Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাঠ পুতুল

৮ বছর আগে লিখেছেন

মন ভাঙ্গার খেলা

- হ্যালো, কেমনআছতুমি ? 
- ভালো, তুমি.. 
- হ্যা, এইআছিআরকী..
- ক্যান,,, আবারকিহলো.. 
- আচ্ছাএকটাকথাবলবো.. 
- বলো..
- তুমিকিসত্যিইআমাকেআরভালোবাসনা..
- দেখ, আমিতোমাকেআরকতবারবলবোআমিএখনআরতোমাকেভালোবাসিনা.. 
- ভালোইযদিনাবাসতবেআমারসাথেএতকথাবলোক্যান ? 
- জানিনাকেনোকথাবলি, শুধুজানিতোমারসাথেকথাবলতেভালোলাগে। 
- তাই, তাহলেআজথেকেতুমিআমারসাথেআরকথাবলবেনা।আমাকেআরকখনোফোনদিবেনা..
- দেখসৌরভ, আমিতোমারসাথেকথানাবলেথাকতেপারবোনা। 
- কেনথাকতেপারবেনা, তুমিতোআমাকেভালোইবাসনা।আরকখনোআমাকেফোনদিবেনা.. 

এইবলেইফোনকেটেদিলসৌরভ continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    চরকীর ভালোবাসা শুধুই 
    শূন্যতা আর বাতাসের সাথে ...

    দারুণ লেগেছে emoticonsemoticons

    - চারু মান্নান

    কবির অবষ্হা কাহিল,,,,,,,,,,,,,বাহ দারুন

    - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা জানালাম... emoticonsemoticons

কাঠ পুতুল

৮ বছর আগে লিখেছেন

আমরাই বলি, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই

আমি শ্রদ্ধা করি একজন পতিতাকে !
আমি সম্মান করি একজন ছিনতাইকারীকে !!
আমি সহানুভূতি জানাই একজন নেশাগ্রস্হকে !!!
আমি শ্রদ্ধা জানাই সেই নারীকে যে নিজের স্বতিত্বকে বিসর্জন দিয়ে সারা রাত অন্য পুরুষকে বিছানায় আনন্দ দিয়ে, সকালে টাকা নিয়ে ছোট ভাইয়ের পরীক্ষার ফিস দেয়।
আর আমরা তাকে দিনে পতিতা বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেই, আর রাত হলে তাদের শরীর দিয়ে নিজেদের যৌন ক্ষুধা মেটাই।
আমি সম্মান করি সেই লোককে যে পথচারীকে থামিয়ে তাকে খুর বা চাকু
দেখিয়ে তার পকেট ফাকা করে, কারন ঘরে অসুস্থ মায়ের অষুধ ফুরিয়ে গেছে।
আমরা তাদের ছিনতাইকারী বলে ধোলাই দেই, আর হরতাল অবরোধে এদের ভাড়া করি।
আমি সহানুভূতি জানাই সেই যুবককেমদ, গাঁজা, ইয়াবা, হেরোইন যার সঙ্গী৷ কারন
প্রতিটা বিষয়ে A+ থাকা শর্তেও ঘুষের
টাকা না দিতে পারায় তার চাকরি হয়নি।
বিনা চিকিৎসায় তার বাবা মারা গেছে। টাকার অভাবে ছোট বোনের বিয়ে ভেঙ্গে গেছে।
আমরা তাকে নেশাখোড় বলি আর তার বোনের দিকে কু-নজরে থাকাই।
এগুলোই সিস্টেম। এগুলো চলছিল, চলছে আর ভবিষ্যতেও চলতে থাকবে। 
এর কোনো পরিবর্তন নেই।
ওরা মরছে ! 
মরুক !! 
তাতে আমার কি ?
আমিতো ঠিক আছি। নিজে ঠিক তো জগৎ ঠিক।
এটাই আমাদের কথা।
আবার আমরাই বলি, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই।।
আমরা মানুষ জাতি, আসলেই অদ্ভুত।।
- See more at: www.kathputul.cf
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    বাহ্‌ 

    - চারু মান্নান

    বাহ সুন্দর,,,,,,,,,,,,,,,

    - মাসুম বাদল

    দারুন... emoticonsemoticons

কাঠ পুতুল

৮ বছর আগে লিখেছেন

কোথায় গেলো দেশের সুুশীল সমাজ ?

বিষয় টা নিয়ে লিখব লিখব করে আজ লিখেই ফেললাম।   না তিনি কোনো মহান ব্যক্তি নয়।   তিনি একজন লেখিকা। যার নাম আমরা সবাই জানি। তাকে আবার ঘৃণাও করি।   যার লেখা যৌন অনুভূতি গুলোকে জাগ্রত করে। যার লেখা আমাদের সমাজীকতাকে ছোট করে। যার লেখা আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে।   এই কারনেই তাকে এদেশ থেকে বিতারিত করা হয়েছে।   তিনি তসলিমা নাসরিন।।   তিনি এ দেশ থেকে বিতারিত তার লেখার কারনে। কিন্ত তাতে কি কোনো ফল হয়েছে ?   বই মেলায় এমন কোনো স্টল নেই যেখানে তার বই বিক্রি হচ্ছে তা। দেশের এমন কোনো পত্রিকা নেই যেখানে তার লেখা প্রকাশ হয় না। তার প, ক, খ, লজ্জা, ভোমর কইও গিয়া প্রভৃতি বই এখনো বিভিন্ন বাংলাদেশী প্রকাশনায় প্রকাশিত হচ্ছে।   দেখার কেউ নেই।।   এবার বলি অন্য কথা, দেশের অনেক রাজনৈতিক নেতারা প্রকাশ্যেই ধর্ম বিরোধী কথা বলছেন। করছেন রাষ্ট্রদ্রোহী কাজ।   দেখার কেউ নেই।।   কিন্ত কেনো ??   কোথায় গেলো দেশের সুুশীল সমাজ ?   কথায় নয় কাজেও দেখতে চাই......     continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    তোমার সেই অভিমান আজও বেহুলার ভেলা যেন
    বার বার সেই অবয়ব ভাসে টলটলে জলে
    যদি বন্ধু ভাবো তো!

    • - গোখরা নাগ

      emoticonsemoticons

কাঠ পুতুল

৮ বছর আগে লিখেছেন

ভালোবাসার বিনিময় ভালোবাসা দিয়েই হবে এমন কোনো কথা নেই। <br />অনেক সময় ভালোবাসার বিনিময় ঘৃণা দিয়েও হয়।।

Likes Comments

কাঠ পুতুল

৮ বছর আগে লিখেছেন

তুমি আসো নাই তাতে কি ?

তুমি আসো নাই তাতে কি ?
এখনো চাঁদ আলো দেয়,
ফুল তার সৌরভ ছড়ায়,
পাখিরা নীড়ে ফেরে গোধূলি বেলায়।।
তুমি চলে গেছ তাতে কি ?
আজো আমার আঙ্গীনায় দক্ষিণা বাতাস বয়,
জোনাকিরা আলো দেয় নিষিত বেলায়।।
তুমি ভালোবাসনা তাতে কি ?
দেখে যাও, এ দু'চোখে জল নেই
এ মুখের হাসি আজো মুছেনি,
শুধু, মাঝে মধ্যে মনে হয়.........
কোথায় যেন কি নাই। continue reading
Likes Comments
০ Shares
Load more writings...