Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কালের সময় সাধারন নীক

৮ বছর আগে লিখেছেন

নতুন এক ইতিহাস গড়লো গত কাল

নতুন এক ইতিহাস গড়লো গত কাল । আমাদের অনেক বছর ধরে ঝুলে থাকা সীমান্ত সমস্যার সমাধান হয়েছে ।প্রথমবারের মতো ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ও ২২টি চুক্তি সমঝোতা স্মারক এমওইউ এবং দলিল স্বাক্ষরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদি । ভারতের এই প্রধানমন্ত্রী ৪১ বছরের পুরনো স্থলসীমান্ত সমস্যার সমাধান করে সত্যিই যেন বাংলাদেশের মন জয় করলেন । স্থল সীমান্ত চুক্তির মতোই তিস্তা এবং ফেনী নদীর পানি বণ্টনের বিষয়েও আশ্বাস দিয়েছেন মোদি । এ ছাড়াও বাংলাদেশকে ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণাও দিলেন তিনি ।
আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ পতাকা উড়িয়ে ঢাকা শিলং গুয়াহাটি এবং কলকাতা ঢাকা আগরতলা বাস উদ্বোধন করেন । শেখ হাসিনা নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও ভারতের পররাষ্ট্রসচিব ড. এস জয়শঙ্কর দুই দেশের মধ্যে ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি ও ২০১১ সালের প্রটোকল অনুসমর্থন এবং এটি বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে দুটি দলিল স্বাক্ষর ও বিনিময় করেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বলেন স্বাধীনতার ৬৮ বছর পরে আমার ছিটমহলের ভাইবোনেরা নতুন করে স্বাধীন হলো । সবাইকে অভিনন্দন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে গতকাল শনিবার সকালে ঢাকায় আসেন । এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি এবং জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান । বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমে একান্ত বৈঠক করেন নরেন্দ্র মোদি । পরে তাদের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠকের পর তারা দুজন গণমাধ্যম ও... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

কালের সময় সাধারন নীক

৮ বছর আগে লিখেছেন

গল্প শেষ ফেরা হলো না।

সুমন শহরে থাকে ।সুমনের মা বাবা থাকে গ্রামের বাড়িতে।সুমনের শহরে ছোট ব্যবসা কিন্তু তার স্বপ্ন অনেক বড় । সুমনের মনে অনেক স্বপ্ন একদিন সে বড় লোক হবে তার পর সে একজন সুন্দরি পাত্রী দেখে বিয়ে করবে । তাই সুমন দিন রাত অনেক পরিশ্রম করতে শুরু করলো তার লক্ষ একটাই যে করেই হোক তাকে অনেক বড়লোক হতে হবে ।
সুমন বেশ কিছুদিন হয়েছে শহরে এসেছে অনেক দিন হয় সে বাড়িতে যায়নি।সুমনের মা বাবা শহরে আসলো সুমনের ভালোমন্দ জানার জন্য। সুমনের মা বাবা এখানে এসে সুমনের পরিশ্রম করতে দেখে কিন্তু তাতে তার
কোন সুফল দেখে না তাই মা বাবা চিন্তে করলেন ছেলেকে এবার বিয়ে করিয়ে ঘরে একজন সুন্দরি শিক্ষিত বউ আনবেন ।হয়ত বিয়ের পরে ছেলের কিছু উন্নয়ন হতে পারে ।
তাই একদিন বাবা মা সুমনকে বিয়ের কথা বললে সুমন বললো আর কতা দিন আমাকে সময় দেও মা বাবা বললো ঠিক আছে তোমাকে সময় দিলাম তবে এ সময় বেশি দিনের না তোমাকে ছয় মাসের ভেতরে বিয়ে করতে হবে ।
সুমন চিন্তা করলো সে বিয়ে করার আগে একটি বাড়ি কিনবে যাতে করে সে বিয়ে করার পরে বউকে নিয়ে নিজের বাড়িতে উঠতে পারে ।সুমন ছয়মাসের ভিতরে ভালো ব্যবসা করে সে একটি বাড়ি কিনল।এবার মা বাবা
তাকে বিয়ে করিয়ে দিল ।
সুমনের একটি সন্তান হলো ।সুমন আবার ব্যবসায় এত মনযোগি হলো যে কারনে সুমন ঘরে স্ত্রী সন্তান কাউকে ঠিক মত সময় দিতে পারতো না।
আর এ নিয়ে সুমনের স্ত্রীর সাথে প্রায় সময় কথা কাঁটাকাঁটি ও ছোট ঝগড়া হতো ।তার স্ত্রীর সন্তানের কথা সুমন কেন তাদের সময় দেয়না আর সুমনের কথা তার আর বড় হতে হবে।
বেশ কিছু দিন এভাবে... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - টি.আই.সরকার (তৌহিদ)

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নক্ষত্র ব্লগের এই "সৃজনশীল লেখা প্রতিযোগিতা ২০১৫" আয়োজন সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো ! আশা করি সঠিক নিয়মনীতির বাস্তবায়নের মাধ্যমে একটি সফল প্রতিযোগিতা দেখতে পাব । পাশাপাশি অনেক সৃজনশীল লিখার পাঠক হওয়াটাও কম আনন্দের নয় ! শুভ হোক এই পথে পথ চলা ! emoticons

    - খোন্দকার শাহিদুল হক

    লেখকদের মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার এ মহতী প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি।

    - সোহেল আহমেদ পরান

    সুন্দর উদ্যোগ। নক্ষত্রকে ধন্যবাদ। 

    সুষ্ঠু, সুন্দর ও সফল বাস্তবায়ন প্রত্যাশা রইলো।

    শুভকামনা emoticons

    Load more comments...

কালের সময় সাধারন নীক

৯ বছর আগে লিখেছেন

মন বলে ওরে প্রেম যে চির অমৃত সে যে চিরঅমর ।

ওরে যে দৃর্শ্য আমি দেখতে চাইনিরে,
আমায় সে দৃর্শ্যই দেখতে হলোরে ।
কেমনে বুঝাই মনটারে হলে চলে যাওয়ার সময়,
আর যায়ণা ফিরে আসা,
আলো রেখে অন্ধকারেই বাঁধতে হয় চিরদিণের সে বাসা ।
থাকে মনে যত মায়া মমতা,
সব হয়ে যায় সত্যয় না দেখার পরআত্মা ।
ভাবে বসে মন আর আমি আমার অন্তর,
বিধি মনে যখন প্রেমই দিলে,
সেখানে কেনই বা আবার দিলে ফিরে না আসার খবর ,
মন বলে ওরে প্রেম যে চির অমৃত সে যে চিরঅমর । continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মামুন

    চমৎকার লিখেন আপনি!

    পংক্তিগুলোর অন্ত্যমিলগুলো দারুন অনুভূতি এনে দিলো। শুভেচ্ছা কবি!emoticons

    • - এনামুল হক মানিক

      অনেক ধন্যবাদ মামুন ভাই, উদ্দীপনা পেলাম আপনার মন্তবে। ভালো থাকুন।

    - এ.টি. নূর শেখ লিটা

    কবিতায় কি জীবন নামক পাখির কথা বলা হয়েছে? ভাবার্থটা অনেক কঠিন। জীবন এর বিষয়, আচরণ নিয়ে ভাবার মত একটা কবিতা। যার অনেক কিছুই হয়ত বুঝিনি অথবা বুঝতে চেষ্টা করছি...............

    • - এনামুল হক মানিক

      ঠিকই ধরেছেন, আমি প্রাণপাখির কথাই বলেছি। শুভেচ্ছা নিবেন।

    - আলমগীর সরকার লিটন

    নতুনত্ব পেলাম দাদা

    ন- ধ্বনি ব্যবহার শব্দগুলো

    অনেক শুভ কামনা দাদা

    • - এনামুল হক মানিক

      ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকুন রিন্তর।

    Load more comments...

কালের সময় সাধারন নীক

৯ বছর আগে লিখেছেন

তোমার হাতে বাঁচন মরণ তুমিই সব এখন ।

প্রতিদিন নিয়মের বাঁধনে সাগরের শত স্রোতের মাঝে সূর্য উঠে ।
আমিও নিয়ম বেঁধে চাইযে শুধু তাকে ভাল বেসে যেতে ।
হোকনা সে চাঁদ অথবা কোন সূর্য কণ্যা ,
নয়তবা হবে সে রাজপুরীর কোন রাজ কণ্যা ।
সে যেই হোক,
নেই যে আমার কোন অভিযোগ ।
হতে পারে সে বোবা নয়ত কাণা
তাই বলে কি তার প্রেম করিতে আছে বারণ আছে কি মাণা ।
আর সকলের মনে মত আমার আছে ছোট একটি মন,
সেখানে প্রেম দিয়েছো যখন ,
মনের মানুষ দেওনা মিলিয়ে বিধি তখন ,
তোমার হাতে বাঁচন মরণ তুমিই সব এখন ।
 
continue reading
Likes Comments
০ Shares