Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

hasan milu

১০ বছর আগে লিখেছেন

মুক্তার আলীর বিশ্বরেকর্ড

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রাজশাহীর ছেলে মুক্তার আলী।  বিকেএসপিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১৬টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।  ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস ছক্কা মেরেছিলেন ১৬টি। ২০১১ সালে এসেক্স-সারে লড়াইয়ে গ্রাহাম  নেপিয়ারের ১৯৬ রানের ইনিংসেও ১৬টি ছক্কা হাঁকান। একই বছর নিউজিল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়া `এ` দলের বিপক্ষে ১৭৫ রানের ইনিংসে ১৬ ছক্কা হাঁকান জেসি রাউডার।  প্রথম শেণির ক্রিকেটে ১৬টি ছক্কা মারার বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রাজশাহীর এই তরুণ। চট্টগ্রামের বোলারদের উপর চেপে বসে মুক্তার আলী। স্পিনার আলী আকবরের বলে আউট হবার আগে ১৪৮ বলে ১৬৮ রান করেন তিনি। ততক্ষণে ৮টি চারের সঙ্গে ১৬টি ছক্কা মুক্তারের ইনিংসে যোগ হয়ে যায়।


 

Likes Comments
০ Share

Comments (5)

  • - তৌফিক মাসুদ

    দারুন ছন্দ কবিতায়। জীবনের মানে খুঁজে পাওয়া খুব কঠিন। 

     

    শুভকামনা জানবেন। 

    • - মুন জারিন আলম

      কষ্ট পেয়ে নষ্ট হওয়ার করেছি অনেক চেষ্টা

      জীবন থেকে পালাতে গিয়ে রক্ষা হয়নি শেষটা । 

      ভাল আপনি ভাল।আগুনে পুড়ে খাঁটি হবেন নিংসন্দেহে।দূঃখের সময় এ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থাকে মন্দ পথে যাওয়ার। 

      চমৎকার কবিতা।ধন্যবাদ কবি।