Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফারজানা মৌরি

৯ বছর আগে লিখেছেন

তেলাপকার উপদ্রব



অনেক বাড়িতেই দৈনন্দিন জীবনের বড় একটি উৎপাতের নাম হল তেলাপকার উপদ্রব ।
আমাদের মাঝে অনেকের জীবন তেলাপকার কারনে অতিষ্ঠ ।
এই তেলাপোকা আবার সাইজ এর দিক থেকে দুই ধরনের । একটা দামড়া (বড়) সাইজ, আরেকটা হল ছোট সাইজ । বাজারে প্রচলিত কিছু ওষুধ  দিয়ে বড় সাইজ এর তেলাপকা মারা গেলেও ছোট সাইজের টা মারা খুবই মুশকিল ।
কোন ওষুধ দিয়ে কাজ হয় না, চক বা পাউডার দিলে ওগুলা খেয়ে আর দ্রুত বংশ বিস্তার করে । আমাদের রান্না ঘরের তেলাপকা মারার জন্য অনেক অনেক রকমের ওষুধ (চক থেকে শুরু করে বেগন স্প্রে ) ব্যবহার করছি, কিন্তু আশানুরুপ ফল পাই নাই।

এইবার একটা মহা-কার্যকর ওষুধ পাইছি । ওষুধটা খুবই সহজে ফার্মেসিতে পাওয়া যায় । দামও কম, ২০-৪০ টাকা ।  ওষুধটার নাম বরিক এসিড পাউডার ( Boric Acid Powder).  বরিক এসিড পাউডারের সাথে কিছু চিনি মিশিয়েও দিতে পারেন। তেলাপোকার আবাসস্থলে রাতের বেলা এটা ব্যাবহার করুন । এক সপ্তাহ পর নাগাদ ফল পাবেন । আমাদের রান্নাঘর এখন তেলাপোকা মুক্ত । 
আপনি যদি ভাল ফল পান, তাহলে আপনার আশেপাশের মানুষকেও এই ওষুধতার কথা বলুন । এই ওষুধটি ব্যাবহার করে কেউ যদি এতটুকুও উপকৃত হন তবেই আমি সার্থক । 
ধন্যবাদ সবাইকে ।   

Likes Comments
০ Share

Comments (0)

  • - তাহমিদুর রহমান

    আসলে এই সমাজকে পাল্টাতে এ ধরণের কবিতা দরকার।

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ তাহমিদুর রহমান ভাই।

    - টোকাই

    এসো এগিয়ে যাই মনুষ্যত্বকে করি জাগ্রত,
    ক্ষণিকের ভুবনে কেনো হানাহানি এতো...