Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শোয়েব হাসান রাজীব

১০ বছর আগে লিখেছেন

A numb morning

 
In our life there are complex situation come when it is difficult to take any decision or to make any choice. The socio-politic-economical conditions is the most moving apparatus in this civilization. Beside the economy, the politics is the most important factors for us as even our existence is depended on it. This is now in our country the whole people now can understand very well. People are worried and frightened. They are scare to move on the road and scare to walk in the crowd. This is the effect of politics and we can understand the influence of politics very well through our present political situation.
Two major issue is now pouring fuel on the political movement. One is the new government forming through voting system and anther is the war criminal justice. Today is a important day to remember that the first death through law happen in the process of war criminal judgment by the special court of justice. This is morning with a news that a man been hang in rope. For the politic it is a extreme moment when so many thing can happen. Even the this type of situation can lead a nation to a risky situation when RSA (repressive state apparatus) can fall down. This is a strong and weighty step of the ruling government.
However, this is a time when the county is already suffering through a crisis regarding the new government formation. This 2nd episode is better not to come in this time as... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - আহমেদ ইশতিয়াক

    জানতে পারলাম অনেক কিছু। বইটা পড়া হয়নি। পড়তে হবে...

    ধন্যবাদ, সুন্দর একটা পোস্টের জন্যে...

    - জাওয়াদ আহমেদ অর্ক

    বইটা অসাধারণ । 

    - ঘাস ফুল

    জাঁ ভালজার জীবনী আসলেই করুন। অন্তত এখানে তুলে ধরা অংশটুকু পড়ে তাই মনে হল। লেখক ভিক্টর হুগোর জীবনের কিছুটা প্রতিচ্ছবি মনে হয় বইতিতে স্থান পেয়েছে। যাহোক, বইটি আমারও পড়া হয় নাই। শেয়ার করেছেন বলে বইটি সম্বন্ধে সংক্ষিপ্ত একটা ধারণা পেলাম। ধন্যবাদ সনাতন পাঠক। 

    Load more comments...

শোয়েব হাসান রাজীব

১০ বছর আগে লিখেছেন

কবিতা ০০০৫

নিস্তব্ধ হয়ে আসছে রাত্রির বুক
সব বন্ধ দরজা জানালা ও বারান্দার-
দড়িতে ঝোলানো কাপড়ের সহ বসবাসে
হিম শীতল হয়ে আসছে পৌষের রাত...
যদিও তাকে জাগতে হয়েছে দীঘ্ রজনী
যদিও আনেক রাত পযন্ত তার বুকের উপর
ঘুরে বেড়িয়েছে ট্রেন ট্রাক ও বাস।
 
কি এক সম্মোহনর মত উষ্ঞতায়
এক বালিকা জড়িয়ে ধরছে শীতের আগমন;
যার রন্ধে রন্ধে পশমি বস্ত্রের মৃদু আরাম।
প্রেমিকার মসৃন চিবুকের মতো
মৃদু কোমল পশমি কম্বলের নীচে
ক্রমশ নিঃস্তব্ধ হয়ে আসছে রাত।
 
সমস্ত সেন্ট্রি পুলিশ ও রাতের দোকানদার
তাদের যান্ত্রিক হাত ও পা সমুহ
গুটিয়ে এনেছে জন্ম স্মৃতির মত সন্নিকটে।
হামাগুড়ি দিয়ে শিশু ফুটপাতে কিংবা
উষ্ঞ কোন নরম বিছানায় আঙিনায়
ধরতে ছুটছে এক রকম জ্যোৎস্নার ফুল।
প্রবল আলিঙ্গনে ঘুমিয়ে পড়েছে
কাঁথা-বালিশ, তোষক-বিছানা ও
মশারির নিশ্ছিদ্র প্রতিরোধ দেয়ালে।
সারারাত জুঁ্ ফুল, মাধবি আর
হাস্নাহেনার তুমুল ঘ্রাণে
জোয়ারের মত ফুলে ফুলে উঠছে
রুপসির রক্তজবা ‍নিদ্রাহত-
শরীরের মত এক তন্বী নদী।
 
কোথাও ভেঙ্গে চলেছে কিনার
কোথাওবা ফসলের ক্ষেত
আবার কোথাও-
পরাজিত এক মানুষ দবতার রথ।
তবু দীঘ্ রাত জেগে কোথাও
জ্বলে চলেছে কৃষ্ঞচুড়া স্বপ্ন মশাল।
 
দীঘ্ শীতনিদ্রার আড়মোড় ভেঙ্গে
জেগে ওঠে এক স্নিগ্ধ সকাল..
জলের বুক থেকে, নারীর রুপ থেকে ঘুম
কুয়াশার মতো করে
উড়ে উড়ে চলে যায় মেঘলা কোনো আকাশে।
একটি একটি করে মানুষ
তাদের ক্রমশ পথচলায়
ভাঙিয়ে ‍দিচ্ছে শান্ত পৃথিবীর  ঘুম।
দীঘ্ শীতকাল জুড়ে তার সঞ্চয় করে যাবে
তাদের কোমল ও কঠিন সমস্ত তীব্র শক্তি ও প্রতিভা।
ঘামে ও জাগরণে তারা প্রস্তুতি নিতে থাকবে
           এক বরষা... continue reading
Likes ১১ Comments
০ Shares

Comments (11)

  • - নাসরিন চৌধুরী

    অনেক সুন্দর কিন্তু কবিতার ঝাঁপি নিয়ে দোরগোড়ায় প্রতিদিন চাই ।প্রেমিকার অহংকারে প্রেমিক মন এতটা আশাহত কেন হবে ?বিষাদের সায়'র হয়তো কারো না কারো ভালবাসায় পূর্ণ হবেই ।

    • - আলভিনা চৌধুরী

       পূর্ন !  হবে হয়ত ! শুভচ্ছা তোমাকে ! 

    - মাসুম বাদল

    আমি নাহয় সেভাবেই হেঁটে যাবো, 

     ছুঁয়ে র'ব তুমিহীন প্রান্তর ! 

    • - আলভিনা চৌধুরী

    - শহীদুল ইসলাম প্রামানিক

    ভাল লাগল।

    • - আলভিনা চৌধুরী

    Load more comments...

শোয়েব হাসান রাজীব

১০ বছর আগে লিখেছেন

Life and Universe

The movement in Universe
Change is a continuous process in this universe. All the time all the elements are changing and reacting. The sun is a big chemical reaction chamber of chemicals. Hydrogen and Helium are burning out there in the sun always in super volume. This big fireball is just untouchable to us. But we are in touch with this giant fire ball through the subatomic particles and rays. Heat and light which we are getting from sun is the most must for all the life on the earth. The light which we get from the sun throughout the space is the primary requirement for life on earth. Photosynthesis is the process which is being used by the plant to convert the energy of light to chemical energy. Some life on earth like plants, algae and cyanobacteria are dedicatedly doing this job to maintain the oxygen levels in atmosphere. The world and this universe is changing all the time. This change is happening in the planet earth and in all the distant galaxies all the time. Both the life and the matter are subjected to change and decay. Thus this is the secondary part of this universe.
The energy is something which is distinctly different from this nature of materialistic world. This energy never born and day, or never create and decay. This is static and just changing the form of its appearance all the time. The power from sunlight is converted in plant cell. In the process... continue reading
Likes Comments
০ Shares

শোয়েব হাসান রাজীব

১০ বছর আগে লিখেছেন

ছেলেদের কসমেটিক্ ও একটি আর্থনৈতিক ভাবনা

 
বয়সন্ধিরপরথেকে, ছেলেদেরজীবনে এক যন্ত্রনা যুক্ত হয়।যন্ত্রনার নাম দাড়ি কাটা! প্রথম শেভ করার ঘটনা, সব ছেলের সারা জীবনের মনে রাখার মত ঘটনা। প্রথম শেভ করার পর সেকি এক অদ্ভুত কিম্ভুত কিমাকার অনুভূতি! মুখটাকে ঢেকে রাখতে পারলে যেন হাঁফ ছেড়ে বাঁচা যেত!
মনে আছে প্রথম কেনা শেভিং ফোম‍ ছিল ওল্ড স্পায়িস। লাল রঙের ক্যানের উপর পালতোলা জাহাজের ছবি। এখন তেমন একটা চোখে পড়েনা। জিলেটে ছেয়ে আছে বাজার। ফোম, জেল, রেজর, ব্লেড, আফটার সেভ কি নায় প্রোডাক্টলিস্টে? ছেলেদের এখন রং ফর্সাকারী ক্রিমও পাওয়া যায়!!!
কিছুদিন আগের কথা। জিলেট ফোমের বোতল যে শেষ হয়ে গেছে খেয়াল ছিল না। সপ্তাহে সেভ করি দু-দিন, এবং প্রচন্ড বিরক্তি নিয়ে। আমার ভিনদেশি বস তার জন্যে কম কথা বলেনি। আমিও হাল ছাড়িনি। রোজ রোজ সেভ করা আমার দ্বারা সম্ভভ না।
গত বৃহ:স্পতি বারের কথা। আনেক টিপে টুপে সামান্য ফোম দিয়ে সারা গেল সেভ। খালি ক্যানটা সেদিন ফেলে দিয়েছিলাম। আজ সেভ করতে গিয়ে পড়লাম বেকায়দায়। কি করা যায়? থেমে গেলে তো চলবেনা?
সাবান ঘসতে শুরু করলাম মুখে। সাথে সামান্য একটু শ্যাম্পুও যোগ করা হল। শেভ করতে যেয়ে পুরায় টাসকি। জিলেট ফোমের চেয়ে কোন আংশে কম যায় না। মাথায় আসল অন্য ভাবনা। একটা নতুন ‍সিদ্ধান্ত। একটা নতুন ভাবন। একটা ভিন্ন সম্ভবনা।
কেনা কাটার তালিকা থেকে ফোম বাদ।দামি রেজর বাদ।আফটার সেভ লোশন বাদ। আমার বাপ-দাদারা এগুলা ছাড়ায় জীবন পার করেছে। আমার সমস্যা কোথায়। একটা ওয়ানটায়িম রেজর ব্যাবহার করা যায় ৩ থেকে ৭ বার; দাড়ির ধরন বুঝে। ২ মাসে সাধারন ব্লেড আর সাবান শ্যাম্পু খরচ খুব বেশি হলে ১০০টাকা। আর এতদিন লাগত ১০০০টাকা। চিন্তাকরাযায়!!!
বিদেশি পণ্যে ছেয়ে গেছে ‍দেশ। যা কিছু আমাদেরকে কিনতে প্ররোচিত করা হয়, তার একটা বিশাল আংশ অপ-প্রয়োজন। মূলত বিলাসিতা তার নিমিত্ত। এ ধ্যান-ধারনা থেকে বেরিয়ে আসা দরকার। ৯০%... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - লুৎফুর রহমান পাশা

    আঁধারের সেই রাতে কুয়াশা মিশেছে তার সাথে
    দু'হাত দূরে ধোঁয়াশা স্বপ্নেরা দূরের পরে দূরে
    আলোঘর ভেঙ্গে পড়ে, প্রতিদিন কষ্টের নদীতে
    স্রোতেরাও থেমে যায় চাঁদে মলিন মুখ দেখে ।

     

    ভাল লেগেছে

    • - লিপু রহমান

      ধন্যবাদ, কবিতা ভালো লেগেছে বলে ।

    • Load more relies...
    - লুব্ধক রয়

    শুভেচ্ছা আপনার জন্য।

    কবিতা ভালো লেগেছে।

    - সনাতন পাঠক

    সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

শোয়েব হাসান রাজীব

১০ বছর আগে লিখেছেন

Life and Universe

 
Four
Elements of life and matter
We human being is very much intelligent and in this vast universe we human are alive with our intelligence. No sign of other intelligence is found throughout this universe. This gigantic big, extremely vast and infinitive universe is just an empty barren land. No life yet is discovered. Scientist sometimes thinks that this may be possible that life is out there in some part of the universe. But when there is no prove and evidence then we can omit the chapter. Again we need to consider the issue with some references as the idea of extraterrestrial life is not any new idea. From some very ancient period of time we have evident in civilization that some people were always bothered about the extraterrestrial elements even life form. This is been written in some ancient text that there was extraterrestrial visit on earth and the visit will again happen.
The whole issue is associated with religious ideology. The evident of extraterrestrial involvement is very prominent in the celestial religion. Thus this is not any ignorable issue. But the way now science predicts about the extraterrestrial life is totally different from the view point of religion. The form of extraterritorial involvement is found in religion through the divine involvements of angels and demons. The formation of angels or Firista and Jeen is different from the view point of life. As per religion they are made out of a different form of energy and they have... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - লুৎফুর রহমান পাশা

    মান্নান ভাই গল্প রেলা শুরু করছেন? ভালো

    • - চারু মান্নান

      ধন্যবাদ ভাই,,,,,,

    - ঘাস ফুল

    চারদিকে নবান্ন সুখ ছড়িয়ে পড়ুক!

    • - চারু মান্নান

      ধন্যবাদ ভাই,,,,,,

    - মিশু মিলন

    চালিয়ে যান। ভাল  হয়েছে।

    শুভকামনা। 

    • - চারু মান্নান

      ধন্যবাদ ভাই,,,,,,

Load more writings...