Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাওহিদুল ইসলাম নোমান

৯ বছর আগে লিখেছেন

<img src="/uploads/users/2819/original/45895_11764_98403.jpg" /><br style="margin: 0px; padding: 0px; outline: none;" />রংধনু<br style="margin: 0px; padding: 0px; outline: none;" /><br style="margin: 0px; padding: 0px; outline: none;" />বেশ কয়টি বছর পেরিয়ে গেছে।কিন্তু নোবেল-নওরীন&rsquo;র ঘরে নতুন অতিথি&rsquo;র দেখা নাই।কবিরাজী-বনাজী সব ধরণের চেষ্টা করে তারা বিফল।কিন্তু তারা যে,নতুন অতিথিকে নিয়ে স্বপ্ন বুনছে।তাই নওরীন&rsquo;র বোনের মেয়ে রংধনুকে তারা পালতে শুরু করে।রংধনুও তখন বুঝার মত।সব কিছু বুঝে সে খালা-খালুকে মা-বাবা ডাকতে শুরু করে।এবং খালাদের বাড়ি চলে আসে।রংধনু&rsquo;র কাছে খালাদের বাড়ি নিজের বাড়ির মত হয়ে যায়।এখানে সে বড় হয়।খালা-খালুও তাকে নিজের মেয়ে থেকে বেশী করে।<br style="margin: 0px; padding: 0px; outline: none;" /><br style="margin: 0px; padding: 0px; outline: none;" />শিশির নামে রংধনু&rsquo;র আরেকটি বোন আছে।বড় তবে বেশ অভাগা।কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছে।<br style="margin: 0px; padding: 0px; outline: none;" /><br style="margin: 0px; padding: 0px; outline: none;" />রংধনু তখন একাদশ শ্রেণীর ছাত্রী।খালাদের বাড়িতে নীল ও শুভ্র নামের দুটি ছেলে আছে।নীল সামনে এইসএসসি পরীক্ষা দেবে।দেখতে-শুনতে খুব সুন্দর।কলেজে ভদ্র ও ভাল ছেলে বলে পরিচিতি আছে।এ যেমন, ঘাড় নিচু করে কলেজে ডুকে ঘাড় নিচু করে কলেজ থেকে বের হয়।আর শুভ্র বিদেশ যাওয়ার অপেক্ষায়।

Likes Comments

তাওহিদুল ইসলাম নোমান

৯ বছর আগে লিখেছেন

শূন্য মন,অদ্ভূত ভাবন !<br style="margin: 0px; padding: 0px; outline: none; font-family: SolaimanLipi, Arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;" />আট&rsquo;টা মাস গেল।কোন সুখকর মুহূর্তের দেখা নাই।একে একে বন্ধুদের সবাই বিদায় নিল।বন্ধু?না না বন্ধু হতে পারে না।যে সম্পর্ক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সংকীর্ণতার ঊর্ধে থাকে তাই বন্ধুত্বের সম্পর্ক।আর এ সম্পর্কের পাত্র-পাত্রী একে-অপরের বন্ধু।কিন্তু তারা তো সংকীর্ণতার ঊর্ধে উঠতে পারেনি।তাহলে ইমরোজ কেন বন্ধু বলতে যাব?আবার কাঁচ জাতীয় কিছু ভাঙলে যেমন জোড়া লাগলেও দাগ মোচা যায় না ঠিক তেমন যে সম্পর্ক হৃদয়ে একবার দাগ কেটেছে ইমরোজ সে সম্পর্ককে অস্বীকার করে কিভাবে?<br style="margin: 0px; padding: 0px; outline: none; font-family: SolaimanLipi, Arial, sans-serif; font-size: 16px; line-height: 24px;" />যায় হোক,কিছু বন্ধুকে খুঁজছে ইমরোজ&rsquo;র শূন্য মন।ছেলে হোক কিংবা মেয়ে।চায় শুধু কিছু বন্ধু,যারা ওদের মত জীবনে চলার পথে কোন কঠিন সময়ে চলে যাবে না।যাদের সব কিছু খুলে বলতে পারবে ইমরোজ।এ বলাতে থাকবেনা কোন ভয়-ভীতি কিংবা শঙ্কা।হয়ত তারা শোনা ছাড়া কিছুই করতে পারবেনা।কিন্তু তবুও ইমরোজ বলতে চায়।সে শুধু শ্রোতা চায় আর কিছু না।

Likes Comments

তাওহিদুল ইসলাম নোমান

৯ বছর আগে লিখেছেন

Comments (0)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    অসাধারণ লেখনী

    - মাসুম বাদল

    কবিতায় ভাললাগা জানালাম!!!

     

    সালাম ও শুভকামনা জানবেন, আপা!!!

    - চারু মান্নান

    রক্ত দিয়ে বর্ণমালা

    আমারই এনেছি

    দেয়ালের গায়ে আজও লিখবো

    মাগো তোমায় ভালবেসেছি।  

তাওহিদুল ইসলাম নোমান

৯ বছর আগে লিখেছেন

প্রার্থনা করি

প্রার্থনা করি
আমি প্রার্থনা করি,
সূর্যাস্তের।
আমি প্রার্থনা করি,
আধারের।
আমি প্রার্থনা করি,
তিমির রাত্রির।
আমি প্রার্থনা করি,
অমাবস্যা রাত্রির মত;
কালো আধারের।
আমি প্রার্থনা করি,
সূর্যদয়ের।
আমি প্রার্থনা করি,
নতুন ভোরের।
আমি প্রার্থনা করি,
নতুন দিনের।
আমি প্রার্থনা করি,
নতুন আলোর।
যে আলোয় দূর হবে
তমানিশার যত কালো।
আমি প্রার্থনা করি,
ভুলের।
আমি প্রার্থনা করি,
তারুণ্যের।
আমি প্রার্থনা করি,
ভাংতে।
আমি প্রার্থনা করি,
নতুন করে গড়তে।
আমি প্রার্থনা করি,
ভুলতে।
আমি প্রার্থনা করি,
নতুন করি শিখতে।
আমি প্রার্থনা করি,
সমালোচনার।
আমি প্রার্থনা করি,
জাবাব দেয়ার।
আমি প্রার্থনা করি,
হিংসার।
আমি প্রার্থনা করি,
নব উদ্যমে এগিয়ে চলার।
আমি প্রার্থনা করি,
ধ্বংসের।
আমি প্রার্থনা করি,
সৃষ্টির।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - লুৎফুর রহমান পাশা

    আপনি বেশ ভালো ছড়া লিখেন

    - ছড়াবাজ

    প্রতিদিন জোর করে,
    ডিস্টার্ব পাঠকেরে,
    পড়ুক বা না পড়ুক, ছড়া দিয়ে যাই,

    প্রশংসা শুনে শুনে,
    অহঙের ভাব গুনে,
    পতনের চেনা পথে এগুচ্ছি তাই।