Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনবদ্য অনিন্দ্য

১০ বছর আগে লিখেছেন

অবিশ্বাসী অনুভুতি !

খা খা রোদের মধ্যে হেঁটে বেড়াচ্ছে শান্তনু । সময় এখন দুপুর ২ টা কিন্তু এই পর্যন্ত সে কিছু খায় নি । প্রচন্ড ক্ষুধা লেগেছে ওর । দেখতে ছিমছিমে আর নাক খাড়া করা চেহারা তার । কিছুক্ষণ পরপর মোবাইল বের করে ঘড়ি দেখছে সে । দাঁড়িয়ে আছে শাহবাগ গ্রন্থাগারের সামনে । এখানেই তার খুব খুব কাছের একটা বন্ধুর আসার কথা কিন্তু সে এখনো আসছে না । অগত্যা কিছু করতে না পেরে চারুকলার পাশে থাকা বইয়ের দোকানগুলোতে ঘুরতে লাগলো সে । আরো আধা ঘণ্টা পরে হঠাত কে যেনো পেছন থেকে ডাক দিলো , “ এই শান্তনু , বেয়াদব , এদিকে তুই আর আমি তোকে খুজছি সেই ১০ মিনিট ধরে । “
শান্তনু কিছু বলে না না সে অনেক আগেই এসেছে । বললো , “ না , বই দেখছিলাম । দেখ , হিমুসমগ্র কিনতে ইচ্ছে করছে কিন্তু টাকা নেই । “
-“ আরে বাদ দে তোর হিমু সমগ্র । আরে শোন একটা মজার ঘটনা । আজকে মার্কেটে গিয়েছিলাম দিনার সাথে । যা মজা হলো না । “
শান্তনু জানে এখন তার এসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিলেই ভালো হয় ! কারণ মেয়ে মানুষের এই একটা সমস্যা । একটা কিছু পেলে আর ছাড়ে না । শান্তনু চুপ করে তার বন্ধুর কথা শোনে । 
কারণ ও জানে , ওর নিজের কত্ত কাছের , কত্ত বিশ্বাসের এই বন্ধুটি । কয়েকবার খাওয়ার কথা বলতে গিয়ে বাধা পেয়ে শেষ পর্যন্ত বললো , “ এই আমি কিছু খাই নি । তুই কি খেয়েছিস ? “
-“ আবার জিগায় । দিনা যা একটা খাওয়া দিলো না । আরে জানিস , আজকে ভাইয়া... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাঈনউদ্দিন মইনুল

    দারুণ বক্তব্য। আমি একমত। আমার কিছু প্র্যাকটিস ছিলোও। কিন্ত মাঝখানে বিদ্যুতের মতো... বন্ধ হয়ে গিয়েছিলো। আবার চালূ করবো।

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    প্রিয় মইনুল ভাই, আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল। ভালো থাকবেন।

    - তাপস কিরণ রায়

    আপনার বক্তব্য খুব ভাল লেগেছে।আজকাল অবশ্য সমাজের কিছু কিছু পরিবর্তন এসে গেছে।লেখা খুব ভাল লেগেছে।  

    • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

      ভাই তাপস কিরণ রায়, আপনাকে ধন্যবাদ। সমাজের এই পরিবর্তন নিঃসন্দেহে ইতিবাচক।

      ভালো থাকবেন। শুভকামনা রইল।

    Load more comments...