Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মুদ্রা

৬ বছর আগে লিখেছেন

মৃত্যুর স্বাদ

এক স্পর্শকাতর রেখার উপর দাড়িয়ে
বহুদিন আমি জানালায় বসা কাককে ঘুঘু ভেবে ভূল করেছি,
অচেনা ফাদের ইচ্ছায় রক্তাত্ব করেছি হৃদপৃন্ড।
চাতকের মত সময় গুনতে গুনতে
তবুও আমি বাচতে চেয়েছি বার বার এ মৃত উপত্যকার
অবহেলিত মানমন্দিরে,গৃহ ত্যাগী জোৎস্নার মত সরল কোন বেহিসাবে।
বৃষ্টির স্বাদ আমাকে বহুবার নোনতা করেছে নিজস্বতায়,
রোদ এসে পুড়িয়ে দিয়েছে মাংশাল গ্রীবার অস্তিন,
তবু আমি বাচতে চেয়েছি একান্ত নিজেস্বতায়।
কারণ সত্যটা আমি জানি,সত্যিই জানি
আমি জানি মৃত্যুর স্বাদ জীবণের মত ঘ্রাণ নির্ভর,
বরং না ফেরা হাহাকারের মতই প্রচন্ড একঘেয়ে।
continue reading

২৩২

অরণ্য খায়েশ ফেনা

৬ বছর আগে লিখেছেন

আমি মুক্তি চাই

মাত্র একটি ভূলের জন্য-
জীবন আমাকে আর কতবার শাস্তি দিবে!!!
 
আমি বাহিরে অক্ষত-
ভিতরে – রক্তাক্ত।
না নেই,
কেউ দেখার নেই; সেই রক্তাক্ত খত
এমন কি জানতেও চাইবেনা কেউ।
 
জন্মটা বুঝি আমার ভূলই ছিল;
ভূল ছিল মনুষ্য জন্মটাকে মনুষ্য করে তোলা।
 
এই একটা ভূলের খেসারত দিচ্ছি প্রতিনিয়ত,
প্রতিটি হ্রদস্পন্দন ব্যাপি।
 
আজ একটি ভূলের জন্য
মুক্তি চাই মুক্তি চাই বলে চিৎকার করে চলেছি-
মুক্তি-
সেতো তেতুলের টকের মত জিহ্বায় জল এনে চলে যায়।
 
আমিত একজন রক্ত মাংশে গড়া মানুষ ছিলাম,
একটি মাত্র ভূলের জন্য-যাবত জীবন... continue reading

২৭৯

চারু মান্নান

৬ বছর আগে লিখেছেন

একাকার এক বিবর্তন কালের আঁধার

একাকার এক বিবর্তন কালের আঁধার
বার বার আমার শূন্যতা
আমাকে ফেরায়; নতজানু কালের প্রদাহ
তোমার শূন্যতা তোমায়।
এমনি বিনিসুতার মালা
চাইতে তোমায় নিক্তি নিয়ে ঢলে পরা সাঁঝ 
যতই গিঁট বাঁধে! শুদ্ধতায়
তা, আবার সেই শূন্যতায় মিলায়।
বৃষ্টি ছোঁয়া মুর্চ্ছনা
মিছেমিছি কাঁদায় তোমায়, বির্মষ জলছবি
বাদল দিনের সিক্ততায়
বেদনায় জোড়ায়; সেও তো মু্ছে যায়
আবার তোমার সেই শূন্যতায় ফেরা।
নীল হারা আকাশ রৌদ্রে পোড়া
আমার তোমার শূন্যতা!
একাকার এক বিবর্তন কালের আঁধার।
১৪২৪/৩, আষাঢ়/বর্ষাকাল।
continue reading

২৮৮

ফাইছুল আলম নাছিম

৬ বছর আগে লিখেছেন

চিন্তায় চিড়ে চ্যাপ্টা

মাথার মধ্যে ঘুরছে শুধু হরেক রকম চিন্তা
কেমন করে কাটবে আমার সামনে আসছে যে দিন, তা?
নিজের ভুলে করে তুলেছি চলার পথটাকেই আজ জটিল
পদে পদে তাই খাচ্ছি খাবি, হচ্ছি বাঁধা কত কুটিল।
দিনে দিনে জমা কাজ গুলো সব, মাথায় জমছে হয়ে বোঝা,
নতুনের সাথে পুরনো গুলোও বয়ে নেওয়া, নয়তো যে আজ সোজা।
সময়ের কাজ ফেলে রেখেছি পরের দিনের জন্য
সেই পরের দিনটা খুঁজতে গিয়েই হচ্ছি আমি হন্য।
আজকের মত এই চেতনা জাগত যদি আগে
সেই দিনের সেই কাজ গুলো সব কোথায় গিয়ে ভাগে।
মাথার উপর না থাকলে বোঝা, থাকতো না আর চিন্তা
মধুর সুখেই কাটতো আমার আজ কাল আর আগামী দিনটা।
continue reading

২৩২

চারু মান্নান

৬ বছর আগে লিখেছেন

সনাতন সেই শৈশব মুর্তিমান আজও জীবন সাজায়

সনাতন সেই শৈশব মুর্তিমান আজও জীবন সাজায়
ঐ যে সন্ধ্যাবতী গাঁও,
অগোছালো ছিল বেশ, রাস্তাঘাট বিদঘুটে
জল কাদায় ঠাসা।
বাড়ি ঘরের নেই শ্রী, মাটির দেয়ালে
খরের চাল! চালে সবুজ লাউয়ের ডগায়
যেন ছামিয়ানা ছাওয়া।
উঠানে সজনে গাছটায় লতানো সবজির
আগাছা ধরে আছে পেঁচিয়ে;
পুঁই মাচায় চড়ুই ঝাঁকের খুনসুঁটি
দক্ষিণমুখি মাটির বারান্দায়,
এলোমেলো বাতাসের অনামি ছোঁয়া
অনাবিল প্রশান্তির নিবির আশ্রয় যেন।
গরুর গাড়ির চাকায় কাদার প্যাক
উঁচু নিচু কাচা মাটির পথে; পায়ে হাঁটা বেশ বিদ্রুপের
তবুও নন্দন সুখে ছিল ঠাসা!
সনাতন সেই শৈশব মুর্তিমান আজও জীবন সাজায়
১৪২৪/ ১০, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
continue reading

২৭০

ফাইছুল আলম নাছিম

৬ বছর আগে লিখেছেন

কেউ কোন একদিন বলেছিল ভালোবাসি

কেউ কোন একদিন বলেছিল ভালোবাসি,
তার মুখের পানে চেয়ে কোনদিনই জিজ্ঞেস করার সাহস পাইনি,
তা সত্যি কিনা?
একেই বলে বিশ্বাস।
সেই বিশ্বাসের খুঁটি ধরে আজও ঠায় দাঁড়িয়ে
আমার পায়ের তলায় শিকড় গজিয়ে আমি গাছে পরিণত।
কিন্তু সে? কত পথ ঘুরে এলো!
এই পথচলাতেই তার এত ক্লান্তি।
আর তাতেই আমার ছায়ায় দাঁড়িয়ে একটু জুড়িয়ে নেওয়ার চেষ্টা তার,
আমিতো বট বৃক্ষ,
আমার যে কোন আপত্তি নেই তাতে।
চাইলে আমার ছায়া তলে বসতেও পারে,
কিংবা পারে ঠেস দিতে আর একটু আরাম করে দাঁড়াতে।
তারপরও যদি তার ইচ্ছে পূরণ না হয়, তবে
সে উঠে বসতে পার আমার ঘাড়ে।
বট বৃক্ষতো মহান, কোন কিছুতেই... continue reading

২৮২

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

আকাশের কান্না

গত রাত থেকেই আকাশের মন খারাপ,
রাজ্যের সারা হতাশা যেন জমে আছে তার বুকে।
গুমটো মুখে কোন মতে রাত্রি যাপন
শরীর থেকে অন্ধকার ঝেড়ে জেগে ওঠার অপেক্ষায় ধরণী।
ক্রোধের অনল যেন আরও তীব্র হয়ে বিঁধে আকাশের বুকে
রাতের আধারে লুকিয়ে রাখত চাইছিল নিজের কালো গুমটো মুখটি,
কেউ যেন দেখে না ফেলে। 
সূর্যের নতুন আলো ফুটতেই 
কালো গুমটো মুখো আকাশ নিমিষেয় অন্ধকারে ঢেকে দেয় ধরণীকে।
মাতাল হুংকারে বারে বারে গর্জে উঠে,
জানান দিতে চাইছে নিজের কষ্ট গুলোকে।
আকাশের দুঃখ বোঝার কেই বা আছে?
নিমিষেয় কেঁদে দেয় আকাশ।
আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝরে চলেছে ধরণীর বুক বেয়ে,
তপ্ত ধরণী কান্নার দুফোঁটা জল পেয়ে হয়ে উঠছে শীতল।
নেমে আসছে... continue reading

২৭০

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

বৈশাখ আমাদের

বৈশাখ আমাদের
সাইয়িদ রফিকুল হক
বৈশাখ আমার
বৈশাখ তোমার
বৈশাখ সবার
বৈশাখ ফিরবে আবার।
নবঐক্যের সুর বাঁধতে
আর নিশ্চিন্তের হালখাতা খুলতে
বৈশাখ আসবে আবার মর্ত্যে।
বৈশাখ আমার
বৈশাখ তোমার
বৈশাখ সবার
বৈশাখ বাংলার
আর এই বৈশাখ
আমাদেরই চেতনার অহংকার।
বৈশাখ বাংলার
বৈশাখ চেতনার
বৈশাখ আসবে বাংলায় বারবার
পয়লা বৈশাখ চিরদিন বাঙালির অলংকার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৪/২০১৭
পহেলা বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ continue reading

২১৬

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

স্টেশানে দেখা মেয়ে

স্টেশানে দেখা মেয়ে, শুধু একটি বার
চোখের পলকে হারিয়ে ফেলে
সারা দিন ধরে তোমারই ফেরার প্রতীক্ষায় অপেক্ষা।
ক্লান্ত শরীরে ঘরে ফেরা, নিয়ে যত
রাজ্যের হতাশা।
ঘুম হারিয়ে সারাটি রাত তোমারই চর্চা।
রাত পেরিয়ে সকাল,
নাওয়া-খাওয়া ছেড়ে গন্তব্য স্টেশান।
সেকেন্ড মিনিট ঘন্টা পার হয়ে 
কেটে গেল দিন মাস বছর।
তবুও মেলে না তোমার দেখা,
হয়তো আগের মত স্টেশানে গিয়ে 
অপেক্ষা করা হয়না তোমার জন্য
তবে ঘুমহীন কেটে যায় রাতের পরে রাত।
নিঃসঙ্গ এ রাতে আমার সঙ্গি
প্যাকেট ভর্তি সিগারেট।
আমার অন্তরে জমা নিকোটিনের স্তরের নিচ থেকেও 
বুদবুদ আকারে বের হয় তোমারই আরাধনা।
কিছুতেই ভুলতে পারিনা তোমাকে
বার বার আমার মানস পটে ভেসে ওঠে
সামান্য সময়ের দেখা 
তোমার ঐ মোহনীয় মুখ... continue reading

২১৩

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

আজ বাঙালির নববর্ষের প্রথম দিন

আজ বাঙালির নববর্ষের প্রথম দিন
সাইয়িদ রফিকুল হক
আজকে কোনো কুকুর কোরো না ঘেউ-ঘেউ
চুপচাপ বসে থাকো নিজের ঘরে,
আজ মাঠে নেমেছে বাঙালি—এক মহাউৎসবে,
আজ বাঙালি-জাতির মহাআনন্দের শুভদিন
আজ বাঙালির নববর্ষের প্রথম দিন।
আজ পহেলা বৈশাখ,
আজ বাঙালির নতুন বছর বরণের দিন,
আজ বাঙালির হালখাতা খোলার দিন,
চারদিকে আজ শুধু আনন্দের জয়ধ্বনি,
আজকের শুভদিনে কেউ করবে না ফতোয়াবাজি,
এদেশ তোমার যদি নাই ভালোলাগে,
তবে কেন বসে আছো এখানে?
আর কেন ঘেউ-ঘেউ করছো মানুষের বিরুদ্ধে?
তোমরা চলে যাও পেশোয়ার-করাচি-লাহোরে
তোমরা এখনই ছুটে যাও তোমাদের পিতৃভূমি পাকিস্তানে।
আজ বাঙালি-জাতির জীবনে নতুনভাবের শুভদিন,
আজ বাঙালির হৃদয় খুলে হাসবার দিন,
আজ বাঙালির নতুনশপথে জেগে ওঠার দিন,
শহরে-বন্দরে-গ্রামে-গঞ্জে
আজ মেতে... continue reading

২২৯