Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনুরাগী

৮ বছর আগে লিখেছেন

“বুদ্ধিজীবী”দের ঘুম ভাঙানো জরুরী

নিজের ঢোল নাকি নিজেরই বাজাতে হয়! অন্যকে বাজাতে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনাই বেশী, না হয় বাদক যথাযথ বাজাতে পারবেন বলে ভরসা করা কঠিন। বিষয়টি সর্বজন স্বীকৃত না হলে যে আজকাল এটাকে ঠেলে ফেলে দেয়া যাবে না। তাই সবাই মিলে “আপনা ঢোল আপনি বাজান”র প্রতিযোগিতায় নেমেছেন। আমার কাছে বরাবরই বুদ্ধিজীবী ও প্রগতিশীল শব্দদ্বয় ভয়ানক। এই দুই বিশেষণে বিশেষিতদের পরিচয় পেলে আঁতকে উঠি কিংবা সূচ ফুটানো বেলুনের মতই চুপসে যাই, আত্মরক্ষার সুপথ খুঁজি আপন মনে। দ্বিধান্বিত হতে হয় নিজের দায়বদ্ধতার কথা ভেবে-ঘুরে দাঁড়ানোর উপায় কি? ভবঘুরে মনে কখন যে কী আসে তাঁর সমাধান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। গত দেড় দশক ধরে আমাদের দেশে টিভি চানেলের ছড়াছড়ি। সন্ধ্যার পরে রাত্রি’র সাথে বাড়ে কথামালার ফুলঝুড়ি-টকশো;ঢোল বাজানোর এক প্রতিযোগিতা। কে কার আগে শুরু করতে পারে! আলোচনার বিষয়বস্তু পূর্ব থেকেই নির্ধারিত-শিরোনাম অনেকটা বাংলা ছবির মত যেন খুবই আকাল। আবার এসমস্ত ঢোলবাদকদের(দু-একজন ছাড়া প্রায় সকলেই কোন না কোন রাজনৈতিক দলের চিহ্নিত চামচা) সময় সংক্ষিপ্ত। একজায়গায় ঢোল বাজানো শেষ করে মানে একটা টকশো শেষ করে আরেকটাতে অংশগ্রহণকরতে হবে। বুদ্ধিজীবী কিংবা প্রগতিশীলদের কী ঘাটতি দেশে!একসময় বিশিষ্ট কোন নাগরিক টকশো-তে অংশগ্রহণ করলে তাকে সম্মানী দেয়া হত আরা এখন উল্টো টাকা দিয়ে কিংবা অনুরোধ করে অতিথি হওয়ার ঘটনাই বেশী বলে মনে হয়।হিসেবের খতিয়ানে লাভবান উভয়ই। প্রাতিষ্ঠানিক ব্যবসায় বেতনভুক্ত পরিচালক(paid director)-এর কথা শোনা যায় ঠিক সেরকমই রাজনৈতিক বেতনভুক্ত বুদ্ধিজীবীদের অভিসার দৃশ্যমান হয় ক্যামেরার লেন্স-এ। হাল আমলে মুক্তমনা’র নামে ইসলাম বিদ্বেষী কিংবা যা খুশি তাই ব্লগে লেখা হচ্ছে। না চাইলেও প্রকাশ্যে এদের সমর্থন করেন না এরকম একজন বুদ্ধিজীবী’র নাম খুঁজে পাওয়া না। স্বাধীন মত প্রকাশের বিপক্ষে নই। তবে কোন স্বীকৃত বা গ্রহণ যোগ্য... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মনজুরুল আলম প্রিন্স

    ভাল লাগলো

    শুভেচ্ছা রইলো

    • - ইনজামুল হক

      ধন্যবাদ আপনাকে...

    - মামুন

    ভালো লাগা সহ শুভেচ্ছা এবং অভিনন্দন।emoticons

    • - ইনজামুল হক

      অসংখ্য ধন্যবাদ...

    - সুমন সাহা

    ভালো লাগলো।

    সমর্থন ও শুভকামনা রেখে গেলাম।emoticons

    • - ইনজামুল হক

      আপনাদের ভালোলাগা ও সাথে থাকায় আমাকে সামনে যেতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে।।

    Load more comments...

অনুরাগী

৯ বছর আগে লিখেছেন

পূরনো গীত-গণতান্ত্রিক বিলাসিতা

দেশের রাজনীতির নিষ্পেষণে ঘনিষ্ঠ দুইবন্ধুর বিতর্কে একজন পোক্ত যুক্তি দিয়ে শক্ত করে বলল-আমাদের মত গরিব দেশে গনতন্ত্র মূল্যহীন; রাজতন্ত্র-ই শ্রেয়। সাত-পাঁচ না ভেবে তর্কের ইতি টানতে তাতেই সম্মতি দিলাম। কিন্তু মনের মধ্যে একটা খটকা লেগেই থাকল।ঝালকাঠি’র লিমনের ঘটনার পরে রাস্তায় একা একা চলতে বেশ ভয় লাগত যদি আমার সামনে দিয়ে কোন সন্ত্রাসী দৌড়ে পালাল আঈনের রক্ষক বাহিনী এসে আমার পায়ে গুলি করে ধরে নিয়ে গেল। হয়ে গেলাম শীর্ষ সন্ত্রাসী কত সহজে! এই গনতন্ত্রের চেয়ে তো রাজতন্ত্র-ই শ্রেয়! আজকাল এসব অশুভ ভাবনা তাড়া করে না। নতুন স্বপ্ন’রা ভিড় জমায়, রাতের চেয়ে দিনেই সেসব স্বপ্ন’দের দাপট বেশী; খুন-গুম হওয়ার স্বপ্ন। কত সূক্ষ্ম পরিকল্পনার বাস্তবায়ন-অপহরণ,খুন অতপর গুম এবং খুনের দৃশ্য দেখে ফেলার কী করুন পরিণতি! “হাজারী” কিংবা “ওসমান”দের কোন শাস্তি হওয়ার নজির আমাদের গণতন্ত্রে (?)নেই। আমাদের গণতন্ত্রের মধ্যে ভর করে আছে ঘুণে ধরা জীর্ণ রাজনীতি।  রাজনীতি’র লাগাম অনেক লম্বা হয়ে গিয়েছে- সরকার, বিরোধী দল(বর্তমান বিরোধী দল নয়) ও পুলিশ বাহিনী মিলে যেভাবে লাগাম নিয়ন্ত্রণ করতে চাইছে তাতে লাগাম নিয়ন্ত্রণের চেয়ে লাগামের দড়ি আরো বেশী ঢিলে হচ্ছে বলেই মনে হয়। ফলে সাগর-রুনি’র খুনের কুল-কিনারা হয় না,ইলিয়াস আলী’রা ঘরে ফিরে না। রাজনীতি’র নামে পেট্রল বোমা দিয়ে মানুষ মারা হচ্ছে আবার এসব পেট্রল বোমা হামলাকারী ধরার নামে অরাজনৈতিক সাধারণ মানুষকে হতে হচ্ছে নির্মম গুলির শিকার। গণতন্ত্র-গণতন্ত্র খেলা। কী নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হচ্ছে আমজনতাকে। আর প্রতিদিন টিভি চ্যানেলগুলো নিয়মমাফিক টকশো’র আয়োজন করে আলোচনার খোরাক পাচ্ছে। সবাই মিলে গণতন্ত্রকে বাক্সবন্দি করার প্রয়াস চালাচ্ছে। গনতন্ত্র সঠিক পথ না পেয়ে দিকব্দিক ছুটছে। তৃতীয় পক্ষ এর সুফল ভোগ করছে। আমি তৃতীয় পক্ষের অন্তর্ভুক্ত নই-সাধারণ জনগণের দলভুক্ত। ভোটের হাওয়া বইলে-ই আমার অনেক গুরত্ব বেড়ে যায়। আমার... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মামুন

    সুন্দর লিখেছেন। অন্ত্যমিলগুলো শ্রবনেন্দ্রিয়তে মধুর আবেশ ছড়িয়ে দিলো।

    সেদিন বইমেলাতে পরে আর আপনাকে পেলাম না।

    শুভেচ্ছা রইলো।emoticons

    • - মো: মালেক জোমাদ্দার

      মামুন ভাই আমি একদিন প্র প্র যাই । আজকেও গিয়েছিলাম । ধন্যবাদ ভাই।

    • Load more relies...
    - সরফরাজ আহমেদ খান

    চমৎকার লিখেছেন।

    ভাললাগা রেখে যাচ্ছি।

    • - মো: মালেক জোমাদ্দার

      স্রফ্রাজ  আহমেদ ভাই ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

    - ফেরদৌসি কেকা

    খুব সুন্দর পংক্তিমালায় ছন্দ যেন উপচে পড়ছে ভাইয়া। ভাল লাগল।

    • - মো: মালেক জোমাদ্দার

      আপু ধন্য হলাম । শুভেচ্ছা রইল ।

    Load more comments...

অনুরাগী

৯ বছর আগে লিখেছেন

নববর্ষের শুভেচ্ছা সবাইকে      

Likes Comments