Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Gazi Sazib

৯ বছর আগে লিখেছেন

রোমন্থন

বৃষ্টি ঝড়িয়েও আকাশ আসলে শান্তিতে থাকে না। খুব দম্ভের সাথে পুরো শহর ভিজিয়েও যখন সে দেখে তুচ্ছ মানুষ তার প্রতি ভ্রূকুটি না করে ঘুমিয়ে আছে পরম শান্তিতে চারকোনা বিছানায়---তখন সে তার অহমবোধ এর ঘোষনা দেয়! মেঘ বল্লরীর বজ্রনিনাদ ঝংকৃত হয়!
 
হঠাত করেই ঘুম ভেঙ্গে গেল আমার। মুখে পানির ছিটা এসে পড়ছে;নাহ এর জন্য ঘুম চটে যেতে পারে না... হাতের কাছে ঘড়িটাতে সময় দেখে পুরোপুরি জেগে উঠলাম! ''৭ জানুয়ারি আজ আর আমি কিনা...উজবুক একটা আমি'' অস্ফুট উচ্চারণে আমার মুখ বলে উঠে।
 
-'তোমার সময় সেন্স কি আসলেই নাই সজীব? টাইম ব্লাইন্ড নাকি তুমি? সেই কখন থেকে বসে আছি খোঁজ নাই খবর নাই... মোবাইল কি শোপিস হিসেবে রাখো নাকি?'
 
কথা গুলো কানে বেজে উঠে; কথাগুলো ফারাহর। যেখানে সে আছে ওখান থেকে এই কথাগুলো আসার কোন কারন নেই। ও আর আমার মাঝের দূরত্ব এখন কাগজে কলমে হিসাব কষে বের করা যাবে না......সময় মেপে বলা যাবে না......জাগতিক হিসেবের উর্ধ্বে আমাদের দুজনের দূরত্ব!
 
ফারাহর সাথে আমার পরিচয় ২ বছরের। ওর মাঝে সাঁতরে বেড়ানোর সময়কাল ৮ মাস! সময়টাকে আমি দু প্রস্ত সুতো দিয়ে ভাগ করে দিয়েছিলাম; এক প্রস্থ ফারাহর সাথে দেখা হবার পর......আরেক প্রস্থ ওর মাঝে ভেসে যাবার পর!
 
পুরো শরীরে পানি ঢাললাম...সফেদ তোয়ালে দিয়ে গা মুছে পরার জন্য কাপড় বের করলাম। আজকে একটা বিশেষ দিন;আমার আর ফারাহর কিউপিড আর সাইকে হয়ে উঠার অ্যানিভার্সারি! 
 
-'নীল স্ট্রাইপে তোমাকে কিন্ত মানায় ভালো'
-'কাহিনী সত্য নাকি জিম ক্যারি বানায়া ছাড়বা?' চোখ মটকে বললাম!
 
ফারাহর জোরাজুরিতেই সেই টি-শার্ট কিনতেই হয়েছিলো আমাকে! পরে প্রতিবার দেখা করার সময় নীল... continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - নাসরিন ইসলাম

    হুম