Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বুনোটের ঘুলঘুলি

৯ বছর আগে লিখেছেন

ভ্রমণে বের হওয়ার আগে যা করণীয়

ভ্রমণ বিলাসীরা মুলত সারা বছরই ভ্রমণে বের হন। তবে সবচেয়ে বেশী ভ্রমণ করেন শীত কালে।  অনেকেই ভ্রমণের আগে প্রস্তুতি সম্পর্কে বেশ সচেতন। কিন্তু যারা অন্যের দেখাদেখি হুটহাট করেই বের হয়ে পড়েন তারা স্বভাবতই বেশ ঝামেলায় পড়েন। ভ্রমণে বের হওয়ার পর কোন রকম সমস্যা হলে উপস্থিত হয়ত কোন না কোন সমাধান করা যায় কিন্তু তাতে ঘাটতি পড়ে আনন্দে। পাশাপাশি যারা সাথে থাকেন তারাও বেশ ঝামেলা পোহাতে থাকেন। ফলে ভ্রমণের পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। তাই ভ্রমণে বের হওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় জেনে বের হলে পুরো ভ্রমণটাও আনন্দময় হতে পারে।
 
আসুন জেনে নেই প্রয়োজনীয় বিষয়গুলো;_ 
 
বের হওয়ার আগে জেনে নিন কোথায় যাচ্ছেন। সেখানকার বর্তমান আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক অবস্থা সম্পর্কে ভাল ভাবে খোঁজ নিন। সেই অনুযায়ী পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য বিষয়াদি নির্বাচন করুন।
 
ভ্রমনের আগে পরিবহন সম্পর্কে নিশ্চিত হউন। অগ্রীম টিকেট কেটে নিবেন। সম্ভব হলে ফিরতি টিকেট নিশ্চিত হয়ে নিন।
 
রাতে কোথায় থাকবেন তা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। প্রয়োজনে আগে থেকেই থাকার জায়গা ঠিক করে ফেলুন। সঙ্গে যেহেতু নগদ টাকা সহ দামী জিনিস থাকতে পারে সেজন্য অবশ্যই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনুন।
 
প্রয়োজন না হলে দামী মোবাইল, ট্যাব বহন না করাই ভালো। যাওয়ার সময় অবশ্যই এগুলো চার্জার সাথে করে নিয়ে যাবেন। সব জায়গায় বিদ্যুত পাবেন এমনটা নাও হতে পারে। এছাড়া চার্জ দেওয়ার জন্য যাতে সময় ব্যয় করতে না হয় সে জন্যপ্রয়োজনে পোর্টেবল চার্জার সাথে করে নিয়ে যাবেন।
ভ্রমণ মানেই আবহাওয়া পরিবর্তন। খাবার দাবারের পরিবর্তন। যারা যে স্থানের পানি এবং খাবার খেতে পারেন তাদের জন্য কোন সমস্যা নেই কিন্তু যারা পারেন না... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - মুহাম্মাদ আরিফুর রহমান

    শুভ কামনা রইলো।

    • - সুলতানা সাদিয়া

      ধন্যবাদ।

    - নুসরাত জাহান আজমী

    তবুও বৃষ্টি নামুক। সব দুঃখ ধুয়ে নিয়ে যাক.. ঝকঝকে সুখের দিনগুলা ফিরে আসুক সবার জীবনে।
    ভালো যেন থাকা হয় আপু। emoticons

    • - সুলতানা সাদিয়া

      ধন্যবাদ। তুমিও ভালো থেকো।

বুনোটের ঘুলঘুলি

৯ বছর আগে লিখেছেন

আজ ধরায় নেমেছি, তোমাদের সাথে পথ চলিতে

Likes Comments