Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবু খায়ের আনিছ

৮ বছর আগে লিখেছেন

আমি পারবনা এই ছাপ্পান হাজার বর্গ মাইল ছেড়ে যেতে

অজস্র সম্ভবনার দুয়ার তুমি খুলে দিয়েছ আমায়
দিয়েছ অনেক রঙিন দুনিয়ার সোনালী স্বপ্ন
সুন্দর ভবিষ্যত আমায় হাত ছানী দিয়ে ডাকে
হাজার সহস্র মাইল দূরে, সুন্দর পৃথিবীর তরে
আমার কাছে আছে উন্মুক্ত দোয়ার বিশ্বের প্রান্তরে তবু
আমি পারবনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছেড়ে যেতে

হাজার লক্ষ কোটি সম্পদ তুমি এনে দিতে পারবে
সুন্দর সোভামন্ডিত শান্তির জীবন হয়ত আসতে পারে
কিন্তু ভোরের মিষ্টি দোয়েলে ডাক আমি শুনব কি করে
প্রভাতের সূয্য আমার চোখ রাঙাবে কি এমনি করে
আমি সব সহ্য করতে পারব এই বাঙলার বুকে শুয়ে তবু
আমি পারবনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছেড়ে যেতে।

আহা! এই খানে, আমার চোখ জুড়ায় সবুজের ঘাসে
ফসলের রাঙা মাঠে এমন করে কোথাও কি কৃষক হাসে
বিকেলের মাঠে এমন করে কোথায় যুবারা খেলা করে
তারুণ্যের জয় গানে কোথায় এমন প্রাণ নেচে উঠে
কোথায় এমন দিগন্ত লাল করে সূয্য যায় ঘুম ঘরে
আমি সব ছেড়ে দিতে পারব এই বাঙলার তরে তবু
আমি পারবনা এই ছাপ্পান হাজার বর্গ মাইল ছেড়ে যেতে
Likes Comments
০ Share

Comments (0)

  • - লাবিবা রাইহান

    মেঘ কেটেছে আঁধার হয়েছ দূর,গগনে চাঁদের হাসি 

    ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি । অনেক সুন্দর লিখেছেন।

    • - মো: মালেক জোমাদ্দার

      অনেক ধন্যবাদ লাবিবা রিহান , শুভেচ্ছা রইল । 

    - অর্বাচীন পথিক

    "মেঘ কেটেছে আঁধার হয়েছ দূর,গগনে চাঁদের হাসি 

    ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি "

    --- নতুন আর একটা আলোর দেখা পেলাম।

     ভাল লাগলো

    • - মো: মালেক জোমাদ্দার

      অর্বাচীন পথিক আপু অনেক অনেক শুভেচ্ছা রইল । কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

    - মামুন

    ভালো লিখেছেন মালেক ভাই। শুভেচ্ছা জানবেন।

    আমার গল্পটি পড়বার আমন্ত্রণ রইলো।emoticons

    • - মো: মালেক জোমাদ্দার

      মামুন ভাই ধন্যবাদ অবশ্যই পড়বো । শুভেচ্ছা 

    Load more comments...