Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অজুফা অজু

৮ বছর আগে লিখেছেন

চতুর্ভুজের দুঃখ

আমি ঋদ্ধ।ঋদ্ধ নামটি আমার একদম ভাল লাগে না। কারণ ঋদ্ধ মানে সমৃদ্ধ। কিন্তু আমি কোন কিছুতেই সমৃদ্ধ না। টিচাররা বলেন আমি নাকি গাধা। আমার কোন বুদ্ধি নেই। আমি পড়া মনে রাখতে পারি না। প্রতিদিনই ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়।দাঁড়িয়ে থাকতে আমার একদম খারাপ লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবি। ভাবতে ভাবতেই ঘণ্টা পরে যায়। আমি যা ভাবি তা কাউকেই বলতে পারি না। কে শুনবে আমার কথা? ক্লাসের ভাল ছেলেগুলো আমাকে দেখতে পারে না আর দুষ্টগুলো খালি মারামারি করে। আমি কিছু না করলেও আমাকে মারে। বড় আপার কাছে আমার নামেই সবাই বিচার দেয়। সেদিন বড় আপা আমাকে এমন ধমক দিলেন যে আমার বুকটা দুপুর পর্যন্ত ধ্বক ধ্বক করছিল। মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে।
আমার পৃথিবীটা চতুর্ভুজাকার। চারকোণা আকাশটাই আমার একমাত্র বন্ধু। আমার ঘরে খাট বরাবর সামনে একটা ছোট চারকোণা জানালা। আমি শুয়ে শুয়ে আকাশ দেখি। আকাশ থেকে রঙ নিয়ে মনে মনে ছবি আঁকি। এতো রঙ আকাশে! রাতে মা আর বাবা কাজ থেকে ফিরেন। আমরা একসাথে চারকোণা টেবিলে বসে রাতের খাবার খাই। তারা এতো ক্লান্ত থাকে যে খাওয়ার পরই ঘুমিয়ে পরে। আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি,আকাশের তারা দেখি। মাঝে মাঝে মা এসে আমার ঘরে উঁকি দিয়ে দেখে যায় আমি ঘুমিয়েছি কিনা। আলো না থাকায় বুঝতে পারে না আমি জেগে আছি। কখনো কখনো আমার  গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তখন আমার কি যে ভাল লাগে! আমি আসলে প্রতি রাতেই মায়ের জন্য অপেক্ষা করি। কিন্তু মা হঠাৎ দুয়েক দিন আসে। তাই বেশীরভাগ রাতেই মন খারাপ করে কখন যেন ঘুমিয়ে পরি...।
আমাদের একজন নতুন টিচার এসেছেন। দেখতে খুবই রাগী। তিনিই এখন... continue reading
Likes Comments
০ Shares

অজুফা অজু

৮ বছর আগে লিখেছেন

নির্বোধ

অর্থনীতি,পৌরনীতি,ভূগোল কিংবা রাষ্ট্রতন্ত্র
কবির চোখে এসব নাটক,ছলনাভরা ফুঁসমন্ত্র!
সীমানা কিংবা ধর্মবেড়ি,
এলসেশিয়ান,বাংলা নেড়ি!
বস্তাপঁচা নিয়ম নীতি,চেয়ারটাতেই আসল প্রীতি।
সিসি ক্যামেরা মগজে রেখে সব ভালতে টানছে ভীতি!
ভাসুক ভ্যালা মাঝ দরিয়ায়,
নেড়ির তাতে কী এসে যায়!
কবির কলম বমি করে সকাল বিকাল মধ্যরাতে,
না খেয়েই সে ঘুমিয়ে পড়ে রক্ত বমি সাদা ভাতে! continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - এই মেঘ এই রোদ্দুর

    :(

অজুফা অজু

৮ বছর আগে লিখেছেন

সবুজ হৃদয়

বুঝতে চাইনা তন্ত্রমন্ত্র
জটিল সমীকরণ,
দেখতে চাইনা এক কথাতে
হাজার লোকের মরণ!
শুনতে চাইনা গোলা-বারুদের
হিংস্র আস্ফালন,
মানতে চাইনা খেয়ালিপনায়
শিশুর স্বপ্ন হরণ!
করতে চাইনা মিথ্যা আশা
ঘোড়ার ডিমের পোঁচ,
গিলতে চাইনা নিয়ম করে
নিজেকে ভোলার ডোজ।
খেলতে চাইনা নোংরা খেলা
রাজনীতির নামে,
বেঁচতে চাইনা মায়ের হাসি
সস্তা গদির দামে।
ঢাকতে চাইনা হৃদয় আমার
কালো ধোঁয়া দিয়ে,
হাঁকতে চাইনা মনের নিলাম
অশ্রু চোখে নিয়ে।
চাইছি শুধু সবুজ হৃদয়
আমার এবং সবার,
বলতে পারো জীবনটাকে
ফিরে পাবে ক'বার?     continue reading
Likes Comments
০ Shares