Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেহেদী হাসান

১০ বছর আগে লিখেছেন

পুরুষ হওয়া সত্ত্বেও আমি নিজে পুরুষতন্ত্রের শিকার!

 
উপরের শিরোনাম দেখে অনেকেইহয়ত চমকে উঠবেন- কিভাবে, কিভাবে এটা সম্ভব!
বলছি, একে একে গুটিকতক-
প্রথমেই বলে নেই- পুরষতান্ত্রিক সমাজের প্রথা মেনে বিয়ে করাটা আমার কাছে খুবই ন্যাক্কারজনক ওঅমানবিক একটা কাজ বলে মনে হয়। কেন মনে হয়? কারন হল- বিয়ে হচ্ছে এমন একটি প্রথা যা পুরুষ কর্তৃক নারী শোষণের অনেক বড় হাতিয়ার বা বিস্তৃত একটা ক্ষেত্র এবং আদিম সমাজে নারীর ঐতিহাসিক পরাজয় প্রক্রিয়ার সমান্তরালে এই প্রথার আবির্ভাব যেখানে পুরুষের উত্তরাধিকারকে সুনির্দিষ্ট করার জন্য নারীকে একগামী হওয়ার কড়া নির্দেশ প্রদান করে এবং বিপরীত ক্ষেত্রে পুরুষের জন্য রয়ে যায়- সমাজে চালু থাকা নারীর গণিকাবৃত্তি এবং পুরুষের বহুবিবাহের ফলে- সামষ্টিক যৌনকাজের বিস্তৃত পরিসর। সমাজের মানুষের পুরুষতান্ত্রিক মনোভাবের সহযোগীতায় বিয়ের জাঁতাকলে ফেলে একজন পুরুষ খুব সহজেই একজন নারীর(নারীটি যদি অর্থনৈতিকভাবে সাবলম্বীও হয়, আর তা না হলে তো কথাই নেই) উপর যথেচ্ছ ধরনের অত্যাচার, নির্যাতন, শোষণ ও ধারাবাহিক নীরব ধর্ষণ চালানোর বৈধ অধিকার হাতিয়ে নেয় এবং পরিণত করে সন্তান উৎপাদনের যন্ত্রমাত্রে, গৃহস্থালী কাজ করার দাসীতে। বর্তমান সমাজে বিয়ে প্রথাই কেবল একজন মানুষকে আরেকজন মানুষের- জীবনের প্রায় সকল ক্ষেত্রে- স্বামী বা প্রভূর ভূমিকায় অবতীর্ণ হওয়ার এখতিয়ার প্রদান করে থাকে। যাহোক, আমি দীর্ঘ অধ্যবসায়ে, একজন মানবিক বোধসম্পন্ন মানুষ হওয়ার তাগিদে নিজের মধ্যকার নির্যাতক, শোষক, ধর্ষকঃ এই প্রবৃত্তিগুলোকেবেশ মাত্রায় কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি বা সযত্নে ঘুম পাড়িয়ে রেখেছি। সুতরাং ক্ষয়িষ্ণু এবং সুপ্তাবস্থায় থাকা প্রবৃত্তিগুলোকে জাগিয়ে তোলার বা চরিতার্থ করার ক্ষেত্রের বা অধিকারের ন্যূনতম প্রয়োজন আমার যেমন নেই ঠিক তেমনিভাবে মানবিকবোধ সম্পন্ন মানুষ হওয়ার লক্ষ্য অর্জনে তা প্রচন্ডরকম ক্ষতিকারকও বটে। অথচ বিদ্যমান পুরুষতান্ত্রিক সমাজ ব্যাবস্থায় প্রথা মেনে বিয়ে না করলে আমি কোন মেয়েকে শারিরীক এবং... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - আলমগীর সরকার লিটন

    খুবি একটা ভাল খবর

    সবাই উনার পাশে দাঁড়াতে হবে

    দোয়া করি ভাল হোক

    - জাহাঙ্গীর আলম

    নক্ষত্র কর্তৃপক্ষের কাছে অনুরোধ এ পোষ্টটি স্টিকি করা হোক ৷

    নক্ষত্র কর্তৃপক্ষের কাছে অনুরোধ এ পোষ্টটি স্টিকি করা হোক ৷

    নক্ষত্র কর্তৃপক্ষের কাছে অনুরোধ এ পোষ্টটি স্টিকি করা হোক ৷

    নক্ষত্র কর্তৃপক্ষের কাছে অনুরোধ এ পোষ্টটি স্টিকি করা হোক ৷

     

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    গোবিন্দ হালদারের অসহায় অবস্থার কথা জেনে সত্যিই খুব দুঃখ পেলাম। বাংলাদেশ সরকার ও জনগনের অবিলম্বে তাঁর পাশে দাঁড়ানো উচিৎ। পশ্চিম বঙ্গ থেকে নিয়ে এসে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো উচিৎ। যে জাতি গুনীর কদর করেনা, সে জাতি কখনো উন্নতি করতে পারেনা।

    মানবিক এই পোস্টটির জন্য আপনাকে ধন্যবাদ, কবির য়াহমদ।

    Load more comments...