Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

ছন্দ নিয়ে দ্বন্দ্ব

ছন্দ নিয়ে দ্বন্দ্বে আছি
দীল ভরেনা দীল;
ছন্দ কী তা কেমনে বুঝি
নাম কি অন্ত্যমিল?

হাটার ছন্দ নাচের তাল
ভাল্লাগে হই বেসামাল;
কুচকাওয়াজের কী বাহার?
ছন্দ তো নয় মন্দ কিছু
দ্বন্দ্ব তবু লয় যে পিছু
দ্বন্দ্ব জমেই হয় পাহাড়!
গানের ছন্দে ঘুম যে পায়
নারীর হাঁটন মন নাচায়;
বিষ্টি পড়ে টাপুর-টুপুর
ভাল্লাগে যে নাচের নুপুর!

তালে তালে মন ভরে যায়
দীল ভরে যায় দীল–
একেই নাকি ছন্দ বলে
এ নয় অন্ত্যমিল?

Likes Comments
০ Share