Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আহমেদ ইশতিয়াক

১০ বছর আগে লিখেছেন

কথোপকথন

-আসলে আমি বলতে চাইছি আমি ভালোবাসি।
-কাকে?
-আকাশকে!
-আমি মেঘকে।
-মেঘ আকাশেই থাকে।
-থাকে না। মেঘ ভাসে। আকাশে না। বাতাসে।
-মেঘকে ভালোবাসা ভালো। ধরা ছোঁয়ার মধ্যেই আছে।
-আকাশ ধরা যায় না?
-সবাই পারে না।
-আপনি পারেন?
-মাঝে মধ্যে।
-আপনি অদ্ভুত!
-একটু একটু।
-চলুন বসি।
-কোথায়?
-যে জায়গায় বসবো সেখান থেকে আকাশ দেখা যাবে। মেঘে ভাসা যাবে।
-আপনার হাত ধরা যাবে?
-না। অপরিচিতদের মধ্যে শুধু আকাশটাকেই ধরা যায়। কারো হাত না।
-আকাশ ধরা যায় না। তবে হাত বাড়ানো যায়।
-বাড়ানো হাতে কি থাকে?
-মায়া।
-মায়া খুব খারাপ। খুব খারাপ। ভালো কথা, আপনি কে? পরিচয় জানা হল না।
-আমি মায়া।
-খুব খারাপ আপনি।
-হ্যা, খুব।

Likes ১২ Comments
০ Share

Comments (12)

  • - লুৎফুর রহমান পাশা

    শিরোনামের সাথে পুরো কবিতা কি ঠিক গেল? কি জানি?

     

    হ্যা তুমিই আমার অদেখা বাস্তব। এখানে ই প্রত্যয় যোগ নিশ্চয়তা প্রদান করেছে। কবি কিভাবে যা দেখেনি তাকে বাস্তব বলছেন? তবে পরের লাইনের বলেছেন বিক্ষিপ্ত ভাবনার চিত্রপট। তাও আবার একমাত্র। বেশ চিন্তার বিষয়।

    আসলে কেউ নও। কেউই নও। শুধুই কল্পনা। হতে পারে কল্পনা কখনো কখনো বাস্তবতার চাইতেও প্রখর হয়ে উঠে।  এই প্রখরতা অকারনে, প্রশ্রয়ে বা মোহে। কাল্পনিক ভাবনা গুলি ঠিক এমনি হয়।

     

    শুভকামনা কবি।

     

    • - আনমনা

       

      আমি দেখিনি তবু আমার বাস্তব জুড়েই সে, আমার বাস্তব জুড়ে তার আধিপত্য, হোক কাল্পনিক তবুও আচে... তাই সে আমার অদেখা বাস্তব। 

      চিন্তার বিষয় তো বটেই। সেই কবিতা কেমন কবিতা যেই কবিতা ভাবাতেই না পারে 

       

      ধন্যবাদ প্রতিবেশী 

    - নীল সাধু

    বেশ ভালো লাগলো কবিতা।

    শব্দ চয়নে কিছুটা ভিন্নতা এনেছো  মনে হচ্ছে। ভালো লাগা রইল সুপ্রিয় আনমনা।

    • - আনমনা

       

      অনেক ধন্যবাদ আমার প্রিয় মফু পাগলা 

    - ঘাস ফুল

    জীবনে শুধু একজনকেই ভালোবেসে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা যেন কবিতায় ফুটে উঠেছে। ভালো লাগলো আনমনা। 

    • - আনমনা

       

      ধন্যবাদ ঘাসফুল। 

    Load more comments...