Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

লুৎফুর রহমান পাশা

৭ বছর আগে লিখেছেন

জলডুমুর

আমাদের কথা বলে জলের ডুমুর

পাতার ফাঁকেতে উকি দিয়ে পদ্মপানা

আমরা দুজন বাঁচি, শরত নুপুর

ছন্দে বাঝি, দেই মেঘের দুয়ারে হানা

 

আমরা সেবার করেছিনু পন, রয়েছি

পাশাপাশি আগের জনমে যেমন

তেমনি রইবো অব্যয়, চিরকাল, আছি

বিহরে, বিরহি প্রাণ, বৃষ্টিতে চাতক যেমন।

 

ওরা সব গাইবে জলদুপুরের গান

আমরা হবো নিরব পাখি, নিরবতায়

যদি যায় যাক, উবে যাক বিরহী প্রান

বেঁচে রইবো, আহলাদে হেলান আকাশের গায়।

 

ওরা আমাদের কথা বলে, কিষান-

কিষানী। ওরা বাজি নিয়েছে আমাদের প্রান

Likes Comments
০ Share

Comments (0)

  • - টি.আই.সরকার (তৌহিদ)

    চমৎকার অণু ! ভালো লাগলো ।

    শুভেচ্ছা ও ভালবাসা ।

    • - দীপঙ্কর বেরা

      ধন্যবাদ। ভাল থাকবেন।