Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তানজিমুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

“কবিদের প্রস্থান”

হাসি মুখে প্রতিমা বিসর্জনের আনন্দ, মুক্তি দায় কালিমা ।
অন্তর্ঘাতে যদি গুড়িয়ে দেয়া যায় প্রিয় ফুলদানি,
তাতে নিজের ক্ষতি হলেও, মুক্তি পায় বিষাক্ত ফুল ।
যেখানে বুঝা না বুঝার ভান,মানবীর- চিরদিনের ;
সেখানে শ্রদ্ধার বাচনিক ভঙ্গি,অনেকটাই- পঙ্গু ।
'বিভ্রান্তি, বলতে যা বুঝায় তা নয়,
একটা প্রধাণ 'ভাবাবেগ,
শেষের কবিতার সুনিশ্চিত প্রস্থানের পূর্বাভাস যদি হয় ঠিক, তবে,
বিদায়ের শোক সুনিশ্চিত
বায়বীয়,
অষ্পষ্ট,
মৃদু সন্দ্ধ্যার মত ।
আজ, এক-দুই করে ফেলে আসা ছোট সন্ধ্যার অতীত,
তার দ্বায় ভার কম নয় ।
সুললিত ছন্দে গড়ে ওঠা
এক সম্পর্কের পটভূমিকায়
আমরা- এক প্রলম্বিত ছায়া,
চিরন্তন আকৃতি,
কোন কৃত্রিম উপাখ্যান নয় ।

Likes Comments
০ Share

Comments (0)

  • - জাকিয়া জেসমিন যূথী

    য়ানকমন শিরোনাম। ভাল্লাগলো। এবং শুভকামনা জানালাম।