Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাঙলা বেলায়েত

১০ বছর আগে লিখেছেন

গীতিকবিতা / রঙ

রঙের গায়ে রঙের খেলা
রঙ চিনিনা  রঙের মেলা
রঙ ধনুতে কি রঙ থাকে
কি রঙ থাকে সাঝের বেলা।।
 
সকাল বুঝি সূর্য দেখে
সন্ধ্যা নামে আঁধার ঢেকে
কখন তোমার মেঘলা আকাশ
বুঝি না মন মনের খেলা।।
 
মেঘের খেলায় বৃষ্টি নামে
কষ্ট দিলা রঙিন খামে
সব কিছু আজ এলোমেলো
কখন  খেল কিসের খেলা।।
 
 
 
 
 
 
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - মাসুম বাদল

    আহব্বান = আহ্বান

     

     

    শুভকামনা রইলো...

    • - বাংলার পাই বাপা

      ধন্যবাদ কবি।

বাঙলা বেলায়েত

১০ বছর আগে লিখেছেন

গীতিকবিতা / তারও বেশি দূরে

দূরে চলে যাচ্ছি বন্ধু
আরো অনেক দূরে
যতো দূরে গেলে আর হবে না ফেরা
তারও বেশি দূরে সরে।।
 
সময়ের কাঁধে দিয়েছি তুলে
আমার যতো ছিলো স্বপ্ন ভুলে
লেগেছে হাওয়া মোর সময় পালে
চলে যাবো আমি আর একটু পরে।।
 
তোমার ঘরে ছিল যতো সময়
সময়গুলো শুধু পর মনে হয়
কেটে গেছে আজ তাই চোখের নেশা
সময় নিভে গেছে আজ তোমার ঘরে।।
 
গীতিকার ও সুরকার: বাঙলা বেলায়েত
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - লুৎফুর রহমান পাশা

    আপনিই বস আপনি হিরো

    আপনি যেন রেম্বো

    ভন্ডদের ধরিয়ে দিলেন

    আছোলা এক বেম্বু।

বাঙলা বেলায়েত

১০ বছর আগে লিখেছেন

গীতিকবিতা / বৈশাখ

বছর ঘুরে আবার এলোরে বৈশাখ
চারি দিকে বাজে বাঙলাদেশের ঢাক।
জমবে আবার প্রাণের মেলা গঞ্জে গ্রামে
নাচবে সবাই ঢোলের তালে নাচবে বাকুমবাক।।
 
বাঙলার বাউল একতারাতে তুলবে নতুন গান
তারই সুরে ‍সুর মিলিয়ে কাটবে কৃষক ধান।
সোনার ধানে ভরবে গোলা বটের ছায়ায় বসবে মেলা
বাজবে আবার বাঙলারই ঢোল টাক ডুমাডুম টাক।।
 
মাঠের রাখাল বাঁশিতে তার তুলবে ভাটির সুর
সেই সুরেতে গাড়িয়ানের ঘুচবে পথের দূর
ফিরবে আবার সাঝের বেলা জমবে তখন সন্ধা মেলা
পাড়ায় পাড়ায় উঠবে বেজে বাঙলারই ঢোল ঢাক।
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - বাঙলা বেলায়েত

    শেষ রাতের শশ্মানে কার চিতা জ্বলে ,

    আমার ! না আমার কষ্টদের !

    • - প্রলয় সাহা

    - মোঃসরোয়ার জাহান

     রাতে দুখেরা খোঁড়ে কবর

    আর সুখেরা ঘুমে অগোর ।।

    -----------অসাধারণ!

    • - প্রলয় সাহা

    - রোদের ছায়া

    ৩ নং কবিতিকা অসাধারণ হয়েছে।

    আপনার কবিতিকা বেশ উপভোগ করছি।

    • - প্রলয় সাহা

      জেনে খুব ভালো লাগলো

বাঙলা বেলায়েত

১০ বছর আগে লিখেছেন

ইষ্টি কুটুম

ইষ্টি কুটুম ইষ্টি কুটুম মিষ্টি নিয়ে যায়
তালসোনাপুর শ্বশুর বাড়ি ভর দুপরে নায়।
শ্বশুর হলেন ডাকের পিয়ন
রাতে জ্বালেন বাতি নিয়ন
আলো যে হয় সাদা
যায় না চেনা মুখগুলো সব
চোখে লাগে ধাঁধাঁ।
শালা-শালি এক কুড়ি তার কেউ মানে না গ্রামার
দুলা নাকি শালা এলো নাকি মুচি চামার।
হাতাহাতি লাথালাথি চলে বহুক্ষণ
সবাই থামে দুলার জামা ছিঁড়ে যায় যখন।
শালা-শালির অত্যাচারে শ্বশুর বাড়ি ছাড়া
গুষ্টি কিলাই শ্বশুর বাড়ির, মোর কপালে ঝাড়া।
আর যাবো না ঐ বাড়িতে বউয়ের সাথে আড়ি
বউ দেবো না আর কখনো যায়তে বাপের বাড়ি।
 
 
 
 
 
 
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - জোকার ৫৩

    খুব ভাললাগা,চমৎকার,ভাল লাগল ৷

    - বাঙলা বেলায়েত

    ধন্যবাদ প্রিয় জোকার ৫৩ ভাই।

বাঙলা বেলায়েত

১০ বছর আগে লিখেছেন

গীতিকবিতা / স্বপ্ন

স্বপ্নগুলো মনাকাশে করে উড়াউড়ি
স্বপ্ন উড়াই স্বপ্ন হাওয়ায় স্বপ্নে বাঁধা ঘুড়ি।।
 
স্বপ্ন দেখি স্বপ্ন কুড়াই স্বপ্ন মনের ঘরে
স্বপ্ন রাখি স্বপ্নের বাড়ি স্বপ্ন থরে থরে
স্বপ্ন হারাই স্বপ্নের ভীড়ে স্বপ্ন যে হয় চুরি।।
 
স্বপ্ন সাদা স্বপ্ন কালো স্বপ্ন হয় যে রঙিন
স্বপ্ন উঁচায় স্বপ্ন রোধে স্বপ্ন ভাঙার সঙিন
স্বপ্নে করি স্বপ্নের ফেরি স্বপ্ন নিয়ে ঘুরি।।
 
গীতিকার: বাঙলা বেলায়েত, সুরকার: হরিমোহন দেবনাথ
 
 
 
 
 
 
 
 
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    অল্প কথায় অনেক কিছু বলে গেছেন।

    শূভ কামনা প্রলয় দা। শিরোনামটা ব্যতিক্রম লাগলো

    - প্রলয় সাহা

    অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা ।

    - বাঙলা বেলায়েত

    অনেক কথা যায় যে বলে কোন কথা না বলে।

    শুভকামনা কবির জন্যে।

    • - প্রলয় সাহা

      ধন্যবাদ গ্রহন করুন দাদা :-)

    Load more comments...
Load more writings...