Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘ বলেছে যাব যাব

৮ বছর আগে লিখেছেন

যে সকল কারনে নামায ভঙ্গ হয়

যে সকল কাজ দ্বারা নামায নষ্ট হয, তাহাকে মোফছেদাতে নামাজবলে । ঐরূপ কাজ করিলে নামায পুনরায় পড়িতে হয় । যে কারণে নামাজ নষ্ট হইয়া যায় । ১) নামাযের মধ্যে আজান্তে, ভ্রমে, ইচ্ছায় বা অনিচ্ছায় কথাবার্তা বলা । ২) কাহাকেও ছালাম করা । ৩) ছালামের উত্তর দেওয়া । ৪) উঃ আঃ শব্দ করা । ৫) বেদনা অথবা শোকে শব্দ করিয়া ক্রন্দন করা । ৬) বিনা ওজরে কান্না । ৭) নামাযের কোন ফরয ত্যাগ করা । ৮) ছতরের একচতুর্থাংশ পর্যন্ত কাপড় আলগা হইয়া যাওয়া । ৯) কোরান শরীফ খুলিয়া পড়া । ১০) নাপাক স্থানে সেজদা করা । ১১) হাচির উত্তরে ইয়ারহামুকুমুল্লাহবলা । ১২) পানাহার করা । ১৩) প্রত্যেক রোকনে দুইবারে অতিরিক্ত চুলকান । ১৪) সুসংবাদে আলহামদুলি্লল্লাহএবং দুঃসংবাদে ইন্নালিল্লাপড়া । ১৫) ইমামের পূর্বে মোক্তাদির কোন রোকন্ আদায় করা । ১৬) নামাযের মধ্যে অতিরিক্ত কাজ করা ।
Likes Comments
০ Share

Comments (0)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম... !!! 

    • - ডাস্টবিনে কাক

      তীরে এসে স্টিমার একদম শান্ত
      অবশেষে জাহাজি -
      নিজেকে চিনে এক ভয়ংকর রূপে ।।

      ভালো লাগলো । 

    • Load more relies...