Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

ঘুমো খোকন ঘুমো

ঘুমো খোকন ঘুমো
ঘুমের দেশে তারার পরী
ডানায় বাঁধে জোসনা-তরী
আড়াল থেকে রোশনি মেখে
চাঁদের মেয়ে নাচে ঝুমোর ঝুমো
ঘুমো খোকন ঘুমো।
জল টুপটুপ নীলাচলে
মেঘের পুতুল দোলনা দোলে
খানিক দূরে পাখির সুরে
রঙধনু রঙ হাওয়ায় আঁকে চুমো
ঘুমো খোকন ঘুমো।
ফেরেশতারা স্বপ্ন ঢালে
দুধ-সাগরে ঢেউয়ের তালে
হঠাৎ এসে ভেলায় ভেসে
দৈত্য-দানো বাজায় ঢোলের ডুমো
ঘুমো খোকন ঘুমো। continue reading

৩৬৯

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

ওঠো আমার খুকি

ঘুম ভেঙেছে খুকি?
চেয়ে দেখো রঙিন আলো
মুছে ফেলে রাতের কালো
দিচ্ছে উঁকিঝুকি
ওঠো আমার খুকি।
ডালে ডালে ফুল ফুটেছে
মেঘের বহর ঘ্রাণ লুটেছে
পরীর সাথে পুতুল মেয়ে
খেলছে টোকাটুকি
ওঠো আমার খুকি।
ঘাসের মেয়ে বউ সেজেছে
শিশির গলে সুর বেজেছে
গানের দেশে জলের ভেলা
চলছে হাকালুকি
ওঠো আমার খুকি।
continue reading

৪২০

বাসুদেব খাস্তগীর

৮ বছর আগে লিখেছেন

ইচ্ছেরা সব

সারাদিন সারাক্ষণ ঐ দূর আকাশে
নীলিমার নীলে নীলে ঐ মেলে পাখাসে
প্রজাপতি ওড়ে ওড়ে কী যেনো কী বলে
'এসো এসো খেলা করি মালা পরি গলে'
এই বলে প্রজাপতি ডেকে যায় দিন রাত
বসে বসে খেলা করি মনে বড়ো জাগেস্বাদ
মাঠ ঘাট নদী গিরি সবুজের দেশে
ইচ্ছে হয় পাখা করে যাই ভেসে ভেসে
মন মিশে যেতে চায় আকাশের নীলে
রঙে রঙে মন সাজে সাত রঙে মিলে।
ফুল পরী লাল পরী পাখিদের সনে
হেসে খেলে যাই ওড়ে দূরের ঐ বনে।
আরো কতো ইচ্ছে আজ মনে এসে ভীড়ে
জমা আছে সব গুলো মন রাঙা নীড়ে। continue reading

৩৯৩

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

খোকাখুকুর হি-হুল্লোড়ে

পেয়ে মিষ্টি রোদের ফুটন
খোকাখুকুর হি-হুল্লোড়ে সরব বাড়ির উঠোন।
উঠোন জুড়ে স্বপ্নগুলো
গায়ে মেখে সোনার ধুলো
খোকাখুকুর পিছু পিছু দেয় বারেবার ছুটন
আনন্দ আর হি-হুল্লোড়ে সরব বাড়ির উঠোন।
সোনার ধুলো সোনার পাখি
চাই না তো আর পুষে রাখি
খোকাখুকুর খুশি যদি এমনি বাঁধে জুটন
কানামাছির হি-হুল্লোড়ে সরব বাড়ির উঠোন।
continue reading

৩০৮

সোহেল আহমেদ পরান

৮ বছর আগে লিখেছেন

সাম্প্রতিক ছড়াঃ একগুচ্ছ পান্তা ইলিশ

(১) লিমেরিকঃ ইলিশ
-----------------------
ইলিশ নাকি খেতেই হবে এবার পয়লা বৈশাখে!
সে যে আমার নাগালে নাই ক্যামনে বুঝাই সই তাকে?
রূপার ইলিশ সোনার মূল্যে
গোটা কয়েক মেলে কুল্লে
তা নয় আমার !! যদি পেতাম কাঁঠাল গাছের ওই শাখে!
- (২) অণু অনুভবঃ পান্তা-বিলাস
-----------------------------
বোশেখ ভোরে পান্তা বিলাস
রাত-আসরে রঙিন গিলাস
তোমার কৃষ্টি বুঝা দায়!
জুটে না যার নিত্য আহার
দিনযাপনে বাঁধার পাহাড়
বাঁচার স্বপ্নে ঝুঝা দায়।
(৩) অণু অনুভবঃ নুন পান্তা
-------------------------
পান্তা ইলিশ
যখন গিলিস
আমার কথা মনে পড়ে?
আমি তো হায়
নুন পান্তাই চাই
রোজ সকালে জীবন... continue reading

৪৩৮

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

তুই নেই, তবু আছিস !

আজকে তুই নেই গো পাশে
তবু যেন আছিস,
তোর মায়ারই সেই আঁচলে
কল্প ভালোবাসিস !
দূর আকাশের তারা হয়ে
আমায় যেন দেখিস,
তোর দোয়ায় ঐ বিধির হাতে
ভাগ্য আমার লিখিস !
প্রভাতে কেউ ঘুমের ঘোরে
থাকলে বিছানাতে...
তার মা যখন শাসন ভরে
ডাকে সেই প্রভাতে-
তখন মাগো তোর সে শাসন
বড্ড মনে পড়ে !
যেন তুই আজ করতে শাসন
আবার এলি ফিরে !
খুব যতনে আপন মনে
বিদ্যালয়ে দিতে,
মা যখনই চুমু আঁকে
ছেলের কপোলেতে-
 মনে পড়ে তোর আঁকা মা
সেই যে চুমুখানি !
যে চুমুতে সুখের ছোঁয়ায়
মুছতো... continue reading

৪৯৪

বাসুদেব খাস্তগীর

৮ বছর আগে লিখেছেন

ভেজাল খাদ্য ভেজাল লেখা

খাদ্যে যেমন ভেজাল আছে
ভেজাল আছে লেখায়
নানা রকম রোগে ভোগে
ভেজাল খাদ্য যে খায়।
অনেক পেপার আজকে দেখি
যেসব লেখা ছাপায়
শুধুই ছাপে ইচ্ছে মত
যা খুশি তা পায়।
মানে গুণে এ সব কী হয়
কবিতা আর ছড়া ?
ভেজাল খাওয়ার মতই আজকাল
বাধ্য হয়ে পড়া।
ভালো লেখক,ভালো লেখা
যখনই বা পেলাম
ভালোবাসা, অভিনন্দন
রইলো হাজার সেলাম।
---------------------------------- continue reading

৩২৫

বাসুদেব খাস্তগীর

৮ বছর আগে লিখেছেন

পরামর্শ

'অসাধারণ', 'চমৎকার' আর
'দারুন ভাইজান', 'দারুন'
এমন কমেন্ট পেয়ে খুশির
আত্মতৃপ্তি ছাড়ুন।
পড়ুন আগে, লিখুন পরে
গ্রামার করুন রপ্ত
লিখেই দেখুন, নামটি আপনার
করছে সবাই জপ তো।
বাড়লে বয়স সবাই বলে
আপনি হচ্ছেন বুড়ো
লেখালেখির বয়স তখন
ক্রমেই ক্রমে শুরু।
যদিও নাই যোগ্যতাটা
দেবো পরামর্শ
ছড়া পড়ে দেখবো হয়তো
বদন ভরা হর্ষ।
--------------------------
নতুন লেখকদের প্রতি, তাদের প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়।আর লেখালেখিতে আমি নিজে একজন ছাত্র মাত্র।তারপরও দু: সাহসকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
continue reading

৩২৬

এই মেঘ এই রোদ্দুর

৮ বছর আগে লিখেছেন

» একতায় দাঁড়াই পাশ ঘেঁষে.......

©কাজী ফাতেমা ছবি
বাংলাদেশ আমার বাংলাদেশ
লাল সবুজে আজ লাগছে বেশ
ভালবাসি ভালবাসি
জিতি হারি তবু বাসি।
স্বপ্ন রোয়া সোনার মাটি
দুর্বাঘাসের শীতল পাটি
হাঁটি হাঁটি নগ্ন পায়ে
ভেসে বেড়াই স্নিগ্ধ বায়ে।
শান্তি মনে বটের ছায়ায়
জড়ায় আমায় মোহমায়ায়
মেঠোপথের বুনোফুলে
লালনীল সবুজ স্বপ্ন দোলে।
সবুজ শ্যামল বাংলাদেশে
স্বপ্ন হঠাৎ উঠবে হেসে
মনে খুশির ঢেউ তুলে যায়
খুশির জোয়ার আটকানো দায়!!
চলো যাই মিলেমিশে
একতায় দাঁড়াই পাশ ঘেষে
বিপদ আপদ আসুক শত
ভালবাসি দেশ হোক ব্রত!!

  continue reading

৬৮৫

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

নিত্য বাসি ভালো

নিত্য সেথায় যাওয়া-আসা
নিত্য ভালবাসা,
নিত্য সেথায় করে যে বাস
আমার শত আশা !
নিত্য আমার মনটা ছোটে
সেথায় সুখের খোঁজে,
নিত্য আমার মন যে তারেই
আপন করে বোঝে !
নিত্য তারে ছাড়া জীবন
ভীষণ শূন্য লাগে,
নিত্য তারেই বাসি ভালো
রাগে-অনুরাগে !
নিত্য সেথায় ভালবাসায়
শুদ্ধতা যে থাকে,
নিত্য সে শুদ্ধতার টানই
আমায় কাছে ডাকে !
নিত্য ভালবাসায় জড়ায়
সে যে প্রিয় গ্রাম,
নিত্য মনে প্রেম যে জাগে
শুনলে তারই নাম !
নিত্য সে যে আমার চোখে
ছড়ায় সবুজ আলো,
নিত্য জীবন চায় অনুক্ষণ
বাসি তারেই... continue reading

৩৮৫