Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনিক হালদার

৯ বছর আগে লিখেছেন

বন্ধু রুদ্রের জ্বালাময় স্ট্যাটাস ও নতুন বই

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে সুপ্রিয় বন্ধু Aneek Halder এর কবিতার বই " উৎসর্গ জলান্তিকে " । শুদ্ধস্বরের ১৭৪,১৭৫,১৭৬ নং স্টলে শীঘ্রই পাওয়া যাবে অসাধারণ এই কবিতার বইটি।
এখানে কবি এবং কবিতা নিয়ে কিছু কথা না বললেই না। কবি বন্ধু অনিক, ঝিনাইদহের কালিগঞ্জে বড় হওয়া। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ণ বিভাগে পড়াশোনা। বন্ধুত্বটার শুরু সেখানেই। সারাবিকেল একসাথে হেঁটে বেড়ানো, চা খাওয়া, ছবি আঁকা।
এরকমই একদিন শীতের রাতে অনিক বললো,
যে উষ্ণতার কারণে যুদ্ধে যেতে পারিনি...
পরের লাইনটা আমি বলে ফেললাম,
সে উষ্ণতা আজ চায়ের কাপে বন্দী....
 অনিকের কবিতার সবচেয়ে শক্তিশালী জায়গাটা হচ্ছে চিত্রকল্প। সমকালীন ভাবনা, চারপাশ, জীবন সবকিছু কবির ভাষায় যেন জীবন্ত চিত্রকলা হয়ে ওঠে। সহজ ভাষা, সহজ চিন্তা, সহজ রঙে ফুটে উঠে ওর কবিতায়।
" তুই আমি আমরা কেউ তৈরি থাকি না
তৈরি হই প্রেমে জলে এবং কাদায় " - অনিক হালদার
কবির এই সহজ কথাটা যতটা সহজে লিখা যায়, পড়া যায় কিংবা পড়ে ভাবা যায়, ততটা সহজে কিন্তু কথাটা বলা যায়না। আমাদের এই সময়ের সাথে তৈরি হওয়াটা খুবই সাধারণ, কিন্তু তা আমাদের অন্তরালেই হয়, তাই হয়ত আমাদের জানা হয়না নিজের সৃষ্টি হওয়ার গল্পটা।
কবিবন্ধুর সাথে আড্ডা দিতে দিতে একদিন কবি বলল,
" বাঙালী
তুমি এখনও পশুপালনে মত্ত
আগুন জ্বালানো শেখা ঢের বাকি "
আমি প্রতিবাদ করতে গিয়েও থেমে গিয়েছিলাম। মনে হল এমন অপ্রিয় সত্য বহুকাল কেউ বলেনি। কবিতাকে সাহসী হতে হয়, সত্যের বার্তাবাহক হতে হয়। সবচেয়ে গোপন গল্পটি আঁকা হয় কবির কবিতায়।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা ভগ্ন শব্দের অর্থ কি

অনিক হালদার

৯ বছর আগে লিখেছেন

প্রকাশিত হচ্ছে "উৎসর্গ জলান্তিকে"<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;" />প্রাপ্তিস্থানঃ শুদ্ধস্বরের ১৭৪,১৭৫,১৭৬ নং স্টল । সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ,অমর একুশে গ্রন্থমেলা ২০১৫। <img src="/uploads/users/3514/original/53662_50009_10519.jpg" />

Likes Comments

অনিক হালদার

৯ বছর আগে লিখেছেন

চার বছর পর

চারবছরপর
 
ভাবাচ্ছে এই পথ ঘাট নদী
চার বছর পর আবার দেখা
জিগ্যেস করলো - কীরে বেঁচে আছিস
আমি কিছুই বলিনি , শুধু চেয়ে থাকি
শেষ দিনের আলোর মতো মুখ
আমি কিছুই বলিনি , বলার ছিল কি?
এরকম ভবিষ্যৎ আমার নিয়ন্ত্রণে না,  চার বছর পরেও থাকে না
তখনো একবার দেখা হলে প্লিজ জিগ্যেস করো
বেঁচে আছি কিনা?
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    emoticons

    • - পিয়ালী দত্ত

       ধন্যবাদ 

    - বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

    চমতকার emoticons

    • - পিয়ালী দত্ত

      অসংখ্য ধন্যবাদ 

অনিক হালদার

৯ বছর আগে লিখেছেন

শুদ্ধস্বর থেকে প্রকাশিত হতে যাচ্ছে আমার বই 'উৎসর্গ জলান্তিকে'

 
       উৎসর্গ জলান্তিকে
 
শুধু তোর চোখ দেখলেই বাইশ বছর জীবনযাপনের অতৃপ্ততা ,ক্লান্তি আর বিষন্নতা ভুলায়ে দেয়
নতুন করে বাচঁতে ইচ্ছা করে এইখান থেকে
কাজলটানা চোখ কখনও ঘন মেঘলা অন্ধকার
হঠাৎ আকাশে বিদ্যুতের মত স্ফটিক
মনে হয় শীতের শ্যাওলা সমুদ্র অথবা গরুর নিথর চোখের মত শান্ত
যার গভীরতা তুই,
যদি কখনও সত্যিকারে ভালবাসিস
তোর হাত ধরে বিকেলের আকাশ দেখবো মেয়ে
তবুও অসম্ভব তুই
শুধু অনুভব থেকে যায় স্মতিতে অথবা
তুই আমি আমরা কেউ তৈরি থাকিনা
তৈরি হয় প্রেমে জলে অথবা কাদায়
                    ২০১০-১১
continue reading
Likes Comments
০ Shares

অনিক হালদার

৯ বছর আগে লিখেছেন

কবিতা -৩

কোথাও কেউ নেই
ল্যামপোস্টের নিচে ত্রীব আলোর করুণ ঝোক
মাথা চারা দিয়ে আমাদের শিশ্ন
নারীর হৃদয় শুষ্ক, শুষ্ক শরীর
একবার আলো দেখবার শখ হল-
বিশাল সূর্যের নিচে দিগম্বর হয়ে একা
সকল স্ফটিক রঙ্জক রেখা তাতাল
অতঃপর কৃতদাস আর কৃতবাসের দরুন চেনাজানা
                     শাহবাগ,১০
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...