Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আতা স্বপন

১০ বছর আগে লিখেছেন

হ্যাপী বার্থ ডে ফেসবুক

  ২০০৩ সাল। মার্ক জুকারবার্গ তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ছেন। পড়াশোনার চেয়ে তার বেশি মনোযোগ তখন একটি ওয়েবসাইটকে কেন্দ্র করে। তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একে অন্যের সঙ্গে নিজেদের ছবি শেয়ার করতে পারেন, সে সুবিধা দেয়াই হবে এ ওয়েবসাইটের উদ্দেশ্য। ‘ফেসম্যাশ’ নামের এ সাইটটির প্রাথমিক কোডিং শেষ হওয়ার পর তিনি হার্ভার্ডের গোপন নেটওয়ার্কে হ্যাকিং করে ঢুকে পড়েন, সংগ্রহ করেন শিক্ষার্থীদের বিপুল ছবি। তারপর এগুলো আপলোড করা হয় ‘ফেসম্যাশ’ ওয়েবে। নিজেদের ছবি অনলাইনে প্রকাশ হয়েছে এমন সংবাদ প্রকাশের পরপরই হার্ভার্ডের শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়েন ‘ফেসম্যাশ’ সাইটে। ডাউন হয়ে যায় হার্ভার্ডের সার্ভার! বিনা অনুমতিতে অন্যের ছবি ব্যবহার করার জন্য অভিযুক্ত হন জুকারবার্গ। কিন্তু এতে দমে যান নি উনিশ বছরের এই যুবক। নিজের স্বপ্নকে সফল করতে 'ফেসম্যাশ' নিয়ে নতুনভাবে ভেবেছেন। বিশ্ববিদ্যালয়ের গন্ডির বাইরে বেরিয়ে ‘দ্যা ফেসবুক’ নামে বিশ্বব্যাপী সবার ব্যবহারের জন্যই একটি সোশ্যাল নেট ওয়ার্কিং সাইটের কথা কল্পনা করেছেন। এ কল্পনারই একটি সফল ফসল হচ্ছে হালের ফেসবুক, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের সাইট। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় ফেসবুকের। এই কাজে মার্ক জুকারবার্গের সহযোগী ছিলেন তাঁরই চার সহপাঠী, এডওয়ার্ডো সেভারিন, অ্যান্ডি ম্যাককুলাম, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেস। আজ ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২০ কোটি। বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি ডলার! আজ দশ বছরে পা রাখল ফেসবুক। শুভ জন্মদিন। ============ ফেসবুক সংক্রান্ত কিছু চমকপ্রদ তথ্য কনিকা :

(1) Lamebook নামে একটা ওয়েবসাইট আছে, যেটাকে বলা হয় Funny Facebook. ফেসবুকের মজার সব স্ট্যাটাস আর ছবি নিয়ে সাজানো হয় Lamebook.

(2) ২০০৮ সালে, ২৩ বছরের একজন নারী ফেসবুকে একটি গ্রুপ ওপেন করেন "I Need Sex" শিরোনামে। মাত্র ১০ মিনিটে সে তার গ্রুপে ৩৫ জন সদস্য পেয়ে যান, এরপর খুব কম সময়ে সদস্য সংখ্যা ১০০ জন হয়ে যায় - যাদের মধ্যে ৫০ জনের সাথে সেই নারী বিছানা শেয়ার করেছেন। তবে টিকে থাকতে পারেনি সেই গ্রুপটি। ফেসবুকের হস্তক্ষেপে বন্ধ হয়ে "I Need Sex" গ্রুপটি।

(3) ২০০৩ সালে, মার্ক জুকারবার্গ (হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র) তৈরি করেন Facemash. যেখানে সে ছাত্রছাত্রীদের ছবি পাশাপাশি রাখেন যেন দর্শকরা এটা জরিপ করতে পারে যে কোন ছবিটা বেশি সুন্দর। সেদিনের সেই Facemash আজকের Facebook.

(4) একজন ফেসবুক ব্যবহারকারীর গড়ে ১৩০ জন বন্ধু থাকে। প্রতিদিন ৩৩ মিলিয়নের বেশি ফেসবুক ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট করেন, একদিনে স্ট্যাটাস আপডেটের সংখ্যা ৫৫ মিলিয়নের বেশি।

(5) যদি ফেসবুক একটি দেশ হতো, তবে জনসংখ্যার দিক থেকে সেটি হতো
Likes Comments
০ Share

Comments (2)

  • - চারু মান্নান

    বেশ লাগল কবি,,,,,,,,, 
    একুশ আমাদের প্রত্যয়!!!!!

    • - কল্পদেহী সুমন

      ধন্যবাদ আপনাকে