Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘ আবির

৮ বছর আগে লিখেছেন

আমি মধ্যবিত্ত কিন্তু দামী শ্রেনী

সু্যট টাই ,সু পড়ে বসে আছি ৷ বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ৷ গাড়ির জন্য অপেক্ষা করছি ৷ উফ ড্রাইভারটা যা অলস হয়ে গেছে না ৷ ওর একটা ব্যবস্থা নিতেই হবে ৷ ইজি চেয়ারে বসে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখছি ৷ বৃষ্টির উদাসিতা ছোটবেলার কথা মনে করিয়ে দিল ৷ খুব দুষ্ট ছিলাম ৷ খুব বাবার কথাও মনে পরছে ৷ বাবা চলে গেছেন প্রায় তের বছর হল ক্লাস নাইনে পড়ার সময় ৷ পরিবারটা বেশ ভালোই চলছিল ৷ ছয় ভাইয়ের মধে্য তৃতীয় হলেও বেশ আদরেরই ছিলাম অন্যদের থেকে ৷ কষ্টও তেমন করতাম না ৷ খেলাধুলা আর ঘুরাঘুরি মাঝে মাঝে একটু বকুনি খাওয়া এভাবেই শৈশব কাটছিল ৷ বাবার মৃত্যুর পর পরিবারটা কেমন জেন ছন্নছারা হয়ে পরলো ৷ অর্থাভাবের তাড়নায় বড় ভাই দুটি বিদেশে পাড়ি জমাল ৷ আর আমার ঠিকানা হলো লজিন মাস্টার হিসেবে ভিন্ন মানষিকতার এক পরিবারে ৷ জীবনের ধরাবাধা নিয়মে যেন আবদ্ধ হয়ে গেলাম অনিচ্ছায় ৷ ডানপিটে ছেলে হয়ে ভিন্ন মানষের শাসনে জীবন অসহ্য হয়ে পরল ৷ বাধ্য হয়েই ছেরে দিলাম লজিন থাকাটা ৷ একটা ভাড়া বাসায় উঠলাম আর দুই একটা টিউশনি করে কলেজ লাইফটা পার করলাম ছেলে হিসেবে খুব লাজুক আর চাপা স্বভাবের কারনে কখনও মেয়ে নিয়েও ভাবিনি যদিও এই বয়সে সবাই এক আধটু প্রেমে পড়ে ৷ H.S.C. পরীক্ষার পর কিছুদিন বাসায় থেকে ডিগ্রিতে ভর্তি হলাম স্থানীয় একটা কলেজে ৷ কয়দিন পড়ে চলে আসলাম ঢাকতে ৷ কারন ওখানে থাকলে লাইফটা কুড়ে কুড়ে নষ্ট হবে ৷ ঢাকায় এসে একটা ভার্সিটিতে ভর্তি হলাম ৷ পড়ার পুরো চার বছরের খরচটা বড় ভাইদের কাছ থেকে ধার হিসেবে নিলাম ৷ ভার্সিটিতে ভর্তি হয়ে নিজের পায়ে দাড়ানোর আশায় চার লাখ টাকা ইনভেস্ট করলাম শেয়ার বাজারে ৷ কিছুদিন স্বচ্ছলভাবেই দিন কাটছিল ৷ ভার্সিটির সেমিস্টার ফিও শেয়ারের লাভ থেকে শোধ করছিলাম ৷ বাংলাদেশের নষ্ট রাজনীতি এ সুখ সইতে পারলো না ৷ দুর্নীতির কবলে পরে শেয়ার বাজার মুখ থুবরে পরলো ৷ সাথে সুখ স্বাচ্ছন্দ সব উধাও হয়ে গেল ৷ ধার,বন্ধুদের টাকাপয়সার খোটায় , ভাইদের ব্যবহার মনে হচ্ছিল যেন আমার পড়ালেখা এখানেই শেষ ৷ কিন্তু আমি হারার পাএ নই ৷ অনলাইন জব , ডেসটিনি , relaymax,ক্লিক কত জায়গায় যে কাজ করেছে কয়টি টাকার জন্য ৷ আস্তে আস্তে সবই স্বাভাবিক পরযায়ে চলে আসছে ৷ কিন্তু অর্থের যোগান করতে যেয়ে পড়লেখায় তেমনি উন্নতি করতে পারলাম না ৷ কিন্তু জীবনে যা পেয়েছি ,যত ধাক্কা খেয়েছি তা আমাকে ততই দৃঢ় প্রতিঙ্গ করেছে,শিখিয়েছে,পথ দেখিয়েছে যে আমিও পারবো ঐ উচু অট্টালিকার ছাদে দাড়িয়ে চাদঁটা দেখতে ৷ আমরা মধ্যবিওরা এমনই , পুরাই জাপানিজ অক্ষয় মাল ধাক্কায় স্টার্ট ৷
Likes Comments
০ Share