Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

খোরশেদ মাহমুদ

৭ বছর আগে লিখেছেন

বনের রাজা টারজান !

                              বিশ্বব্যাপী এমন অনেক জনপ্রিয় কাল্পনিক কাহিনী রয়েছে যেগুলো পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভব হলেও সেটি সমগ্র বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়। আর এই কাল্পনিক কাহিনীগুলোকে বিভিন্ন সিনেমা, নাটক, টিভি সিরিয়াল, গল্প, উপন্যাস, কার্টুনের মাধ্যমে সমগ্র বিশ্বে এমনভাবে জনপ্রিয় করা হয়েছে যে ছোট-বড় থেকে শুরু করে বৃদ্ধরাও এই কাহিনী সম্পর্কে অবগত। আর তেমনই একটি কাহিনী হচ্ছে টারজান কাহিনী। অবশ্য বিশ্বব্যাপী সবাই এই কাহিনীকে ‘বনের রাজা টারজান’ বলে বেশী চেনে। টারজান শব্দের অর্থ 'সাদা চামড়া'। টারজান চরিত্রটির রচয়িতা বিশিষ্ট লেখক এডগার রাইজ বারোজ । টারজান চরিত্রটি মূলত রচনা করা হয়েছে পূর্ব আফ্রিকাকে কেন্দ্র করে। ১৯১৪সালে এডগার রাইস বারোজ টারজান সিরিজের প্রথম উপন্যাস 'টারজান অবদ্য এপস' প্রকাশ করেন। এরপর থেকেই বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করতে শুরু করে এইচরিত্রটি। ১৯১৮ সালে প্রথমবারের মতো টারজান চরিত্রকে ঘিরে সিনেমা তৈরি করা হয়। যেটি এই চরিত্রকে আরও বেশী জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। ১৯২৯ সালে হ্যারল্ড ফস্টার এই টারজান চরিত্রটিকে নিয়ে কমিকস নির্মাণ করেন। মূলত এরপর থেকে এই চরিত্রকে পিছনে তাকাতে হয় নি। সময়ের সাথে স্রোতের বেগে টারজান চরিত্রের জনপ্রিয়তা বাড়তে থাকে বিশ্ব জুড়ে। টারজান চরিত্রের গল্পটি ছিল এরকম। ব্রিটিশ অফিসার লর্ড গ্রেস্টোক পশ্চিম আফ্রিকার কোন একব্রিটিশ উপনিবেশে কৃষ্ণাঙ্গদের ওপর জুলুমের অভিযোগ তদন্ত করতে তিনি আফ্রিকাসফরে গিয়েছিলেন। যাওয়ার পথে সমুদ্রেই তাঁর জাহাজে বিদ্রোহ দেখা দেয়। একসময় নাবিকরা তাকেমেরে ফেলে। সেই জাহাজে থাকা এক ইংরেজ দম্পতিকে তাদের শিশু সন্তান সহ জাহাজের নাবিকেরা আফ্রিকার গহীন জঙ্গলে জোর করে ছেড়ে দেয়। জঙ্গলে নামিয়ে দেওয়ার পর সেখানে জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে একসময় সেই দম্পতিমৃত্যুবরণ করে। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় ২২ নভেম্বর ১৮৮৮ সালের বৃহস্পতিবার জন্ম নেওয়া তাদের ছয়-সাত মাস বয়সী একটিশিশু। বাবা-মা’কে হারিয়ে শিশুটি যখন মাটিতে পড়ে কাঁদছিল তখন বনের মধ্যে থেকে এসে... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আমির ইশতিয়াক

    সুন্দর ছবি।

    • - কামাল উদ্দিন

      ধন্যবাদ আমির ভাই, আন্তরিক শুভেচ্ছা জানবেন

    - দীপঙ্কর বেরা

    দারুণ 

    • - কামাল উদ্দিন

       শুভেচ্ছা জানবেন দাদা

    - আমির ইশতিয়াক

    ভোট রইল।

    • - কামাল উদ্দিন

      emoticons

    Load more comments...

খোরশেদ মাহমুদ

৭ বছর আগে লিখেছেন

অবাক করা ঘটনাঃ সাপকে বিয়ে করতে গিয়ে গ্রেফতার তরুণ

                                                 
বিয়ের তারিখ : ৪ এপ্রিল ২০১৫
মন্ডপ : শিবমন্দির – বড়য়াপুর, ফুলপুর, উত্তরপ্রদেশ
পাত্র : সন্দীপ পটেল
পাত্রী : জনৈক কিং কোবরা (নাগিন)
এমন বিবাহের কথা জানলে যা হতে পারে তাই ঘটেছিল সেদিন | এমন বিয়ের সাক্ষী থাকতে হাজির হয়েছিলেন আশেপাশের গ্রামের ছেলে, বুড়ো, মেয়ে নির্বিশেষে প্রায় ১২০০০ থেকে ১৫০০০ মানুষ | গ্রামের ছেলে সন্দীপের সেদিনই বিয়ের করার কথা তার আগের জন্মের প্রেয়সী নাগিন-কে |
ওই তো সন্দীপকে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে আসছে তার বাবা দয়াশংকর আর মা | পুরোহিতও প্রস্তুত বিয়ের সব আয়োজন সেরে | ভেঙে পড়েছে দশ গ্রামের লোক | বিশেষত মহিলারা উপস্থিত করজোড়ে, কেউ নতজানু, কেউ স্থানু | এমন সময় হঠাৎ করে অনাহুতের মতো হাজির পুলিশ | শান্তিভঙ্গের দায়ে গ্রেফাতার করল হবু বর আর তার বাবাকে | এদিকে ততক্ষণে সুযোগ বুঝে পিঠটান দিয়েছে পুরুত | ফলে ভেস্তে গেল বিয়ে | রে রে করে উঠল হাজির জনতা | ওদিকে পুলিশও নাছোড়বান্দা | শেষমেষ সকাল আটটা থেকে হাজির হওয়া সব লোককে সরিয়ে দিতে বেজে গেল প্রায় দুপুর আড়ইটে |
ঘটনার শুরু ফেব্রুয়ারির ১৭ তারিখ | সেদিনই বাড়ি ফিরে এসেছিল সন্দীপ | বছর খানেক আগে রোজগারের আশায় পাড়ি দিয়েছিল সুরাটে | তারপর যখন বাড়ি ফিরল তখন সে অসুস্থ, খানিকটা নেশাগ্রস্তের মতো | চাল-চলন কেমন যেন সাপের মতো | যেন ভর হয়েছে কারো | বলতে লাগল সে আসলে ‘ইচ্ছাধারী নাগ’, চাইলেই ফিরতে পারে সাপের শরীরে | বলল গ্রামেরই এক শিবমন্দিরে তার সঙ্গে দেখা হয়েছে এক নাগিনের, যে তার পূর্ব জন্মের প্রণয়ী | তাকে দেখেই সব কথা মনে পড়ে গেছে সন্দীপের | আর সেই নাগিনের ইচ্ছাতেই ওই শিব মন্দিরেই বিয়ে হবে তাদের | বাতাসের হলকা লাগা আগুনের মতোই ছড়িয়ে পড়ল কথাটা | আর তারই ফল এই আয়োজন, এই জনসমাগম |
কথাটা পুলিশের কানেও... continue reading
Likes Comments
০ Shares