Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইসমাইল জসীম

৯ বছর আগে লিখেছেন

দুইটি গোলাপ

মনের অজান্তে দেখি এক উন্মুক্ত বাগান
পাশাপাশি ফুটে আছে দুইটি গোলাপ,
কী অপরূপ লাবণ্য, লজ্জায় মুখ হয় লাল
ক্ষমা করো দয়াময় প্রভু যদি হয় পাপ।
চেয়ে থাকি অপলক মুগ্ধ নয়ন আমার 
একি ফুল ফোটালে তুমি ওগো মালিনী,
জিজ্ঞাসিনু কী যেন নাম ছিলো তোমার 
মৃত্তিকা, মালতী, শিলা নাকি শালিনী?
জেদ্দা/২৫আগস্ট২০১৪ continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    আবৃত্তি নিয়ে বলার সাহস নেই। যূথী আপু দারুণ লিখেছেন।emoticons

    • - জাকিয়া জেসমিন যূথী

      যূথী আপু দারুন লিখেছেন জেনে খুব খুশী হোলাম।

    - জাকিয়া জেসমিন যূথী

    অনেক ভালো লাগলো জেনে। আমার কবিতা শেয়ার দিয়েছেন জেনে খুব ভালো লাগলো।

ইসমাইল জসীম

৯ বছর আগে লিখেছেন

বিষ্টি হলে ভালো ( প্রতিযোগিতা)

নীল আকাশে মেঘ করেছে কালো
এমন সময় বিষ্টি হলে ভালো।
বিষ্টি হলে পরে -
যায় না থাকা ঘরে।
পাখিরা আজ ভিজেই একাকার;
ভিজলে ভিজুক পাখির ছানা
তুলতুলে তার ছোট্ট ডানা
কিনতু তাতে কী এসে যায় কার?
সময়ও নেই খুব বেশি ভাববার।
বিষ্টি দারুন বাজনা বাজায়
টাপুর টুপুর টিনের চালে
কর্ণফুলি হারিয়ে যায়
উথাল পাতাল ঢেউয়ের তালে । 
বিষ্টি হবে বিষ্টি হবে 
বিষ্টিতে আজ বন্যা হবে
বললো দাদু আজ সকাল
শঙ্ক নদীর ঢেউয়ের বুকে 
পালের নৌকা টালমাটাল 
নীল আকাশে মেঘ করেছে কালো
এমন সময় বন্যা হলে ভালো
বন্যা হলে পরে;
কলা গাছের ভেলায় চড়ে 
ঘুরবো সারাক্ষণ, 
সাত সমুদ্দুর পেরিয়ে যাবো 
যেখানে যায় মন।  continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আসাদ ইসলাম নয়ন

    ভালো লাগলো ।

ইসমাইল জসীম

৯ বছর আগে লিখেছেন

এক মুঠো রোদ্দুর

মরুর তপ্ত বালুকায় গায়ে মেখে এক মুঠো রোদ্দুর
অভিবাসি মন থাকে নাড়ীর সীমানায়, দূর বহুদূর।
আরব্য রজনীর দেশ লেগে আছে গায় 
সেই পুরাতন সভ্যতার কামজ আঁচড়।

ভালোবাসা কড়া নাড়ে দরজার
বিরহরা ঊঁকি দেয় জানালায়।
বীজবুনি শব্দের ফসল ফলায় কবিতার।

স্বপ্নের সিঁড়ি বেয়ে যেতে যেতে-
স্বপ্ন থেমে যায়  মাঝ পথে।
এভাবেই চলে প্রবাসের যাপিত জীবন। 
continue reading
Likes Comments
০ Shares

ইসমাইল জসীম

৯ বছর আগে লিখেছেন

আগুন

তুমি অঞ্জনা নাকি সুরঞ্জনা 
মিতালি নাকি চৈতালি? 
আমার কষ্টে তোমরা  পারো 
দিতে হাত তালি!


তোমরা তো ছিলে সুখের দিনে 
কাটিয়েছো দিন দু:খ বিনে 


নি:স্ব হয়ে একাকি এখন 
করছি জীবন পার , 
আমায় ছেড়ে জ্বালালে আগুন 
সুখের ঘরে কার?
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - নুসরাত জাহান আজমী

    খুবই ভালো হয়েছে.. রোজার মধ্যে লেখালেখি একদম এগোচ্ছে না। ইন শা আল্লাহ. এই সময়ের মধ্যে কিছু লিখতে পারব। emoticons

    - এই মেঘ এই রোদ্দুর

    thanx

    - মোকসেদুল ইসলাম

    সময় বেড়েছে জেনে ভাল লাগল। আশা করি জমজমাট একটি আয়োজন হবে

    Load more comments...

ইসমাইল জসীম

৯ বছর আগে লিখেছেন

তন্ময়ঃ প্রেম ও আত্মহুতি

চুপচাপ সারাদিন, কাছে টানে প্রেম,সুখজল 
জাগে প্রেম বুকের ভেতর কোনো এক কোণে 
ভিজে মন হয় একাকার কেউ নেই আশেপাশে 
শুধু চোখে ভাসে সেই মুখ, খুশিতে টলোমল।   
পৃথিবীর কতো কোলাহল, কতো আয়োজন 
স্বর্ণালি সকাল,দুপুর গড়িয়ে বিকেলের সাজ 
কতো কারুকাজ, সোনালী স্বপ্ন, বর্ণিল আকাশ 
সুশীতল হাওয়া, করে আসা যাওয়া, সেই দুটি মন।   
একাকার হয় মন দু'জন দু'জনার জাগে বাসনা 
দোলা দেয় প্রেম কিশোরীর হাসি, লাজুক লতা 
একটু পরশ, কাছে পাওয়া, দু'চারটি মনের কথা 
হাতে হাত। বেয়ে যাবে জীবন তরী ;করে কামনা।   
মুছে গেছে সব রঙ পৃথিবীর, স্তব্ধ কোলাহল 
না পাওয়ার যাতনায়  বেছে নেয় আত্মহনন 
ডুবে যায় প্রেম হাতির ঝিলে, অথৈ জলে তন্ময় 
বাঁচে প্রাণ প্রেমিকার। একি প্রেম নাকি  ছল? continue reading
Likes Comments
০ Shares
Load more writings...