Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এম রহমান

১০ বছর আগে লিখেছেন

আবু সাইদ আহমেদের কলাম

আবু সাইদ আহম্মেদ একজন ব্লগার এবং অনলাইন এক্টিভিস্ট, বিভিন্ন ব্লগে তিনি হরবোলা নামে পরিচিত। রাজনৈতিক কলাম সহ সমসাময়িক বিষয় নিয়েও নিয়মিত লিখেন।


 

ডিপ ফ্রিজ কাজের জিনিস। আপনার বাসায় একটা আছে। আপনি চাইলে কোরবানীর সবটুকু মাংস তাতে গুদামজাত করতে পারেন। কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। কারন, আপনিও জানেন কোন কোন পরিবার বছরের এই সময়টাতেই শুধু মাংসের স্বাদ পায়। তাদের বছরের অন্য সময় আয়েশ করে মাংস খাবার সাধ্য নেই। আপনি'তো আর মাংসের দোকানদার নন যে এসব বিবেচনা না করে ডিপফ্রিজকে মাংসের কোল্ডস্টোর বানাবেন। আপনি একটু নরম মনের বিবেচনাবোধ সম্পন্ন মানুষ। তাই ডিপফ্রিজে নিজেদের মাংস রাখার আগে হাসিমুখেই আপনি তাদের সাধ্যমত মাংস দিবেন।

আপনার অজানা নেই যারা মাংস টোকায়/সংগ্রহ করে তাদের অনেকেই বিকেল বেলা কোন সড়কের পাশে বসে মাংস বিক্রি করে দেয়। এই দৃশ্য দেখে প্রথমে আপনার রাগ হয়। তারপর নিজেই বুঝতে পারেন যে, এই মাংস খাওয়ার সাথে সাথে তাদের কাছে টাকাটা গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে তারা মাংসের সাথে খাবার জন্য চাল, ডাল কিনতে পারে। ঋণ শোধ করতে পারে। তাই রাগ সামলে আপনি তাদের মাংস বিলান। এত ভুলোমন আপনার যে আপনি ভুলেই যান আপনার একটা ডিপ ফ্রিজ আছে।

আপনার বাসার ডিপফ্রিজে চাইলে একটা আস্ত গরু ঢুকিয়ে রাখতে পারেন। অথচ দেখুন আপনি যে সকল প্রতিবেশীর বাসায় কোরবানী হয় নাই তাদের বাসায় মাংস পাঠিয়ে দিচ্ছেন। যে সকল বাসায় কোরবানী হয়েছে তাদের চাইতে আপনার কাছে যে সকল প্রতিবেশী কোরবানী দেন নাই/দিতে পারেন নাই তাদের বাসা অগ্রাধিকার পাচ্ছে কারন আপনার বিবেক ও বিবেচনাবোধ খুবই প্রখর। আপনি'তো আর তেমন মানুষ নন যে ইচ্ছে হলেই ডিপফ্রিজের ভিতরে মাংসের সাথে সাথে বিবেক ও বিবেচনাবোধ গুমাদজাত করে রাখতে পারবেন।

আর কেউ না জানুক আমি'তো জানি আপনি আপনার ডিপফ্রিজটা কুরবানীর মাংস দিয়ে ভরে রাখবার জন্য কিনেন নাই। বাসায় একটা ডিপফ্রিজ সারা বছর প্রয়োজন হয়। তাই কিনেছেন।

ধ্যাত!! কেন যে এত্তসব আপনাকে বললাম। ঈদের দিনে কিছু মনে করবেন না। নিজগুনে ক্ষমা করে দিবেন। আরে সবাই আমরা আমরাই'তো।

ঈদ মোবারক।

Likes Comments
০ Share

Comments (0)

  • - লুব্ধক রয়

    বালিকার আরো আলো চাই!
    আরো আলো!
    এক পা, দু পা, তিন পা ...
    চন্দ্রাহত বালিকার সন্তর্পণে নিঃশেষ যাত্রা ...

     

     

    balikar zatra shuvo hoke..

    - আলভিনা চৌধুরী

    নিঃশেষ যাত্রা শুভ হয় কি ?? শুভেচ্ছা জানবেন লুব্ধক ! :) 

    - ইকবাল মাহমুদ ইকু

    আকস্মিক একদিন,
    বালিকার শরীর জুড়ে মায়া বালকের ছায়া।

    অথচ ,বালিকার আজ ময়ুরাক্ষীর জলে ভেজার কথা ছিল, উফফ বেশি জোস