Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

অনুপম শেখর

৬ বছর আগে লিখেছেন

ঈশ্বরকে দুর্বাশার অভিশাপ

দুর্বাসাকে অপেক্ষায় রেখে তুমি শয়তানের সাথে পাশা খেলছিলে তখন, ঈশ্বর, কেমন করে পারলে তুমি? কেন করলে এমন? দুর্বাশা ঋষি তোমার অপেক্ষায় কাটালো সারাদিন; যার জ্বলে যায়, সেই তো বোঝে। অপেক্ষা ব্রহ্মচর্যের চেয়েও কঠিন। অপেক্ষায় থাকে চাতক, কবে ঝরবে ক'ফোটা বৃষ্টি; সামনে সাগরে তুফান উঠলেও ফেরেনা সেদিকে দৃষ্টি। ঈশ্বর, দুর্বাসা আজ সর্বহারা। দেখনা কি তার কষ্ট! তার কমন্ডলুতে গঙ্গা নেই আজ। হৃদয়ে খরার কষ্ট। সর্বহারা দুর্বাসা আজ দিয়ে গেল অভিশাপ, ঐশ্বর্য হারাবে তুমি। তুমি করছে ভীষণ পাপ।          continue reading

১০৫

কবির তালুকদার।

৬ বছর আগে লিখেছেন

অনুপম শেখর

৬ বছর আগে লিখেছেন

বেঁচে আছি

ইদানিংকার জীবনযাপন মানে আপাতত বেঁচে থাকা।
সমাজের মঞ্চে দাড়িয়ে সবাই গতবাঁধা কোরাস গায় ;
আমিও নিজের অজান্তে তাল মেলাতে শুরু করি।
পারিনা। আমার চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে আকাশ

শেকড় গেঁড়ে মাটিতে পৃথিবীটাকে আঁকড়ে বেঁচে আছি বৃক্ষের মত।
ইদানিংকার জীবনযাপন মানে আপাতত বেঁচে থাকা।
সন্ধ্যে হলেই শীত লাগে আর রাত হলে টান পড়ে পেটে।
শীতের কাপড় আর ক'টা ভাত পেলেই আমি সুখী মানুষ হয়ে যাই।
চায়ের কাপে চেয়ে দেখি উপরের দিকে জল ধোয়া হয়ে উড়ে যায় ;
আমিও তখন স্বপ্ন দেখি এক বিরাট বিপ্লবের।
কিন্তুু খানিক বাদে অনুভব করি মাধ্যাকর্ষণ।
আমি আর উঠতে পারিনা।
শেকড় গেঁড়ে মাটিতে পৃথিবীটাকে আঁকড়ে বেঁচে আছি বৃক্ষের মত। continue reading

১০৮

চারু মান্নান

৬ বছর আগে লিখেছেন

সজনের পাতা ঝরা দিন

সজনের পাতা ঝরা দিন
সজনের পাতা ঝরা দিন
পৌষের সকাল ঘাসের ডগায়; শিশিরের ফোটা
কুয়াশায় ঢাকা লাউফুলে ফড়িং এর ডানা ভেজা।
মাকড়ষা জাল বুনে
টোপ ফেলেছে শিশির ঘ্রাণে ; পোকামাকড় ভেজা জালে
গেঁথে থাকে শীতের কাঁপনে।
উত্তরের ক্ষেপ শীতল বায়ু
তির তির করে কাঁপে, ঘাসের ডগায় শিশির ফোটা
সজনে ডালে ডানা ঝাপটায় তিলা ঘুঘুজোড়া।
মেঠো পথের ধুলো ভিজে সারা
মাদার ফুলের লাল পাঁপড়ি; দুর্বাঘাসে পরে রয় অভিমানে
আগাছার ঝাড়ে বুনো শিউলি ঝরে থাকে।
কুয়াশার চাদরে সন্ধ্যাবতী গাঁও
সন্ধ্যাবতীর গা ঘেঁসা খালের টলটলে জল। সন্ধ্যাবতীর জলছবি ভাসে। কুয়াশা রাঙা সকালে শিশিরের ঘ্রাণ। খেজুরের শীতল রসে ঠোঁট ভেজায় লালঝুটির বুলবুলি।... continue reading

১২৭

অনুপম শেখর

৬ বছর আগে লিখেছেন

নিয়ম এবং প্রহসন

প্রগতির গতির দিক উল্টে দিলে সময় পিছিয়ে যায়।
সভ্যরা আবারও অসভ্য হয়ে ওঠে।
আমরা জানতে পারি কিভাবে অসভ্যরা সভ্যতা সৃষ্টি করেছিল!
আমরা দেখতে পাচ্ছি, কিভাবে সভ্যরা সভ্যতাকে ধ্বংস করছে।
প্রগতির গতির দিক নির্নয় আমি করতে পারিনি।
আমি গণিতে দুর্বল। (যদিও একসময় বেশ দখল ছিল ওতে।)
গণিত হল সাহিত্যের মত । আর এ’দুটোই প্রেমিকার মনের মত দুর্বোধ্য।
(তবে প্রেমিকার মধ্যে একটা মাদকতা আছে।)
সৃষ্টির ইতিহাস নিয়ে চিন্তা করলে মাথা ধরে।
বস্তুুুত মানবজাতির ভবিষ্যৎ অতীতের দিকে যাচ্ছে।
আমরা এগোনোর পাশাপাশি পিছিয়ে যাচ্ছি।
এতে করে নিজের সাথে দুরত্ব বেড়ে যাচ্ছে নিজের।
একদিন আমরা শুরুর আগেকার সময়ে পৌঁছে যাবো।
আবার একই সাথে কেয়ামতেরও পরে অবস্থান করবো আমরা।
আমার ঘড়িটা... continue reading

৮৬

অনুপম শেখর

৬ বছর আগে লিখেছেন

আমি আর আমার জীবন

জন্ম আমাকে জীবনের হাতে তুলে দিল ;
জীবন আমাকে কাঁধে চড়িয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর কাছে।
আমি এসবের কিছুই জানতাম না।
আমাকে বলা হয়নি এর কিছুই।
আমাকে শুধু বোঝানো হয়েছে, এটাকে বলে বেঁচে থাকা।
আমি জীবনটাকে ঠিক বুঝে উঠতে পারিনা।
বুঝিনা জীবনের কোন মানে। কেন এই জীবন?
ভাবতে থাকি আর বিভ্রান্ত হই জীবনের বৈচিত্র্য দেখে।
হঠাৎ খেয়াল করলাম, আমি বয়ে বেড়াচ্ছি জীবনটাকে!
নাকি একসাথে ফুরিয়ে যাচ্ছি আমরা, ঠিক বুঝতে
পারিনা।
এটাই নাকি নিয়ম! একেই নাকি বলে জীবনযাপন।
আমি যাপন করছি একটা জীবনকে অথচ এ জীবন আমার নয়।
আমি জীবনটাকে যাপন করে চলেছি নাকি করতে হচ্ছে,
ভেবে পাইনা।
আমি যদি না জন্মাতাম তবে এসবের কিছুই আমাকে করতে
হত না। continue reading

১৬০

রজত শুভ্র

৬ বছর আগে লিখেছেন

তুই

                  
তুই আমার কবিতা হবি?
খাগের কলমে কাল কালি লাগিয়ে ডায়েরির রুক্ষ কাগজে
লাইনের পর লাইন তোকে লিখব।।
তুই আকাশের এককোনে পড়ে থাকা পঞ্চমীর চাঁদ হবি?
মোলায়েম ফ্যাকাসে আলোয় দূর করতে চাইবি
মহাকালের অমানিশা।।
হবি? মেঘের আড়ালে লুকিয়ে থাকা মেঘ বালিকা?
তোর কাদনে বর্ষা নামবে এই নিসর্গে।
বাদল দিনের কদম ফুল হতে তো বাধা নেই?
আসিস তুই একদিন সোনালি ধনের ক্ষেতে ঘন কুয়াশা হয়ে।
শিশিরে হবে তোর সমাপ্তি।।
জানি ,আমার আখির অশ্রু হয়ে
একদিন ঠিকি ঝড়ে পরবি।।
continue reading

১৮৭

এক্সটেন্ডেড ফিজিক্স

৬ বছর আগে লিখেছেন

দু:স্বপ্ন

সূর্যের ওপাড়ে যে মেঘ থাকে।
একটা মেঘ, তার উপর
আরেকটা মেঘ।
সে মেঘের স্তূপে ভাসতে ভাসতে-
হঠাৎ
কে যেন ধাক্কা দিয়ে
নিচে ফেলে দেয়।
টের পাই-
প্রচন্ড পালপিটেশন নিয়ে
যখন ঘুম ভাঙ্গে।
স্বপ্ন ধীরে ধীরে দু:স্বপ্ন হয়ে উঠে। continue reading

২১৪

এম এম মেহেরুল

৬ বছর আগে লিখেছেন

নিশি দরবেশ

  উত্থিত দন্ড আর অপরিপক্ক পায়ুপথ,
নিশি দরবেশদের আনাগোনা,
ইশ হুজুর লাগেতো--!
ইয়া-মাবুদ এই অবুঝরে জ্ঞান দান করো।
আর একটু --।
এ কষ্ট তোর জান্নাতে যাবার রাস্তা,
এই অগ্নি পরিক্ষা পাশ করতে পারলে,
তোর জাহান্নামের আগুনের ধার কমবে।
তোর জান্নাতের টিকিট নিশ্চিত--?
নিশি দরবেশ ঘামে চুকচুক।
জান্নাতের টিকিট নিশ্চিত জেনে,
অবুঝ--?
সব দাতে চেপে সহ্য করে।
কামের তাড়নায় নয়,
শুধু জান্নাতের টিকিট হাতে পাবে বলেই তার এতো সহ্যর ধার।
অপেক্ষার প্রহর আর কাটেনা,
 জান্নাতের টিকিট তখনো লুকানো দরবেশের ঢাকনার নিচে।
অবুঝ হতাশ----?
কিন্তু নিশি দরবেশের আনাগোনা থেমে নেই----?
তার হাতে থাকা জান্নাতের টিকিট বিলিয়ে চলে... continue reading

১৭১

চারু মান্নান

৬ বছর আগে লিখেছেন

কবিতার গায়ে রঙ চরাতে

কবিতার গায়ে রঙ চরাতে

কবি আজ ক্লান্ত, 
ভোতা বোধের বির্মষ যাতনায়
তাইতো আর কবিতা হয়ে উঠে না;

সীমান্তের কাঁটা তারে 
পথ ফুরায় শীর্ণ শ্রান্ত নগ্ন পদযুগল
মৃত্যু ভয়! পুঁজির দাবানলে সব পুড়ে ছাই!
পুঁজির কেতকী মহুয়া নেশা খুনের তান্ডবে মাতে
বর্বর বোমার বর্ষণে,
মায়া মমতা যতো আত্মহননের প্রত্যয় খুঁজে
লজ্জায় বিমর্ষ!
বোধের উঠানে কলঙ্কিত সদ্য খুন  মৃত মাছের মতো
ধুলোয় গড়াগড়ি খায়।

ধুঁয়া ভরা আকাশে,
ধবল ডানার চিল ডেকে ডেকে কেঁদে কেঁদে ফিরে
সভ্য বোধের হিসাব কসে কসে
অভিশাপে গাছের সবুজ পাতা লীন হয়ে
মরে যেতে বসেছে আজ।

২৬, ভাদ্র/১৪২৪/শরৎকাল।
continue reading

১৫৭