Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাল বৈশাখী ঝড়

৮ বছর আগে লিখেছেন

কানাডার সাস্কাতুনে বিজয় দিবস উদ্‌যাপিত

    যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুনে বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচেওয়ানের (বিকাশ) নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সেন্ট পল ইউনাইটেড চার্চে ২৭ ডিসেম্বর রোববার এই অনুষ্ঠান উদ্‌যাপিত হয়।
বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এবার সাস্কাতুনে বসবাসরত তিনজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই তিন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। তাদের বিকাশ বিশেষ মুক্তিযুদ্ধ সম্মাননা স্মারক পদক প্রদান করে। যারা এই স্মারক গ্রহণ করেন তারা হলেন; মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম, বদরুল আলম দেওয়ান ও নিশীথ রঞ্জন দত্ত।
অনুষ্ঠানে প্রথমে মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালনের পর সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। শুরুতে সদ্যবিদায়ী সভাপতি আবুল হোসেন নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর শুরু হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গল্প নামের একটি বিশেষ পর্ব।
নুরুল হুদা পলাশের সঞ্চালনায় এই পর্বে সাস্কাতুনে বসবাসরত তিনজন মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম, বদরুল আলম দেওয়ান ও নিশীথ রঞ্জন দত্ত এবং মুক্তিযুদ্ধের কয়েকজন প্রত্যক্ষদর্শী নুরুল আমিন চৌধুরী (বিকাশের প্রতিষ্ঠাতা সভাপতি), খলিলুর রহমান (বিকাশের প্রাক্তন সভাপতি), অধ্যাপক জীবন পোদ্দার ও ফেরদৌস আলম তাদের বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পটভূমি ও মুক্তিযুদ্ধের সময়কার খণ্ড খণ্ড গল্প এবং তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
তিনজন মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ স্মারক সম্মাননা পদক প্রদান করেন নুরুল আমিন চৌধুরী, খলিলুর রহমান ও সংগঠনের সভাপতি জাকির হোসেন। বিকাশ প্রথমবারের মতো এবার সাস্কাতুনে বসবাসরত বাংলাদেশিদের মধ্য থেকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরীকে বিশেষ... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    emoticons

    - মাইদুল আলম সিদ্দিকী

    emoticons

কাল বৈশাখী ঝড়

৮ বছর আগে লিখেছেন

বুঝিনি কিছু

আমি কাঁদছি কেনো?
তোমার অসার দেহটার কথা ভেবে
যাতে কয়েক ঘন্টা আগেও
বেশ ঢেউ ছিল
খাঁচার পাখিটাও বেশ
চুপচাপ ছিল।
এই চুপচাপ থাকা কি চলে যাওয়ার
পূর্বাভাস ছিল?
কানের কাছে সুধালেও পারতো
আমি চলে যাবো . . .
আমায় তোমরা বিদায় দাও।
আমায় রেখো মনে,
আমি জেগে থাকবো সাহিত্য সম্ভারে।
সে কিছু বলে যায়নি . . .
পর্বতের কোল ঘেঁষে ঝর্ণা ঝরে,
কেনো দেখলোনা সে?
বুঝলোনা সে
সে কি আজকের জন,
একদম অবুঝ শিশু ছিলো?
আমি চললাম কথাটা কি -
সে বলে ছিলো! 
নাকি আমি কি বুঝতে পারিনি?
নাকি আমি বুঝতে চাইনি?
এতো দ্বিধা-দ্বন্দ কেনো আমাদের মাঝে,
একেই কি বলে জগতের নীলা?
নাকি বাঁচা মরা শুধুই ছলনা। continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - মাসুম বাদল

    emoticons

    • - কবীর কবীর

      emoticons

    - সুমন সাহা

    অনেক ভালো লাগলো লিখাটি। emoticons

    • - কবীর কবীর

      অনেক ধন্যবাদ ভাইজান। 

কাল বৈশাখী ঝড়

৮ বছর আগে লিখেছেন

মহাদেব সাহার জীবনী

মহাদেব সাহা (জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি।

মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি।
কাব্যগ্রন্থঃ
এই গৃহ এই সন্ন্যাস (১৯৭২) মানব এসেছি কাছে চাই বিষ অমরতা কী সুন্দর অন্ধ তোমার পায়ের শব্দ তবু স্বপ্ন দেখি সোনালী ডানার মেঘ পৃথিবী তোমাকে আমি ভালোবাসি কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু, শুকনো পাতার স্বপ্নগাঁথা দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই দুঃখ কোন শেষ কথা নয় ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময় লাজুক লিরিক-২ দূর বংশীধ্বনি অর্ধেক ডুবেছি প্রেমে - অর্ধেক আধারে কালো মেঘের ওপারে পূর্ণিমা সন্ধ্যার লিরিক ও অন্যান্য মহাদেব সাহার রাজনৈতিক কবিতা (কাব্য-সংকলন) মহাদেব সাহার প্রেমের কবিতা (কাব্য-সংকলন) মহাদেব সাহার কাব্যসমগ্র (কাব্য-সংকলন) - ১ম খণ্ড, ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড, মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা (কাব্য-সংকলন) প্রেম ও ভালবাসার কবিতা (কাব্য-সংকলন) নির্বাচিত ১০০ কবিতা (কাব্য-সংকলন) নির্বাচিত একশ (কাব্য-সংকলন) প্রকৃতি ও প্রেমের কবিতা(কাব্য-সংকলন)
প্রবন্ধঃ
আনন্দের মৃত্যু নেই মহাদেব সাহার কলাম কবিতার দেশ ও অন্যান্য ভাবনা মহাদেব সাহার নির্বাচিত কলাম
শিশুসাহিত্যঃ
টাপুর টুপুর মেঘের দুপুর ছবি আঁকা পাখির পাখা আকাশে ওড়া মাটির ঘোড়া সরষে ফুলের নদী আকাশে সোনার থালা মহাদেব সাহার কিশোর কবিতা (সংকলন)
মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেদদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    সালাম!!! 

    কবিকে ; আপনাকেও... emoticons

    • - প্রলয় সাহা

      কবির জন্য আজীবন শ্রদ্ধা ও ভালোবাসা। আর আপনাকে অভিবাদন দাদাভাই। emoticons

কাল বৈশাখী ঝড়

৮ বছর আগে লিখেছেন

উৎপাটন হোক সমূলে

আগাছার উৎপাটন হোক সমূলে 
নচেৎ ও' ও'র কর্ম করেই যাবে তলে তলে 
দৃশ্যত তুমি টের পাবার আগেই 
বিশ্বাস অবিশ্বাসের কোনো বালাই এখানে থাকতে নেই 
যে যার কর্ম করবেই 
সুতরাং তুমি উচিৎ কর্মটিই করো 
দ্বিধাহীন চিত্ত্বে ... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর কবিতার শেয়ার করার জন্য

    অমংথ্যা ধন্যবাদ জানাই আর শুভেচ্ছা নিয়েন

কাল বৈশাখী ঝড়

৮ বছর আগে লিখেছেন

রুপকথা শুনে শুনেই যদি

রূপকথা অলীক বলেই জানি 
তবু- 
বাল্য কালে শোনা সেই 
কল্প ও গল্প কথামালাকেও 
কেনো জানি বিশ্বাস করতে খুব ইচ্ছে হয় 
খুব নিরব হয়ে গেলে চারিপাশ 
একলা হলে খুব 
খুব ইচ্ছে করে আহা 
বাল্যকালের মতো রুপকথা শুনে শুনেই যদি 
পার করা যেতো সারাটা জীবন... continue reading
Likes Comments
০ Shares
Load more writings...