়,
একাকি ফুঁরোয় ।
কেউ হয়তো বেঁচে থাকে
পুরনো ফুলের পাপড়ি হয়ে,
বইয়ের ভেতর,চিঠির ভেতর
কারও মনের... continue reading

৭১৩

ছড়াবাজ

৮ বছর আগে লিখেছেন

প্রতীক্ষায় ইচ্ছাপূরণ

দেখতে পাহাড় আকাশ ছোঁয়া, চাই যে যেতে ছুটে,
ইচ্ছেগুলো ঘরের কোনে, মরছে মাথা কুটে।
কাঁধের পরে ভুতের বোঝা, দেখাচ্ছে যে ভয়,
চোখ এড়িয়ে ঘর পালানো, আর যে হবার নয়।
শিশির ভেজা ঐ মেঠোপথ, কুঞ্জবনের ছায়া,
ডাকছে মোরে আয় কাছে আয়, স্বপ্নরূপের মায়া।
মেঘসাদা ঐ কাঁশবন আর, কুলকুল বয় নদী,
তপ্ত প্রাণে বর্ষা জোয়ার, যেতাম সেথায় যদি।
নামতো প্রিয় স্বর্গ নিয়ে, সেই সে ঘোরের মাঝে,
মন ভেজাবো সেই খোরাকে, সকাল দুপুর সাঁঝে।
দেয়াল ভেঙ্গে মুক্ত হতে, জমাচ্ছি যে জোর,
দম ফুরায়ে কাটছে নিশি, প্রতীক্ষাতে ভোর ...
==
(রচনাকাল: ১৬-অক্টোবর-২০১৫)
continue reading

৫৮৯