Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

hasan milu

৯ বছর আগে লিখেছেন

নিলামে উঠছে বিশ্বের সর্ববৃহৎ নীল হীরা

মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের স্মৃতি বিজড়িত বিশ্বের সর্ববৃহৎ নীল হীরাটি আগামীকাল জেনেভায় নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে হীরাটির দাম উঠবে প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। হীরাটির নাম 'তিমুরিদস' বলে জানা গেছে। নিলাম আয়োজক কোম্পানি 'ম্যাগনিফিসেন্ট জুয়েলস'-এর মুখপাত্র ক্রিস্টি বলেন, "এর আগে সাত মুঘল সম্রাটের স্মৃতি বিজড়িত সপ্তদশ শতাব্দীর একটি নেকলেস নিলামে তুললে তার দাম উঠেছিল দেড় লাখ মার্কিন ডলার থেকে দুই লাখ মার্কিন ডলার।

উল্লেখ্য, মুঘল সম্রাটদের মূল্যবান পাথরের প্রতি বিশেষ টান ছিল। তারা মূলবান পাথর বা রত্নকে মর্যাদার বস্তু মনে করতেন। এজন্য তাদের রত্নাগারে অনেক রকম মূল্যবান পাথর পাওয়া গেছে। কাতারের দ্যা মিউজিয়াম অফ ইসলামিক আর্টে  এগারো টুকরো হীরার ৮৭৭ ক্যারেটের একটি নেকলেস রয়েছে যার মালিক ছিলেন সম্রাট জাহাঙ্গীর। পরবর্তীতে ওই নেকলেসের মালিকানা পান সম্রাট শাহজাহান।

Likes Comments
০ Share