Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তানজিমুল ইসলাম

৯ বছর আগে লিখেছেন

বন্ধু বনাম ভার্চুয়াল সম্পর্ক

      

আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু।প্রায় দু’বছর ধরে আমেরিকা যাবার তোড়জোড় শুরু করেছে।অবশেষে,দু’দিন আগে VISA পেলো।VISA পাবার দিন ঠিক রাত দেড়টায় আমাকে ফোন দিয়ে বলল-“Ticket কাটা হয়ে গেছে।১৭ তারিখ বিকেল ৫টায় ফ্লাইট।আমি চলে যাচ্ছি”

লক্ষ্য করলাম কথা বলার সময় তার গলা কাঁপছে।আমি নিজেকে সামলে নিলাম আর কিছু ভার্চুয়াল কথা বললাম।যেমনঃ”ধ্যুত,এটা কোনো ব্যাপার না।globalization এর যুগে আমেরিকাতো ঘরের কাছে|web cam এ কথা হবে,viber এ call দিবি,আর facebook তো আছেই।ইত্যাদি ইত্যাদি…


ফোনটা রেখে ভাবলাম,ফেইসবুকে কি আমরা একসাথে বসে চায়ের দোকানে আড্ডা দিতে পারব!রাস্তায় দেখা হলে কি web cam এ পিঠ চাপরে বলতে পারব ‘দোস্ত’ কেমন আছিস!ইচ্ছে করলেই কি পারবো সেই ছোট-খাটো বিষয় নিয়ে internet এ ঝগড়া করতে!কিংবা নয়-ছয় বলে বন্ধুর পকেট ফাঁকা করতে!

তারপরও,বছরের পর বছর বন্ধুকে miss করার মাত্রা শূন্যতায় পৌছনের চেয়ে এইটুকু কি better নয় যে-facebook এ একটু hi-hello করতে পারবো?সুন্দর মুহুর্ত গুলোকে বন্ধুর সাথে share করতে পারবো?হোকনা প্রতিবিম্ব!বন্ধুর স্থির চলাচলতো দেখতে পাবো...

তবুও,বিশ্বায়নের দৌড়ে পৃথিবী যখন রুপ নিয়েছে একটি ছোট্ট গ্রামে,সেখানে যারা ভার্চুয়াল সম্পর্ক নিয়ে সন্তুষ্ট-আমি বরাবর তাদের বিপক্ষে।আমার সপক্ষের যুক্তি আমার জানা নেই,তবুও।

পুনশ্চ:ঠিক করেছি,মাস অন্তর অন্তর বন্ধুকে একটি করে চিঠি লিখবো।

Likes Comments
০ Share