Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কেতন শেখ

৮ বছর আগে লিখেছেন

কথিত

কথিত
 
কেতন শেখ
 
কথিত যে তুমি ভুলেছো আমায়
ভাবো শুধু তার কথা,
 
সামাজিক কোনো মিত্রের বেশে
কুশল আলাপে অকারণ হেসে,
সুখী জীবনের নাটক সাজিয়ে
তার অগোচরে বিষাদ লুকিয়ে
অভিমানী চোখে হঠাত তাকিয়ে
কেন ঢাকো নীরবতা ?
 
কথিত যে তুমি আর কোনোদিন
বাসবে না ভালো আমায়,
 
সে নাকি তোমায় রেখেছে আদরে
সুখ বালিশ আর আরাম চাদরে,
আমি তুমি ছাড়া কেউ তো বোঝে না
নিরুদ্ধ প্রেম স্বস্তি খোঁজে না
তুষ্ট শয়ানে সে জানে না কোন
না পাওয়া তোমায় জাগায়।  
 
কথিত যে তুমি থাকো উদাসীন
শুনলে আমার গল্প,
 
সংসারী সব নিরর্থ সুখ
রেখেছে তোমায় সদা উন্মুখ,
সবাইকে দাও বানোয়াট হাসি
আমি তো তোমার আমিত্বে আসি
যেখানে তোমার জমাট বেদনা
বিশ্রাম খোঁজে অল্প।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - bb.com uy ij

    ভালোলাগলো পড়ে আপনার কবিতা

    - প্রলয় সাহা

    ভালো লাগলো কবিতা... emoticons

    - এই মেঘ এই রোদ্দুর

    খুব সুন্দর

    Load more comments...

কেতন শেখ

৮ বছর আগে লিখেছেন

অনভিলাষ

বদলে যাইনি আমি ...
মর্ত-পীড়ায় শুধু হয়েছে
নিরর্থ সুখ দামী।
 
আজও তোমার কণ্ঠ সুধায়
কর্ণকুহরে নূপুর,
আজও তোমার স্পর্শ স্মৃতিতে
ঘুম ভুলানোর দুপুর।
আজও খুঁজি বিকেল ছায়ায়
তোমার চুলের গন্ধ,
আজও সন্ধ্যা ক্লান্তিতে পাই
তোমার চরণ ছন্দ।
 
আজও যামিনীর কালসিটে দাগে
তুমিহারা অভিমান,
আজও মন শুধু নিশান্ধ হয়ে
গায় বেদনার গান।
আজও হৃদয়ের গভীরে জমাট
তুমিহীনতার ক্ষোভ,
আজও সংসারী কংক্রীটে চাপা
তোমাকে পাওয়ার লোভ।
 
বদলে যায়নি আজ,
প্রেমের কবিতা বেদখল, শুধু
রীতিনীতি করে রাজ।
continue reading
Likes Comments
০ Shares

কেতন শেখ

৮ বছর আগে লিখেছেন

অশ্লীল

বুকের ভেতর আগুন,
হঠাত তোমার ফিরে আসায়
হৃদয় মরুতে ফাগুন।
 
উতলা চেতন কায়া,
সামাজিক ভুল অনিবার্য
নেই খোশনাম মায়া।
 
ভারসাম্যের জীবন,
বানোয়াট সব সুখ উপহাসে
এলোমেলো এই ক্ষণ।
 
বহু বছরের আপোষ,
এক মুহূর্তে করলো তুচ্ছ
অতৃপ্ত সেই রোষ।
 
তোমার দৃষ্টি শীতল,
অভিমানী চোখে জমিয়েছো তুমি
শত জনমের জল।
 
তবু আমি দেখি প্রেম,
সাজানো ছবির হারিয়ে যাওয়া
বর্ণিল সেই ফ্রেম।
 
সন্নিপাতের দেখায়,
ছাইচাপা সেই উষ্ণ স্মৃতিতে
কামাগ্নি সুধা জ্বালায়।
 
হতে পারে অশ্লীল,
তবুও তোমার আগমনে হলো
মন শরীরের মিল।
 
না হয় কিসের বাঁচা!
হিসেব ভুলের কোন প্রহসনে
সংসার তালে নাচা ?
 
অশালীন হোক চাওয়া,
তবুও তো হোক শেষবার সেই
হারানো নিজেকে পাওয়া।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - ডাস্টবিনে কাক

    পৃথিবীর রূপ দেখতে পেলাম ......

    - তামান্না তাবাসসুম

    সুন্দর emoticons

কেতন শেখ

৮ বছর আগে লিখেছেন

কামনা বিলাস

 
স্বপ্ন থাকুক মেঘের সাথে
বৃষ্টি ঝরুক আমার হাতে,
স্বপ্নহীনের তৃষ্ণা ভেজাক
রোদ ছায়া আর তারার রাতে।
 
অভিলাষ হোক বালির পাহাড়
রাত্রি সুধায় মাখুক নীহার,
দ্বিধা জমাট পংক্তিরা হোক
নিষিক্ত গান কণ্ঠে আমার।   
 
বিশ্রামে যাক সংখ্যাগুলো
আবেগ মুছুক হিসেব-ধূলো,
নিরবয়ব ভাবনাতে হোক
যুক্তি সূত্র এলোমেলো।
 
ইচ্ছে ভাসুক ঝরনাধারায়
ইন্দ্রধনু নয়ন তারায়,
অতল আশার শৈবলিনী
নিত্য ডুবাক ভাসাক আমায়।
 
শ্বেত কাগজে ইচ্ছেমতো
লিখছি মনের খেয়াল যতো,
কাব্য না হয় সৃষ্টি আমার
জীবন যদি এমন হতো!
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - এই মেঘ এই রোদ্দুর

    বাবা ছিলেন অনেকটা আল্লার মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম

     

    এটুক ছাড়া পুরো কবিতা ভাল লাগল

     

    শেয়ার করার জন্য ধন্যবাদ

    • - হিমু বৌখ্রি

      emoticons

কেতন শেখ

৮ বছর আগে লিখেছেন

সে

সে
 
কেতন শেখ
 
তুমি যাও যতোই দূরে
পাবে তাকে ততোই কাছে,
তোমারই ভেতরে কোথাও
সে যে লুকিয়ে আছে।
 
তুমি যতো জমাও বিষাদ
সুখ তার ততোই পরম,
তোমারই অশ্ম চেতনে
সে মাখায় স্নেহের নরম।
 
তুমি পুষো যতোই ঘৃণা
প্রেম তার ততোই বাড়ে,
তোমারই রোষের ক্ষারে
সে আদর কাঠি নাড়ে।
 
তুমি যতো অসুর পিশাচ
তার মাঝে ততোই মানুষ,
তোমারই কৃষ্ণ গগনে
সে উড়ায় রঙীন ফানুস।
 
তুমি ঢালো যতোই কষ্ট
হাসি তার ততোই সাদর,
তোমারই আর্দ্র ক্লেশে
সে বিছায় রোদেলা চাদর।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - এই মেঘ এই রোদ্দুর

    অভিনন্দন সকল বিজয়ীকে........

    • - এ.টি. নূর শেখ লিটা

      অভিনন্দন সকল বিজয়ীকে......... অনেক অনেক শুভেচ্ছা মেঘপু তোমাকে। emoticons

    - সুমন সাহা

    সকল বিজয়ীকে অসংথ্য অভিনন্দন।

    শুভকামনা সকলের জন্য অনিঃশেষ।

    • - সুমন সাহা

      আমার লেখাতে যেসকল প্রিয় সহব্লগারগণ ভোট করেছেন তাদের সকলকে হৃদ্যতা ও কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় বিচারকমন্ডলীর প্রতিও রইলো আমার একান্ত ব্যক্তিগত কৃতজ্ঞতা।

      সকল সহব্লগার, পাঠক এবং এই আয়োজনের সহিত জড়িত সকলের প্রতি রইলো অকুন্ঠ ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা।emoticons

    • Load more relies...
    - আলমগীর সরকার লিটন

    সকল বিজয়ীকে  অনেক অনেক অভিনন্দন।

    Load more comments...
Load more writings...