Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ছড়াবাজ

৮ বছর আগে লিখেছেন

প্রতীক্ষায় ইচ্ছাপূরণ

দেখতে পাহাড় আকাশ ছোঁয়া, চাই যে যেতে ছুটে,
ইচ্ছেগুলো ঘরের কোনে, মরছে মাথা কুটে।
কাঁধের পরে ভুতের বোঝা, দেখাচ্ছে যে ভয়,
চোখ এড়িয়ে ঘর পালানো, আর যে হবার নয়।

শিশির ভেজা ঐ মেঠোপথ, কুঞ্জবনের ছায়া,
ডাকছে মোরে আয় কাছে আয়, স্বপ্নরূপের মায়া।
মেঘসাদা ঐ কাঁশবন আর, কুলকুল বয় নদী,
তপ্ত প্রাণে বর্ষা জোয়ার, যেতাম সেথায় যদি।

নামতো প্রিয় স্বর্গ নিয়ে, সেই সে ঘোরের মাঝে,
মন ভেজাবো সেই খোরাকে, সকাল দুপুর সাঁঝে।
দেয়াল ভেঙ্গে মুক্ত হতে, জমাচ্ছি যে জোর,
দম ফুরায়ে কাটছে নিশি, প্রতীক্ষাতে ভোর ...

==
(রচনাকাল: ১৬-অক্টোবর-২০১৫)

Likes Comments
০ Share

Comments (0)

  • - মাসুম বাদল

    স্যাল্যুট... emoticons

    • - বুলি

      ধন্নবাদ

    - রচনা পারভিন

    ভাল বলেছ। emoticons

    • - বুলি

      জিবন থেকে নেয়া যে অভিজ্ঞতা... সেটা কিন্তু ভালো ছিল না...:-(

    - টোকাই

    ভালো বলেছেন । তবে এই পশুগুলো যেন তৈরি না হয় সেটাও তো ভাবা দরকার । আমরা নিজেরাইতো এই পশুগুলোর জন্ম দিচ্ছি ।

    • - বুলি

      পশু কেউ জন্ম দেয় না, পশুরা নিজেদের নিজেরা তৈরি করে।

    Load more comments...