Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

লুৎফুর রহমান তোফায়েল

১০ বছর আগে লিখেছেন

এপ্রিলফুল : মানবতার ইতিহাসের শোকাবহ এক অধ্যায় লুৎফুর রহমান তোফায়েল এখন থেকে প্রায় ৫০০ বছর আগে স্পেন ছিল মুসলিমদের শাসনাধীন একটি দেশ। এই দেশটি মুসলিমদের নিয়ন্ত্রনে ছিল প্রায় আট শত বছর। খৃষ্টানরা দীর্ঘ দিন ধরে স্পেনকে নিজেদের দখলের নেওয়ার চেষ্টা করছিল। এজন্য তারা ধর্ম যুদ্ধের নামে বিভিন্ন সময় স্পেনে আক্রমণ করত। কিন্তু স্পেনের মুসলিমদের সাথে যুদ্ধ করে তারা বরা্বই পরাজিত হত। মুসলিমরা এই দেশটাকে এতটাই আধুনিক ভাবে সাজিযে ছিল যা ছিল সত্যিই অসাধারন। যা ছিল প্রাচীণ সভ্যতার সবচে সুন্দর ও প্রকৃষ্ট নমুনা। এর মাধ্যমে স্পেনে গড়ে উঠেছিল একটি সমৃদ্ধ সভ্যতা। আজও স্পেনের শহরগুলো এক একটি অপূর্ব ঐতিহাসিক নিদর্শন । যা মানুষকে এখনও মুগ্ধ করে। মুসলিমরা ভালভাবেই পরিচলানা করছিল স্পেন। কিন্তুএ কটা পর্য়ায়ে মুসলিমরা ইসলামে হতে দুরে সরে যেতে লাগল। ইসলামের প্রচার প্রসার ও পালনের প্রতি তাদের অনিহা বাড়তে লাগল এবং তারা দুনিয়ামুখি হযে গেল। এক পর্যায়ে মুসলিমদের ইমানের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ল। ঠিক এমন এক সময় খ্রিষ্টানরা মুসলিমদের উপর আবারও আক্রমন করল। যদিও কিছুম মুসলিম বীর ও তাদের সাথীরা চরম ভাবে আক্রমনকে প্রতিহত করল এবং ক্রসেড বাহিনীকে প্রায় পরাজিত করে ফেলেছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। এক্ষেত্রে খ্রিষ্টানরা (ক্রসেড) মিথ্যা কৈাশল অবলম্বন করল। তারা প্রচার করতে লাগল যে স্পেন এখন তাদের দখলে। এবং তারা ঘোষনা দিয়ে দিল; যে সকল মুসলিমরা মসজিদে আশ্রয় নিবে এবং সমুদ্র গামী জাহাজে আশ্রয় নিবে তারা নিরাপদ। দূর্বল ইমানের মুসলিমরা শত্রুদের কথা মতো কাজ করল। তারা মসজিদ ও জাহাজে আশ্রয় নিল। পরে ক্রসেড বাহিনী সকল মসজিদকে তালা বদ্ধ করল, এই বলে যাতে মুসলিমরা নিরাপদে থাকে। পরে তারা সকল মসজিদ গুলোতে আগুন ধরি্য়ে মুসলিমদের পুড়িয়ে হত্যা করল। আর জাহাজ গুলোকে তার ডুবিয়ে দিল। এভাবে স্পেন থেকে মুসলিমদের পরাজিত করল। মুসলমানদের পরাজিত করে খৃষ্টানরা উল্লাস করতে লাগলো। আর বলতে লাগলো, মুসলমানরা কত বোকা। মুসলামানদেরকে এপ্রিলের বোকা ঘোষণা করল তারা। ঐ দিনটি ছিল ১লা এপ্রিল। তাই তারা এইদিন থেকে ১লা এপ্রিলকে এপ্রিল ফুল নামে পালন করা শুরু করে। মসলিম সভ্যতার এই করুণ পতনের দিনটিকে আজ কিছু মুসলমানও ইতিহাস না জেনে পালনের চেষ্টা করে। অথচ কত করুণ ছিল সেই ঘটনা! এই ঘটনার পর সেখানে এমন একজন মুসলিমও ছিল না যে কিনা আজান দিবে। বিগত ৫০০ বছর স্পেনে কোন আজান হয়নি। মাত্র বছর ২ আগে আজানের অনুমতি দেওয়া হয়েছে।

Likes Comments

লুৎফুর রহমান তোফায়েল

১০ বছর আগে লিখেছেন

আমার ভূবনে আমি একাই বিচরণ করি একাকিত্ব আমার সাথী, সেতো জীবনের সুর্যোদয় থেকে। এ সূর্য অস্ত যাবে, সেও তো একা। তাই সকল বঞ্চনা মেনে নিই নি:শব্দে! তবে চেয়েছিলাম তোমাদের একটু সান্নিধ্য। তা শুধু বেঁচে থাকার অবলম্বন হিসেবে। একটু ভালোবাসার পরশ চেয়েছিলাম, হৃদয়কে প্রশান্ত রাখতে। তোমাদের সঙ্গ চেয়েছিলাম জীবনকে জানতে।

Likes Comments

লুৎফুর রহমান তোফায়েল

১০ বছর আগে লিখেছেন

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
লুৎফুর রহমান তেফায়েল
 
প্রখ্যাত শিল্পী হায়দার হোসেন হয়তো স্বাধীনতার তিরিশ বছর পর উদ্বৃত গানটি গেয়েছিলেন। কিন্তু আজ স্বাধীনতার তেতল্লিশ বছর পরও কি আমরা আমাদের সেই কাঙ্খিত স্বাধীনতাটাকে খুঁজে ফিরছি না? তেতাল্লিশ বছর নয়, ১৭৫৭ সাল থেকেই আমাদের ছোট্ট ভূখন্ডটি পরাধীনতার শিকল পরা ছিল। এরপর ১৯৪৭ এর পর স্বাধীন জাতি হিসেবে আমরা পরিচিতি পেলেও স্বাধীনতার স্বাদ পাওায়ার সুযোগ হয়নি দীর্ঘ দিন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসনে পৃষ্ঠ হতে হতে সংগ্রামী হয়ে ওঠে পূর্বপাকিস্তান তথা বাংলাদেশের সাধারণ নাগরিক। এরই প্রেক্ষিতে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস চূড়ান্ত সংগ্রামের পর স্বতন্ত্র-স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলদেশ বিশ্ব দরবারে পরিচিতি পেলেও জাতি হিসেবে এদেশের নাগরিকদের ভাগ্যে স্বাধীনতার স্বাদ আস্বাদনের কতটুকু সুযোগ হয়েছে? তাই বারবার মনে আসে হায়দার হোসেনের ঔ গানটি; কী দেখার কথা কী দেখছি/ কী শুনার কথা কী শুনছি/ কী ভাবার কথা কী ভাবছি/ কী বলার কথা কী বলছি/ তিরিশ বছর পরেও আমি স্বধীনতাটাকে খুঁজছি।.......
স্বাধীনতা বলতে আমরা বুঝি নিজস্ব স্বকীয়তা নিয়ে বেঁচে থাকার অধিকার। স্বাধীন জাতি হিসেবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে মুক্ত অধিকার নিয়ে বেঁচে থাকা। ১৯৭১এ দেশ স্বাধীনের পর দেশের সাধারণ মানুষ স্বাধীনভাবে বসবাসের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সে আশার গুড়ে বালি মিশতে সময় লাগেনি বেশি দিন। সদ্য স্বাধীন যুদ্ধবিদ্ধস্ত শিশু রাষ্ট্রে শুরু হয় লুটপাটের রাজনীতি। তাই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আক্ষেপ করে ‘মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি’র মত মন্তব্য করতে হয়েছিল। তবুও তিনি সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে নানা পদক্ষেপ নিতে থাকেন। তখনই দেশে নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ। বিপর্যস্ত এই অবস্থা কাটিয়ে উঠতে না উঠতেই ১৯৭৫... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - রোদের ছায়া

    কবিতা আরও কাব্যময় হতে হবে বলে আমি এই নগন্য বান্দা মনে করি। বানানে সতর্কতা জরুরি। শুভেচ্ছা।

    - খোন্দকার শাহিদুল হক

    বানানের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ রইল। প্রতিযোগিতা বানানটি নকল করেও শুদ্ধ করে লিখতে পারেন নি। ধন্যবাদ।

    - আসাদুস জামান বাবু

    বানানের দিকে একটু খেয়াল রাখবেন, শুভকামনা প্রথম ভোটটা আমিই দিলাম

লুৎফুর রহমান তোফায়েল

১০ বছর আগে লিখেছেন

লিখতে ভালোবাসি। তাই লিখে যাই। যা-ই মনে আসে তা-ই লিখি। জানতে লিখি, জানাতে লিখি। লেখাতেই খুঁজে পাই নিজের সত্ত্বাকে...............

Likes Comments